টুকরো খবর
মিজোরামে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী
ইউপিএ শাসনকালের দশ বছরের ‘সুশাসন’ ভারতীয়দের গড় আয়ু ৫ বছর করে বাড়িয়ে দিয়েছে। মিজোরামের রাজধানি আইজলে নির্বাচনী প্রচারে এসে এই দাবি খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। তাঁর কথায়, “ইউপিএ সরকারের প্রকল্প ও নীতিগুলি মানুষের দ্রুত উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই হাতে নেওয়া হয়। যার ফলে গত ৯ বছরে অর্থনৈতিক বিকাশে নজির গড়েছে দেশ। আগের দশকগুলির তুলনায় দারিদ্র্যের হার তিনগুণ কমেছে। মানুষ স্বাস্থ্যকর জীবনযাপন করছেন। সব মিলিয়ে গত এক দশকে দেশবাসীর গড় আয়ু ৫ বছর বেড়ে গিয়েছে।”

বিজ্ঞানীকেও ভারতরত্ন
ভারতরত্ন পাচ্ছেন এক বিজ্ঞানীও। নাম চিন্তামনি নাগেসা রামচন্দ্র রাও। শনিবার সচিন তেন্ডুলকরের সঙ্গে অধ্যাপক রাওকেও ভারতরত্ন দেওয়া হবে বলে জানায় প্রধানমন্ত্রীর দফতর। তথ্য বলছে, সি ভি রমন ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের পর অধ্যাপক রাও-ই বিজ্ঞানী হিসেবে ভারতরত্ন পাচ্ছেন। ৭৯ বছরের এই বিজ্ঞানী ‘সলিড স্টেট অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি’ নিয়ে কাজ করেছেন। ৬০টি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাম্মানিক ‘ডক্টরেট’ পান। প্রধানমন্ত্রীর বিজ্ঞান উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবেও কাজ করেন অধ্যাপক রাও। পড়িয়েছেন আইআইটি খড়্গপুরেও।

গ্রেনেড হানায় জখম
ব্যবসায়ীর বাড়িতে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় জখম হল এক কিশোর। ঘটনাটি মণিপুরের থৌবাল জেলার। পুলিশ জানায়, লিলং হাওরিয়েবি এলাকার বাসিন্দা আব্দুস সালাম পণ্য আমদানি-রফতানি করেন। এ দিন সকালে তাঁর বাড়িতে চিনা গ্রেনেড ছোড়া হয়। জখম হয় বাড়ির পরিচারক, মহম্মদ আয়াজউদ্দিন (১৫)। পুলিশ জানিয়েছে, সালামের কাছ থেকে তোলা না পেয়েই এই হামলা।

সময় বেড়ে ২০ নভেম্বর
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই নোটিসের জবাব দেওয়ার সময়সীমা শনিবার সকালেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ছত্তীসগড়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় মোদীর সঙ্গে কথা বলার সময় পায়নি দল। সেই কারণেই কমিশনের কাছে আরও এক সপ্তাহ সময় চেয়েছিল বিজেপি। নির্বাচন কমিশন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মোদীকে ২০ নভেম্বর পর্যন্ত সময় দিল। ৭ নভেম্বর ছত্তীসগঢ়ে একটি নির্বাচনী সভায় মোদী বলেন, “ছত্তীসগঢ়কে রক্তাক্ত হাত থেকে বাঁচাতে হলে পদ্মফুলে বোতাম টিপুন।” কংগ্রেসের নির্বাচনী প্রতীককে বিকৃত করে এই ধরনের কথা বলার জন্য তাঁর জবাবদিহি চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কিছু দিন আগেই রাজস্থানের চুরুতে বক্তৃতা দিতে গিয়ে রাহুল গাঁধী বলেছিলেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে মুজফ্ফরনগরের গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন জুগিয়েছে বিজেপি। এর পরেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জবাবদিহি চেয়ে রাহুল গাঁধীকেও নোটিস পাঠায় নির্বাচন কমিশন। বুধবার তার জবাব দেন তিনি। তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, রাহুল গাঁধীর উত্তর সন্তোষজনক নয়। পাশাপাশি তাঁকে পরবর্তী কালে বক্তৃতার সময় সংযত থাকার পরামর্শও দেওয়া হয়েছিল।

নৌবাহিনীতে বিক্রমাদিত্য
সরকারি ভাবে শনিবার ভারতীয় নৌবাহিনীতে যোগ দিল আইএনএস বিক্রমাদিত্য। নারকেল ফাটিয়ে ভারতের যুদ্ধবিমানবাহী এই বৃহত্তম জাহাজটির উদ্বোধন করেন জাহাজের ক্যাপ্টেন সুরজ বেরীর স্ত্রী। এখন নৌবাহিনীতে একটিই যুদ্ধবিমানবাহী জাহাজ কাজ করছে, আইএনএস বিরাট। কিন্তু তার কার্যক্ষমতা প্রায় শেষের দিকে। শনিবার রাশিয়ায় তৈরি আইএনএস বিক্রমাদিত্যের উদ্বোধনে এসে ওয়েস্টার্ন নেভাল কম্যান্ডের প্রধান অ্যাডমিরাল শেখর সিনহা বলেন, “সেনাবাহিনীতে দু’টো জাহাজ থাকায় এ বার থেকে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে নজরদারি চালাতে খুব সুবিধে হবে।” সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে আরও একটি যুদ্ধবিমানবাহী জাহাজ তৈরি হচ্ছে কোচিতে। নাম আইএনএস বিক্রান্ত। ২০১৮-১৯ সালের মধ্যেই এটি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিতে পারবে বলে মনে করা হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.