কালো পোশাক, মুঠো পাকানো হাত। কোমরে উজ্জ্বল হলুদ ব্যান্ড। মুখে আঁটা ছুঁচলো কানওয়ালা একটা কালো মুখোশ। পিঠে বাঁধা নীল কাপড়টা হাওয়ায় উড়ছে। শহর দাপিয়ে বেড়াচ্ছে সে। শুক্রবারের সান ফ্রান্সিসকো যেন কমিক বইয়ের গথাম সিটি।
জনপ্রিয় সুপার হিরো ব্যাটম্যানের চিরপরিচিত পোশাকেই শুক্রবার সারা দিন সান ফ্রান্সিসকো মাতিয়ে রাখল বছর পাঁচেকের খুদে ব্যাটম্যান। আর তাকে উৎসাহ দিতে পথে নামলেন হাজার হাজার মার্কিন নাগরিক। ভিড় করল সারা বিশ্বের সংবাদমাধ্যমের দল, মিলল পুলিশি প্রহরা। এমনকী, শুভেচ্ছা বার্তা এল স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকেও। এ ভাবেই দিনভর হুল্লোড়ে রঙিন হয়ে উঠল ছোট্ট মাইলস স্কটের জীবনের অমূল্য দিনটা।
অমূল্য, কারণ মারণ রোগ বাসা বেঁধেছে ৫ বছরের খুদে মাইলসের দেহে। দেড় বছর বয়সেই ধরা পড়ে লিউকোমিয়া। তার পর থেকে লড়াই। মৃত্যুর ভ্রূকুটিকে অগ্রাহ্য করে ছোট্ট মাইলসের মুখে সব সময় হাসি ফুটিয়ে রাখার। তাকে সব সময় আনন্দে রাখার। লড়াই ইচ্ছেপূরণের। সেই তালিকাতে ছিল, “এক দিনের জন্য যদি ব্যাটম্যান হতে পারতাম...” আর পাঁচটা ছোট বাচ্চার মতোই নিজেকে কমিক বইয়ের প্রিয় চরিত্রের মধ্যে খুঁজে পেতে চায় মাইলস।
আর এই ইচ্ছেপূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিল শহরেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদেরই উদ্যোগে এগিয়ে এল পুলিশ, প্রশাসন, সংবাদমাধ্যম। খুদে সুপারহিরো ‘ব্যাটকিড’-এর খবর ছড়িয়ে পড়তেই উন্মাদনায় মেতে ওঠে শহরবাসী। টুইটারে ছড়িয়ে পড়ে, “আমাদের হিরো এসেছে। আজকের জন্য সান ফ্রান্সিসকো সুরক্ষিত।” |
শুক্রবার সান ফ্রান্সিসকো দাপিয়ে বেড়ালো ব্যাটকিড মাইলস স্কট। রয়টার্সের তোলা ছবি। |
মার্কিন ফুটবল দলের কোচ জিম হারবাফ টুইট করেন, “এটা অসাধারণ একটা ব্যাপার। ছোট্ট মাইলসের জন্য যতটা ভাল, ঠিক ততটাই ভাল সান ফ্রান্সিসকোর জন্য। এক দিনের জন্য সব বিপদ থেকে সুরক্ষিত আমরা। এটা দারুণ একটা পদক্ষেপ। এই প্রচণ্ড ক্লান্ত, একঘেয়ে জীবনে এটা সত্যিই একটা ভাল কাজ।”
মার্কিন অ্যাটর্নির দফতরের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়, “সান ফ্রান্সিসকো বা গথামের তরফে ঘোষণা করা হচ্ছে, পেঙ্গুইন আর রিডলারকে (ব্যাটম্যান গল্পের অন্যতম দুই খলনায়কের চরিত্র) অপহরণ আর ষড়যন্ত্রের অভিযোগে লম্বা সময়ের জন্য জেলবন্দি করে ফেলা গিয়েছে। ব্যাটকিডকে ধন্যবাদ।” মার্কিন সংবাদপত্র ‘সান ফ্রান্সিসকো ক্রনিক্ল’ তো একটি বিশেষ সংস্করণই বার করে ফেলেছে ‘গথাম সিটি ক্রনিক্ল’ নাম দিয়ে। পাতার শিরোনাম শহর রক্ষা করল ব্যাটকিড।
একটি ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা আসে হোয়াইট হাউস থেকে। বারাক ওবামা বলেছেন, “আরও অনেক পথ বাকি আছে মাইলস! গথাম সিটি বাঁচাতে আরও অনেক দূর এগোতে হবে তোমায়।” টুইট করেন মিশেল ওবামাও “সব দুষ্টু লোকগুলোকে শায়েস্তা করার জন্য তোমায় অনেক ধন্যবাদ ব্যাটকিড। তুমি আমাদের সবার অনুপ্রেরণা।”
সব দেখেশুনে উচ্ছসিত বছর পঞ্চাশের মহিলা জিনা ফুটরেল। জনসমুদ্রেই মিশে ছিলেন মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত জিনা। বললেন, “অসুখে পড়লে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল সমর্থন, উৎসাহ, ভালবাসা। আমি আমার জীবনে প্রচণ্ড সমর্থন পেয়েছি আশপাশের মানুষগুলোর থেকে। দেখে ভাল লাগছে, এই খুদে হিরোটার জন্যও এত এত মানুষের সমর্থন রয়েছে।” |