ক্রিকেটই আমার অক্সিজেন: সচিন |
স্বপ্নের মতো ছিল গত ২৪ বছর! ক্রিকেট জীবন শেষে প্রথম সাংবাদিক বৈঠকে মন্তব্য সচিনের। আপাতত কিছু দিনের জন্য বিশ্রাম চান তিনি। নিজের অবসর নিয়ে কোনও আক্ষেপ নেই বলেও জানালেন। এটাই অবসরের সঠিক সময়, মত তাঁর। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের ধকল নিতে না-পারায় এখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, স্বীকারোক্তি সচিনের। তবে ক্রিকেট খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে আগ্রহী তিনি। কারণ ক্রিকেট তাঁর কাছে অক্সিজেন, মন্তব্য সচিনের। বিসিসিআই-এর কাছে মুম্বইয়ে তাঁর শেষ ম্যাচ করার আবেদন করেছিলেন কারণ তাঁর মা কখনও মাঠে খেলা দেখেননি। শেষ ম্যাচ মুম্বইয়ে হওয়ায় তিনি খুশি।
|
কলকাতা চলচ্চিত্র উত্সবের সমাপ্তি |
সায়েন্স সিটিতে তারকাখচিত এক অনুষ্ঠানে এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সমাপন হল। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সিনেমা জগতের বহু তারকা। আজকের অনুষ্ঠানে টলি-বলির পাঁচ বাঙালি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়, সুস্মিতা সেন, কোয়েল মল্লিক, বিপাসা বসু ও রানি মুখার্জি-কে ‘পঞ্চকন্যা’ সম্মানে ভূষিত করা হয়। সম্মান নিতে এসে মঞ্চে উঠে দৃশ্যতই অভিভূত ‘পঞ্চকন্যা’র পাঁচ কন্যা। এ দিন মঞ্চে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, গৌতম ঘোষ, বিশ্বজিত্ চট্টোপাধ্যায়-প্রমুখ।
|
আসানসোল পুরবোর্ডে ভাঙল তৃণমূল-কংগ্রেস জোট
নিজস্ব সংবাদদাতা |
বছর খানেকের বিবাদের জেরে আসানসোল পুরবোর্ডে তৃণমূল এবং কংগ্রেসের জোট ভেঙে গেল। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ওই পুরবোর্ড থেকে তাঁদের সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে জানানো হবে আজ সোমবার। তবে তার ফলে বোর্ড সঙ্কটে পড়বে না বলে দাবি তৃণমূল নেতৃত্বের। আসানসোল পুরসভার মোট আসন ৫০। তার মধ্যে তিন জন কাউন্সিলরের মৃত্যু হওয়ায় আগামী ২২ নভেম্বর সংশ্লিষ্ট তিন ওয়ার্ডে উপনির্বাচন। তার পাঁচ দিন আগে কংগ্রেস পুরবোর্ড থেকে সমর্থন তুলে নিল। পাশাপাশি, কংগ্রেস ছেড়েও তৃণমূলে যোগ দিয়েছেন দুই কাউন্সিলর দয়াময় রায় ও মাধব ঘোষ। তৃণমূলের দাবি, ফরওয়ার্ড ব্লক ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন কাউন্সিলর অরুণ মণ্ডল। ফলে ওই পুরবোর্ডে এখন তৃণমূলের ২১, কংগ্রেসের ১০ এবং বামফ্রন্টের ১৬ জন কাউন্সিলর রয়েছেন। যে তিনটি ওয়ার্ডে উপনির্বাচন আসন্ন, সেগুলির দু’টি বাম এবং একটি তৃণমূলের হাতে ছিল। উপনির্বাচনে তিনটিই তৃণমূল জিতলে তাদের আসনসংখ্যা হবে ২৪। কিন্তু ওই পুরসভায় ক্ষমতায় থাকতে প্রয়োজন ২৬টি আসন। সে ক্ষেত্রে বামফ্রন্ট বা কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনলে এবং ওই দুই পক্ষই অনাস্থার সমর্থনে ভোট দিলে তৃণমূলের পক্ষে বোর্ড টিকিয়ে রাখা সম্ভব হবে না। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, ওই রকম পরিস্থিতি হবে না। |
প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা |
প্রেসিডেন্সি সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বন্দির। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১টা নাগাদ প্রেসিডেন্সি জেলের আজাদ ওয়ার্ডে। পুলিশ সূত্রের খবর, মৃত ওই বন্দির নাম অলোক মল্লিক (৬১)। অলোক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি। রানাঘাটের একটি খুনের ঘটনায় সে ২০০২ সাল থেকে জেল খাটছিল। পুলিশ জানিয়েছে, এ দিন ওই ওয়ার্ডের শৌচাগারে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
কান্নায় জেরবার, সন্তানকে বিক্রির চেষ্টা
সংবাদ সংস্থা |
নিজের সন্তানের কান্নায় জেরবার বাবা-মা! তাই ওয়েবসাইটে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে ওই কাঁদুনে শিশুপুত্রকে ৪৩০ মার্কিন ডলারের বিনিময়ে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে তাঁর বাবা-মা। ঘটনা ব্রাজিলের মধ্য গোইয়াস রাজ্যের। ক্ষুদেটির নীল জামা পরা একটা ছবিও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নীচে ক্যাপশনে অনুযোগ, শিশুটির কান্নায় ঘুমে ব্যাঘাত ঘটে। গত মঙ্গলবার ওই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। বিজ্ঞাপনের পিছনে কার হাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চাইল্ড প্রোটেকশন অফিসার মার্সেলা ওরসাই। তিনি জানান, ওয়েবসাইটে দেওয়া বাড়ির ঠিকানা বা ফোন নম্বরের কোনও অস্তিত্ব নেই। তবে তাঁদের অনুমান, শিশুটির বাবা-মা ক্যাম্পোস এলিসেয়স এলাকার বাসিন্দা। চাঞ্চল্যকর এই বিজ্ঞাপনটি অবশ্য ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও গোটা বিষয়ে নিজেদের দায় অস্বীকার করে ওয়েবসাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, উপভোক্তা ও বিজ্ঞাপনদাতার মধ্যে তাদের কোনও সম্পর্ক নেই। |