কোর্ট স্থির হয়নি আমরি-বিচারের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আমরি-অগ্নিকাণ্ড মামলার বিচার কোন আদালতে শুরু হবে, তা ঠিক হল না শনিবারও। এ দিন আলিপুর জেলা ও দায়রা আদালতে ওই মামলার ১৬ জন অভিযুক্তকেই হাজির থাকতে বলা হয়েছিল। অসুস্থ রাধেশ্যাম অগ্রবাল-সহ অভিযুক্তদের প্রত্যেকেই হাজির ছিলেন। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, সরকার পক্ষ এখনও বেশ কিছু নথি ও প্রতিলিপি অভিযুক্ত পক্ষকে দেয়নি। তা না পাওয়া পর্যন্ত বিচার শুরু করা যাবে না। ১৭ ডিসেম্বরের মধ্যে সে সব নথি তাঁদের দিয়ে দেওয়ার নির্দেশ দেন আলিপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক সুদেব মিত্র।
পুলিশ জানায়, ২০১১ সালে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে আগুন লেগে ৯৩ জন মারা যান। রাধেশ্যাম অগ্রবাল, রাহুল তোদি, প্রশান্ত গোয়েন্কা-সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে অভিযুক্তদের প্রত্যেকেই জামিনে মুক্ত। বিচারক এ দিন জানান, ১৭ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য নির্দিষ্ট আদালতে পাঠানো হবে। এবং ওই দিনও অভিযুক্তদের আদালতে হাজির থাকতে হবে। রাহুল ও প্রশান্তর আইনজীবী জানান, তাঁদের মক্কেলরা ব্যবসার কাজে বিদেশে যাবেন। ফলে তাঁরা সে দিন হাজির থাকতে পারবেন না। কিন্তু বিচারক জানিয়ে দেন, বিদেশের কাজ ১৭ ডিসেম্বরের আগে শেষ করতে হবে তাঁদের। |
গাফিলতিতে মৃত্যু, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
এক রোগিণীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের দেবীনগরে। এলাকার একটি নার্সিংহোমে রোগিনীর পরিবার-পরিজনেদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভ শুরু করেন। সকাল ১১টা থেকে টানা তিন ঘণ্টা নার্সিংহোমের কর্ণধার-সহ এক চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভ চলে। পরে পুলিশ এসে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। রায়গঞ্জ থানার আইসি দীনেশ প্রামাণিক বলেন, “মৃতার পরিবারের অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” |