ট্রেনের ধাক্কা, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শম্ভু নস্কর (২০)। বাড়ি সোনারপুর থানা এলাকায়। রেলপুলিশ জানায়, শনিবার সকালে বন্ডেল গেট লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইনের পাশে এক যুবককে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রেলপুলিশে খবর দেয়। রেলপুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন শম্ভু। তাঁকে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, এ দিন বিকেলে গড়িয়া স্টেশনে রেললাইনে পড়ে গিয়ে চলন্ত ট্রেনে ডান পা কাটা পড়ে মহেশ মান্না (২৮) নামে এক যুবকের। রেল পুলিশ জানায়, মহেশ নামখানাগামী একটি ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। প্রথমে তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাঁকে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করানো হয়। |
অর্থলগ্নি সংস্থার অফিসে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ডহারবার
|
আমানতের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে সাত আটমাস আগে। আমানতকারীরা টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছেন এজেন্টদের। কিন্তু অর্থসগ্নি সংস্থার অফিস বন্ধ হয়ে থাকায় টাকা পাচ্ছেন না তাঁরা, এই অভিযোগে ক্যালকাটা ওয়ার ইন্ডাস্ট্রিজ নামে ওই সংস্থার দক্ষিণ ২৪ পরগনার কপাট হাট মোড়ে বন্ধ থাকা মূল অফিসের সামনে শনিবার সকাল ৯টা থেকে এক ঘণ্টা বিক্ষোভ দেখান ওড়িশা থেকে আসা এজেন্টরা। তাঁরা জানান, ওড়িশায় ওই সংস্থার ৩৭টি শাখা বন্ধ হয়ে গিয়েছে। অথচ সংস্থা থেকে টাকা না দেওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। |
স্ত্রী-কন্যা খুনে পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-কন্যাকে খুনে অভিযুক্ত সেলিম গাজিকে শনিবার বসিরহাটের এসিজেএম আদালতে তিন দিনের পুলিশ হাজতের নির্দেশ দিলেন বিচারক। শুক্রবার দুপুরে হাসনাবাদের সজনেতলা গ্রামে স্ত্রী সুফিয়া বিবি ও মেয়ে রিনা পারভিনকে খেজুর কাটার দা দিয়ে খুন করার অভিযোগ ওঠে সেলিমের বিরুদ্ধে। |