বাড়ল অধীরের জামিনের মেয়াদ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
খুনের ঘটনায় অভিযুক্ত রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল মুর্দিাবাদের জেলা ও দায়রা আদালত। শনিবার, ওই আদালতে তাঁর আগাম জামিনের শুনানির দিন ধার্য হয়েছিল। কিন্তু আদালত এ দিন শুনানি স্থগিত রেখে অধীরের জামিনের মেয়াদ ২৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার অবশ্য ইতিমধ্যেই রেল প্রতিমন্ত্রীর অন্তর্বর্তী জামিন খারিজ করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছে। বিচারপতি নিশিথা মাত্রের ডিভিশন বেঞ্চ মামলাটি বিচারের জন্য গ্রহণও করেছেন। ২১ নভেম্বর সে ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। ২০১১ সালে বহরমপুরে এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় অধীরকে ‘ফেরার’ দেখিয়ে মুর্শিদাবাদের সিজেএম আদালতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানায় জেলা পুলিশ। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। এর পরেই জেলা জজ আদালতে অধীরের আগাম জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। বহরমপুর জেলা দায়রা আদালত পুজোর আগে অধীরের জামিনের আবেদন মঞ্জুর করে। আদালতের ভারপ্রাপ্ত বিচারকের নির্দেশ ছিল, ২৯ অক্টোবর পর্যন্ত রেল প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা যাবে না। পরে ওই মেয়াদ বাড়িয়ে ১৬ নভেম্বর করা হয়। এ দিন আদালতে সরকার পক্ষের আইনজীবী দাবি করেন, হাইর্কোটে রাজ্য সরকার মামলা করেছে। সেক্ষেত্রে হাইকোর্টে বিচারাধীন মামলা শুনানি নিম্ন আদালতে হলে হাইকোর্টের অসম্মান হবে। তাই ২১ নভেম্বরের পর্যন্ত বহরমপুর আদালতে শুনানি স্থগিত রাখার আবেদন জানান সরকার পক্ষের আইনজীবী। পাশাপাশি অধীরের অর্ন্তবর্তী জামিনেরও মেয়াদ বাড়ানোর প্রশ্নেও আপত্তি জানায়নি সরকার।
পুরনো খবর: হয় বেল নয় জেল, আজ শুনানি অধীরের
|
ইসলাম শেখ (৫৬) নামে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার বাড়ির পাশে একটি খেত থেকে তাঁর দেহ মেলে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের কর্মীকে খুন করেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। |