আজকের দিনে |
• ১৯২৭: উত্তরপ্রদেশের ফৈজাবাদে ফাঁসি হয় বিপ্লবী আসফাকুল্লা খানের। তিনি ‘ওয়ার্সি’ ও ‘হসরত্’ ছদ্মনামে উর্দু ভাষায় কবিতা লিখতেন। আজীবন রামপ্রসাদ বিসমাইলের সঙ্গী হিসাবে বিভিন্ন বিপ্লবী কার্যকলাপে নিযুক্ত ছিলেন তিনি। ১৯২৫ সালে রামপ্রসাদ বিসমাইলের নেতৃত্বে ‘কাঁকোরি ট্রেন ডাকাতি’র ঘটনায় জড়িত ছিলেন। |
|
|
|