বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেও ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ চেতেশ্বর পূজারা। উল্টে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ তিনি। “বিরাট দুরন্ত ব্যাটিং করেছে। আমাদের পার্টনারশিপটাও খুব গুরুত্বপূর্ণ ছিল,” বলেন পূজারা।
মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়ক হিসেবে ৫০তম টেস্টে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল ভারত। দুই ওপেনার শিখর ধবন আর মুরলী বিজয় দলের ২৪ রানের মধ্যেই ফিরে যাওয়ার পর পূজারা আর বিরাটের তৃতীয় উইকেটে ৮৯ রানের পার্টনারশিপে ভর করে পাল্টা জবাব দিতে শুরু করে ভারত। দিনের শেষে স্কোরবোর্ডে পাঁচ উইকেটে ২৫৫ রানের ভরসায় দ্বিতীয় দিন বড় রান করার আশায় ভারতীয় শিবির। পূজারা বলেন, “বিদেশের মাঠে বড় পার্টনারশিপ গড়াটা খুব গুরুত্বপূর্ণ। দিনের শুরুর দিকে উইকেটে বাউন্স আর হাল্কা মুভমেন্ট থাকে। তাই আমাদের পরিকল্পনা ছিল যতক্ষণ সম্ভব উইকেটে টিকে থাকা। কারণ পরে বোলার ক্লান্ত হয়ে পড়লে ব্যাট করাটা কিছুটা সহজ হয়ে যাবে।” |
“বিদেশের মাঠে বড় পার্টনারশিপ গড়াটা খুব গুরুত্বপূর্ণ।
দিনের শুরুর দিকে
উইকেটে বাউন্স আর হাল্কা মুভমেন্ট থাকে।
তাই আমাদের পরিকল্পনা ছিল
যতক্ষণ সম্ভব উইকেটে টিকে থাকা।” —চেতেশ্বর পূজারা |
|
এ দিন ২৫ রানে আউট হলেও দক্ষিণ আফ্রিকায় নামার আগে যে ভাবে প্রস্তুতি নিয়ছেন তাতে খুশি সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। “এই টেস্টে নামার আগে প্রস্তুতি আর সেটা মাঠে যে ভাবে প্রয়োগ করতে পেরেছি তাতে খুশি,” বলেন তিনি।
কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ড আবার ডেল স্টেইনদের বোলিংয়ে খুব একটা খুশি নন। “যে লাইন আর লেংথে বোলিং করা উচিত ছিল তুলনায় তার থেকে একটু শর্ট আর ওয়াইড বল করেছে স্টেইনরা। তবে ভারত এখনই ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাতের বাইরে নিয়ে গিয়েছে বলে মনে হচ্ছে না। পিচ থেকে আর একটু বেশি সাহায্য পাবে বোলাররা মনে হয়েছিল। মনে হয় যত খেলা গড়াবে পিচ তত সাহায্য করবে বোলারদের,” বলেন ডোনাল্ড। পাশাপাশি প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার আরও বলেন, “আমার মনে হয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার বোলাররা ঠিক কোথায় ভুল হয়ছে সেটা ধরতে পারবে। আর পরের দিন নতুন বলে আক্রমণে ভুলটা শুধরে নেবে।”
লম্বা স্পেলে বল করায় গ্রেম স্মিথদের প্রধান অস্ত্র ডেল স্টেইনের ক্র্যাম্পের সমস্যা দেখা দিয়েছিল ফাঁস করেন ডোনান্ড। তবে তাঁর আশা দ্বিতীয় দিন ফিট হয়েই মাঠে নামতে পারবেন ‘স্টেইন গান’। |