সচিনের জায়গায়
নেমেই সেঞ্চুরি
|
|
অশোক মলহোত্র: দক্ষিণ আফ্রিকা সফরটা শুরু হওয়ার আগে, বিশেষ করে টেস্ট সিরিজ নিয়ে আলোচনায় তিনটে জিনিস বারবার করে উঠে আসছিল। এক, সচিন তেন্ডুলকর পরবর্তী ভারতীয় ব্যাটিংয়ের নতুন যুগ। দুই, তরুণ ব্যাটসম্যানদের বিদেশ সফরের অনভিজ্ঞতা। আর তিন, দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণের বিরুদ্ধে ভারতীয় পারফরম্যান্স নিয়ে সন্দেহ। আর এ সব ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সচিনের জায়গায় চার নম্বরে কে নামবে? |
|
ভুল বোঝাবুঝি হতেই পারে, বললেন পূজারা
সংবাদ সংস্থা, জোহানেসবার্গ: বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেও
ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ চেতেশ্বর পূজারা। উল্টে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ তিনি।
“বিরাট দুরন্ত ব্যাটিং করেছে। আমাদের পার্টনারশিপটাও খুব গুরুত্বপূর্ণ ছিল,” বলেন পূজারা।
মহেন্দ্র সিংহ ধোনির
অধিনায়ক হিসেবে ৫০তম টেস্টে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল ভারত। |
|
ওদের বডিলাইন স্ট্র্যাটেজি কোথায় গেল: কোহলি
|
|
সংবাদ সংস্থা, জোহানেসবার্গ: ওয়ান ডে সিরিজে দুরমুশ হওয়ার পর তাঁর ব্যাটেই টেস্টে ঘুরে দাঁড়ানোর
স্বপ্ন দেখছে ভারত। সচিন তেন্ডুলকরের জায়গায় প্রথম ব্যাট করতে নেমে ১১৯ রানের ইনিংসে
ডেল স্টেইনদের
শাসনই শুধু করেননি দক্ষিণ আফ্রিকার বোলারদের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন।
দিনের শেষে টেস্টে
তাঁর পঞ্চম সেঞ্চুরির ব্যাখ্যা করতে গিয়ে বিরাট কোহলি বলেন, “এই সুযোগটার
অপেক্ষায় ছিলাম। বিশেষ
করে টেস্ট ক্রিকেটে ব্যাটিং অর্ডারে উপরে ওঠার অপেক্ষায়।
কারণ, ওয়ান ডে-তে আমি তিন নম্বরে ব্যাট করতে নামতে অভ্যস্ত। |
|
‘বিরাটের ব্যাটিং
সচিনকেও গর্বিত করত’ |
কোহলিদের দেখে মনে হচ্ছে
ঘরের মাঠে খেলছে |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ক্রিসমাসে
চোট সারানোর
হোমওয়ার্ক চিডিদের |
|
|
|
টুকরো খবর |
|
|