বিশ্বকাপের সঙ্গে সচিন, সৌরভও দেখবে শহর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফিফা বিশ্বকাপ ট্রফির সঙ্গে শহরে তারকা সমাবেশ হতে চলেছে এ বারের ক্রিসমাস কার্নিভালে।
বিশ্বকাপ ও পেলেদের অধিনায়ক কার্লোস আলবার্তো তোরেসেই শেষ নয় এই ফুটবল উৎসব। সঙ্গে থাকছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আগামী রবিবার ফুটবল বিশ্বকাপ ট্রফির সঙ্গে সাংবাদিক সম্মেলনেও এই তিন তারকা ক্রীড়াবিদ হাজির থাকবেন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।
কাঠমান্ডু থেকে শহরে বিশ্বকাপ আসবে রবিবার সকাল সাড়ে নটায়। বিমানবন্দর থেকে যা সরাসরি চলে যাবে বাইপাসের ধারে এক তারকা-চিহ্নিত হোটেলে। তার আগের রাতেই শহরে চলে আসবেন সত্তরের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক কার্লোস আলবার্তো। সচিন মুম্বই থেকে শহরে ঢুকবেন রবিবার সকালে। |
দুপুর সাড়ে বারোটায় ট্রফির সঙ্গেই সাংবাদিক সম্মেলনে হাজির থাকবেন কার্লোস, সচিন এবং সৌরভ। ২৩ ডিসেম্বর ট্রফি থাকবে পুলিশ মাঠে। যেখানে ফুটবল বিনোদন সংক্রান্ত আরও অনেক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বিশ্বকাপের স্পনসর বহুজাতিক নরম পানীয় সংস্থা এবং আয়োজকদের। পরদিন বিশ্বকাপ যাবে গীতাঞ্জলি স্টেডিয়ামে। ২৫ ডিসেম্বর বড়দিনের কাকভোরে শহর ছেড়ে বিশ্বকাপ যাবে মায়ানমার।
শহরে আসার আগে অবশ্য আর একটি অনুষ্ঠানে দেখা যাবে সচিনকে। ২০ ডিসেম্বর মুম্বইয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-এর তরফে সংবর্ধিত হবেন মাস্টার ব্লাস্টার। বলিউড থেকে সলমন খান, দাক্ষিণাত্য থেকে ভেঙ্কটেশ এবং টলিউড থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা রয়েছেন সচিনকে সংবর্ধনা জ্ঞাপনকারীদের তালিকায়। অনুষ্ঠানে হাজির থাকার কথা যিশু সেনগুপ্ত, বনি কপূর-সহ অন্য তারকাদেরও। এই মঞ্চেই সচিন উন্মোচন করবেন সিসিএল-এর চতুর্থ সংস্করণের লোগো। |