রিও অলিম্পিকে সমস্যায় সুশীলরা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
আন্তর্জাতিক কুস্তি সংস্থা ‘ফিলা’-র ওজন বিভাগে বদল আনার সিদ্ধান্তে রীতিমতো চাপে পড়লেন ভারতের অলিম্পিক পদক জয়ী দুই কুস্তিগির সুশীল কুমার এবং যোগেশ্বর দত্ত। ফিলা-র নতুন নিয়মের কারণে রিও গেমসে জোর ধাক্কা খেতে পারে দুই কুস্তিগিরের সম্ভাবনা। কারণ নতুন নিয়মে রিও-য় তাঁদের দু’জনকেই নামতে হবে নিজেদের অভ্যস্ত ওজন বিভাগের থেকে বেশি ওজনের বিভাগে। যা ভারতীয় কুস্তিগিরদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। হতাশ সুশীল তো সাফ বলছেন, “এই আচমকা পরিবর্তনের ফলে আমাদের রিও গেমসের প্রস্তুতি পুরোপুরি ওলটপালট হয়ে গেল।”রিও-য় পুরুষদের ফ্রিস্টাইলের ৫৫, ৬০ এবং ৬৬ কিলোগ্রাম বিভাগ উঠে যাচ্ছে। আসছে ৫৭ কিলোগ্রাম এবং ৬৫ কিলোগ্রামের দু’টি নতুন বিভাগ। লন্ডন গেমসে ভারতকে কুস্তির ঐতিহাসিক রুপো দেওয়া সুশীল লড়েন ৬৬ কিলোগ্রামে। আর লন্ডনের ব্রোঞ্জজয়ী যোগেশ্বর ৬০ কিলোগ্রামে। দুই বিভাগই উঠে যাওয়ায় রিও-য় যোগেশ্বরকে সম্ভবত ৬৫ আর সুশীলকে ৭৪ কিলোগ্রামে নামতে হবে। সুশীল বলেছেন, “এক কেজি ওজন কমানোটাও আমার পারফরম্যান্সের ক্ষতি করবে। কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। তবে ৭৪ কিলোগ্রামে নামা ছাড়া আর উপায় দেখছি না।” সঙ্গে যোগ করেছেন, “আমাদের অলিম্পিক প্রস্তুতি বড় ধাক্কা খেল। আমি চূড়ান্ত হতাশ।”
|
আলেখিনের অভিনব দাবা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছোটদের নিয়ে দাবার একেবারে অন্য রকমের আসর বসাচ্ছে ঐতিহ্যশালী আলেখিন চেজ ক্লাব। এ ব্যাপারে ক্লাব পাশে পাচ্ছে টেলিকিডসকে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৪ ও ২৫ ডিসেম্বর এই দাবা উৎসবের নাম দেওয়া হয়েছে ‘ছোটা ভিম কিড্জ চেজ কার্নিভ্যাল’। যেখানে অংশ নেবে চার থেকে চোদ্দো বছরের প্রচুর উৎসাহী ছেলে-মেয়ে। হঠাৎ এমন একটা উদ্যোগ কেন? আলেখিনের অন্যতম প্রধান কর্তা সোমেন মজুমদার বলছেন, “আমাদের ক্লাব চিরকালই শিশু প্রতিভা তুলে আনতে সক্রিয়। এ বারও আসল লক্ষ্য সেটাই। যদিও আনকোরাদের মধ্যে দাবার প্রাথমিক ধারণা গড়ে দেওয়ার ব্যবস্থাও থাকছে।” এমনিতে উৎসব, হইচইয়ের আগে দু’দিন মিলিয়ে বিভিন্ন বয়স বিভাগে পাঁচ রাউন্ডের টুর্নামেন্ট হবে। এমনকী সেখানে নগদ পুরস্কারও (মোট পুরস্কারমূল্য ২ লক্ষ টাকা) থাকছে। এবং টুর্নামেন্ট থেকে বেছে নেওয়া প্রতিভাদের টেলিগ্রাফ স্কুল দাবায় সরাসরি খেলার সুযোগ করে দেওয়া হবে। সংগঠকদের দাবি, উৎসবে হাজির করা হবে জনপ্রিয় ‘ছোটা ভিম’-এর মডেলকে। ছোটদের সঙ্গে তাকেও হয়তো খুদিরামে খেলতে দেখা যাবে। উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।
|
পুণে ম্যাচে ওডাফা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুণে ম্যাচে মাঠে নামবেন ওডাফা ওকোলি। বুধবার বিকেলে অনুশীলন সেরে বাড়ি ফেরার পথে তিনি বলে গেলেন, “পায়ে এখনও অল্প ব্যথা রয়েছে। আই লিগে দল ভাল জায়গায় নেই। তাই দলের জন্যই পুণে ম্যাচে খেলব।” বাগান অধিনায়কের কথায়, “গোলের সামনে খেই হারানোর জন্যই সমস্যা হচ্ছে দলে। তবে এর জন্য আমাদের কোচ কোনও ভাবেই দায়ী নন।” তা হলে মোহনবাগানের এই হতশ্রী পারফরম্যান্সের জন্য দায়ী কে, তা জানতে চাইলে কোনও মন্তব্য করতে চাননি ওডাফা। বলেন, “কলকাতা খুব আজব জায়গা। এখানে গোল করলে সবাই নাচানাচি শুরু করে দেয়। আর ব্যর্থ হলেই বলতে শুরু করে ‘বাড়ি যাও’।” এখানেই না থেমে তিনি বলেন, “তবে এর জন্য আমার কোনও অনুশোচনা নেই। আমি খুব জানি, অনেকেই আমাকে পছন্দ করেন না।” কোচ করিম যদিও এ দিন কোনও কথা বলেননি। বৃহস্পতিবার সকালে তিনি দলের অনুশীলন ডেকেছেন বারাসতে। কর্তাদের একাংশের ধারণা, নিজেদের দুর্দিনে মোহনবাগানে মহাজোট হয়েছে কোচ-অধিনায়কের।
|
ময়দানেই মূর্তি বসছে ক্লডিয়াসের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রথম মৃত্যু বার্ষিকীতেই ময়দানে বসতে চলেছে প্রয়াত অলিম্পিয়ান লেসলি ক্লডিয়াসের আবক্ষ মূর্তি। ক্লডিয়াসের প্রিয় কাস্টমস তাঁবুতেই ২০ ডিসেম্বর বিকেলে শ্বেতপাথরের তৈরি এই আবক্ষ মূর্তি স্থাপন করা হবে বলে জানানো হয়েছে কাস্টমস ক্লাবের তরফে।
প্রয়াত অলিম্পিয়ানের স্মরণে ওই দিন সকালেই ময়দানের কাস্টমস তাঁবু থেকে ভেটারেন্স ক্লাব তাঁবু পর্যন্ত ক্রীড়াবিদদের নিয়ে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। ক্লডিয়াসের স্মরণে আগামী শনিবার থেকে এক ফাইভ এ সাইড হকি প্রতিযোগিতার আসর বসবে ভবানীপুরের খালসা স্কুলে। বারো দলের এই প্রতিযোগিতার ফাইনাল আগামী রবিবার। |