জোহানেসবার্গ টেস্টে বিরাট কোহলির সেঞ্চুরি দেখার পর তাঁকে সম্ভবত সবচেয়ে বড় সার্টিফিকেটটা দিলেন সুনীল গাওস্কর। বলে দিলেন, “আজ বিরাট কোহলির ইনিংসটা সচিন তেন্ডুলকরকেও গর্বিত করত।”
গাওস্কর মনে করছেন, এ দিন কোহলির সেঞ্চুরি শুধু ভারতীয় ইনিংসের ভিতই মজবুত করেনি, গোটা ক্রিকেট দুনিয়ার কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে। “ভারতীয় ব্যাটসম্যানরা ফাস্ট বোলিং খেলতে পারে না বলে একটা চালু ধারণা আছে। এই ইনিংসটা সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিল।”
কোহলির ইনিংসকে ব্যাখ্যা করতে গিয়ে গাওস্কর বলেছেন, “লুজ বলগুলো খুব ভাল ভাবে কাজে লাগিয়েছে কোহলি। সুযোগ পেলেই স্ট্রোক খেলেছে। ওয়ান্ডারার্সের এই পিচটাকে ও খুব তাড়াতাড়ি বুঝে নিয়েছিল এবং পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে গিয়েছে।” পূজারার রান আউটটা যে কোহলির ইনিংসকে প্রভাবিত করেনি, সেটাও বলছিলেন গাওস্কর। “ভাল প্লেয়ারের লক্ষ্মণ এটাই। ধাক্কাটাকে পিছনে ফেলে আসতে পারে। পূজারাকে হারিয়েও তাই সেঞ্চুরিটা করে যেতে পারল কোহলি।”
শুধু কোহলিই নয়, টস জিতে ধোনির ব্যাটিং নেওয়ারও প্রশংসা করেছেন গাওস্কর। বলেছেন, “ধোনিও পিচটাকে ঠিকঠাক বুঝতে পেরেছিল। ওর প্রথমে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা শিবিরে একটা বার্তা পৌঁছে দেয়।” |