টাওয়ার ইনফোটেক নামে একটি বেসরকারি অর্থ লগ্নি সংস্থার সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এ বার তারা নির্দেশ দিল, সারদা গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তা জানাতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে।
সারদার আর্থিক কেলেঙ্কারির পরে সরকারই তহবিল গড়ে ক্ষতিগ্রস্তদের কিছু কিছু টাকা ফেরত দিতে শুরু করেছে। কিন্তু সরকার নিজের তহবিল থেকে সারদার আমানতকারীদের ক্ষতিপূরণ দেবে কেন, এই প্রশ্ন তুলে জনস্বার্থে মামলা হয়। আবেদনে বলা হয়, আরও কিছু সংস্থায় টাকা রেখে প্রতারিত হয়েছেন অনেকে। কিন্তু সরকার তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি। বুধবার শুনানির পরে সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করার কী হল, জানতে চায় কোর্ট। আদালত জানায়, আইন অনুযায়ী রাজ্য সারদার বিভিন্ন সংস্থা সম্পর্কে কী ব্যবস্থা নিয়েছে, হলফনামায় তা-ও জানাতে হবে।
এই মামলার আবেদনকারীর আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় এ দিন শুনানিতে বলেন, সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকার কোনও ব্যবস্থাই নেয়নি। সাধারণ মানুষের টাকা থেকে আমানতকারীদের টাকা মেটানো হচ্ছে। এটা করা যায় না। তাই এখনই এই টাকা দেওয়া থেকে রাজ্য সরকারকে বিরত করা হোক। ডিভিশন বেঞ্চ জানায়, সরকারকে এই কাজ থেকে বিরত করার সময় আসেনি। হলফনামা পাওয়ার পরেই আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
সারদা কাণ্ডে গঠিত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতায় ওই দায়িত্ব পুরসভার। পুরসভা সূত্রের খবর, কমিশন ৩৮৮২টি চেক পাঠিয়েছিল। তার মধ্যে ১৩৪০টি চেক দেওয়া হয়েছে। বাকি ২৫৪২টি চেকের প্রাপক খুঁজে পাওয়া যায়নি। একই সমস্যা দেখা দিয়েছে কয়েকটি জেলাতেও।
এই পরিস্থিতিতে সারদা কাণ্ডে ক’জন আমানতকারী টাকা ফেরত পেয়েছেন এবং ক’জনের টাকা বাকি, তা জানাতে কাল, শুক্রবার নবান্নে বৈঠক করবেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র। নবান্ন সূত্রের খবর, আবেদনকারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, নামধামে কোনও ভুল হয়েছে কি না, ওই বৈঠকে সব বিষয়েই আলোচনা হবে।
সারদা সংস্থার তছরুপের তদন্তভার সিবিআই-কে দেওয়ার দাবিতে সুর চড়িয়েছে বাম শিবির। এ দিন রাজ্যসভায় এই দাবি তোলার পাশাপাশি বাম প্রতিনিধিরা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। পশ্চিমবঙ্গে বামেদের উপরে হামলার অভিযোগ তুলে সকালে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেন প্রকাশ কারাট, বিমান বসু-সহ বাম নেতারা।
এর পাল্টা হিসেবে ত্রিপুরায় বাম সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগে আজ, বৃহস্পতিবার মুকুল রায়ের নেতৃত্বে যন্তরমন্তরেই ধর্নায় বসতে চলেছে তৃণমূল। দলের নেতা ডেরেক ও’ব্রায়েন জানান, ধর্নার পরে তাঁরাও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করবেন।
|