হাওড়া জেলা হাসপাতাল-সহ হাওড়ার ৭টি সরকারি হাসপাতালের বেহাল দশা দূর করতে আমূল সংস্কারে উদ্যোগী হল জেলা প্রশাসন। সম্প্রতি জেলা প্রশাসন হাসপাতালগুলির পরিকাঠামো উন্নতির জন্য একটি ১৫ কোটি টাকার প্রকল্প রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে জমা দিয়েছে। জেলা প্রশাসনের দাবি, প্রাথমিক ভাবে রাজ্য স্বাস্থ্য দফতর ওই টাকা বরাদ্দ করতে রাজি হয়েছে। ওই টাকা এলেই সংস্কারের কাজে হাত দেওয়া হবে।
হাওড়া জেলা হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ও হাওড়া শহরে অবস্থিত আরও ৫টি স্টেট জেনারেল হাসপাতালের দুরবস্থা নিয়ে সাধারণ মানুষ ও কর্মীদের ক্ষোভ দীর্ঘদিনের। শহরের ওই ৫টি সরকারি হাসপাতাল হল বেলুড় স্টেট জেনারেল, ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতাল, দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, টি এল জায়সবাল হাসপাতাল এবং সত্যবালা দেবী আইডি হাসপাতাল। অভিযোগ, বছরের পর বছর সংস্কারের কাজে হাত না দেওয়ায় ওই হাসপাতালগুলির অবস্থা ভয়াবহ। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি হাসপাতাল কর্মীদের মানসিকতাও তলানিতে গিয়ে ঠেকেছে। কোথাও ছাদ থেকে জল পড়ছে, কোথাও বা কর্মী আবাসনই ভেঙে পড়ছে। কোথাও পানীয় জল অপ্রতুল, কোথাও আবার বর্ষাকালে হাসপাতালই থাকে হাঁটুজলের নীচে।
হাওড়ার জেলাশাসক শুভাঞ্জন দাস বলেন, “হাসপাতালগুলির যা অবস্থা, তাতে অবিলম্বে পরিকাঠামোর উন্নতি না হলে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়বে। তাই জেলার ৭টি হাসপাতালের পরিষেবার উন্নতির জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম। স্বাস্থ্য দফতর থেকে প্রাথমিক ভাবে সবুজ সঙ্কেত মিলেছে। টাকা এলেই কাজ শুরু হবে।”
কোন হাসপাতালে কী সংস্কার করা হবে? জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি হাসপাতালে কী কাজ হবে, তা নির্দিষ্ট করে খরচ ধরা হয়েছে। সব থেকে বেশি খরচ ধরা হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের জন্য। ওই হাসপাতালটির নতুন একতলা ভবন-সহ নিকাশি, রাস্তা, চিকিৎসকদের আবাসনের সংস্কার, অতিরিক্তপানীয় জলের ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থার উন্নতি ইত্যাদির জন্য প্রায় ১২ কোটি টাকা খরচ করা হবে।
শহরের কেন্দ্রস্থলে হাওড়া জেলা হাসপাতালের এস এন দাস ব্লকের মেরামতি ও সংস্কার, আইটিইউ-র সংস্কার, অপারেশন থিয়েটারে ভাল শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসানো, টি বি ওয়ার্ডের আমূল সংস্কারের জন্য ধরা হয়েছে প্রায় ৯৫ লক্ষ টাকা। বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে রোগী এবং তাঁদের পরিজনদের জন্য প্রতীক্ষালয় গড়ে তুলতে ব্যয় করা হবে প্রায় ১৬ লক্ষ টাকা। আমূল সংস্কার করা হবে ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতাল ভবন ও কর্মী আবাসনেরও। খরচ হবে সাড়ে ১০ লক্ষ টাকা।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া, শিবপুরের লক্ষ্মীনারায়ণ তলায় অবস্থিত দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের ছাদ দিয়ে জল পড়ে। সে জন্য হাসপাতালের ‘রুফ ট্রিটমেন্ট’ করা হবে। মেরামতি হবে সীমানা পাঁচিল, পোলিও সেন্টার ও নার্সদের আবাসনেও। এর পাশাপাশি পানীয় জল পর্যাপ্ত না থাকায় বসানো হবে গভীর নলকূপ। সব মিলিয়ে খরচ ধরা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।
উত্তর হাওড়ার একমাত্র স্টেট জেনারেল হাসপাতাল টিএল জায়সবাল হাসপাতালের দুরবস্থা নিয়েও অভিযোগ দীর্ঘদিনের। জেলা প্রশাসন ঠিক করেছে, হাসপাতালের গোটা ভবনটির আমূল সংস্কারের পাশাপাশি জরুরি বিভাগে যাওয়ার রাস্তা এবং হাসপাতাল চত্বরের ঢালাও সংস্কার করা হবে। আনুমানিক খরচ ধরা হয়েছে ৮৮ লক্ষ টাকা। যে হাসপাতালে শুধুমাত্র সংক্রামক ব্যাধির চিকিৎসা হয় গত ৩০ বছর ধরে সেই সত্যবালা আইডি হাসপাতাল নিজেই সংক্রামক ব্যধিতে আক্রান্ত। সারা বর্ষা জলে ডুবে থাকে। আবর্জনা, মশায় ভরে থাকে ওয়ার্ড চত্বর। তাই ঠিক হয়েছে, হাসপাতালের অন্দর ও চত্বরের সংস্কার করা হবে। খরচ ধরা হয়েছে ৯১ লক্ষের বেশি। |