৫ পৌষ ১৪১৮ বুধবার ২১ ডিসেম্বর ২০১১


 

এই শহর জুড়ে নিরন্তর ঘটে চলা বিভিন্ন ঘটনার মাত্র কয়েকটি হয়ে ওঠে সংবাদের শিরোনাম। ভাল আর মন্দ
সেখানে হাত ধরাধরি করে আসে। শেষ তিরিশ দিনে প্রকাশিত শহরের সেরা শিরোনামগুলি দিয়েই বোঝা যায় কেমন
আছে এ শহর। কলকাতার হাঁড়ির হাল বুঝতে ২১ নভেম্বর ২০১১ থেকে ২০ ডিসেম্বর ২০১১-র শীর্ষ শিরোনাম।

• বস্তি উন্নয়নে কেন্দ্রীয় সাহায্য: হয়নি কাজ, ১২০ কোটি খোয়াতে পারে পুরসভা
• তখন চলছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ। হঠাৎই আলো নিভে গেল যুবভারতীর
• জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের জন্য লালদিঘি লাগোয়া মিনিবাস স্ট্যান্ড দু’বছর বন্ধ রাখতে হবে


• যুবভারতীতে বিদ্যুৎ-বিভ্রাটের পরে অন্তর্ঘাতের জোরালো অভিযোগ করেছিল মোহনবাগান। সেই অভিযোগকে কার্যত সমর্থন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

• মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত বিতর্কের ফয়সালা করতে শেষমেশ অন্ধ্র-মহারাষ্ট্র-তামিলনাড়ুর পথেই হাঁটছে পশ্চিমবঙ্গ



• অধিনায়কের প্রতি অনাস্থা, রণদেবের প্রতি অনাগ্রহের বাতাবরণে আজ বাংলার নির্বাচনী বৈঠক


• টোলগের হ্যাটট্রিকে ৮ গোল ইস্টবেঙ্গলের


• দক্ষিণ কলকাতা থাকবে না,‘ভাবতেই’ পারছেন না মমতা


• বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ এবং পেনশন বিলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলছে সিপিএম


• মোহনবাগানকে শো-কজ, সুব্রতর দলে আজ দুই বিদেশি

• বিভিন্ন সংগঠনের শ্রমিক, কর্মচারী ও হকারদের বিক্ষোভ, সমাবেশ এবং মিছিলের কারণে বৃহস্পতিবার দুপুরে যানজটে থমকে গেল উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল

• কালীঘাট মন্দিরে পাণ্ডা-রাজ শেষ হল। এখন থেকে ভক্তেরা লাইন দিয়ে শুধুমাত্র মন্দির কমিটির নিযুক্ত ও সচিত্র পরিচয়পত্রধারী পূজারিকে দিয়ে পুজো দিতে পারবেন



• কলকাতা এবং শহরতলিতে ১৫ বছরের পুরনো বাস, ট্যাক্সি, লরি প্রভৃতি বাণিজ্যিক যানবাহন বাতিলের প্রক্রিয়া আবার শুরু হচ্ছে


• রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদ্যাপনে সরকারি আর্ট ও ক্রাফ্ট কলেজে রবীন্দ্রচিত্র প্রদর্শনীতে যে ২০টি ছবি প্রদর্শিত হয়েছিল, তার একটি ছবিও রবীন্দ্রনাথের আঁকা নয়


• রবীন্দ্রনাথকে রং-কানা জেনেই জালিয়াতি, জানালেন কেতকী কুশারী ডাইসন


• বিপদের সময়ে বাংলার অধিনায়কত্ব নিতে সম্মত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ দিন পর। রঞ্জিতে আগামী দু’টো ম্যাচে বাংলাকে নেতৃত্ব দেবেন তিনি



• বড়দিনের আগেই সান্তাবুড়ো, ক্রিসমাস ট্রি-র আলোয় সেজে উঠবে পার্ক স্ট্রিট! কলকাতায় এমন উৎসব এই প্রথম!


• কলকাতায় শব্দদূষণের সবচেয়ে বড় উৎস গাড়ির হর্ন


• নব্বই মিনিটের অন্ধকার কাটল ওডাফা জাদুতে


• দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পাকাপাকি ভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সঙ্গে হাত মেলাল কলকাটা স্টক এক্সচেঞ্জ (সিএসই)


পরিবেশ ট্রাইব্যুনাল হচ্ছে নিউ টাউনে
রাজারহাটের নিউ টাউনে আঞ্চলিক পরিবেশ ট্রাইব্যুনাল হচ্ছে। সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে আইনজীবী অভিজিৎ সেনগুপ্ত বলেন, সম্প্রতি জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল আইন তৈরি করেছে কেন্দ্র। এই আইনে পরিবেশ সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি হবে। তাই কেন্দ্রীয় ট্রাইব্যুনালটি হচ্ছে দিল্লিতে। এ ছাড়া পাঁচটি আঞ্চলিক ট্রাইব্যুনাল করা হচ্ছে। একটি হবে নিউ টাউনে হিডকো বিল্ডিংয়ে। বাকি চারটি দিল্লি, চেন্নাই, পুণে ও ভোপালে।

• দক্ষিণ কলকাতার গা-এলানো নির্বাচনে ভোট পড়ল ৫২%


• ধর্মতলার মেট্রো চ্যানেলে সমাবেশে ‘সংগঠিত’ ভিড় দেখে বিজেপি নেতারা মন্তব্য করছেন, ‘অভূতপূর্ব’


• মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) তাদের দাবি না মানায় ২০১২-১৩ সালে মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড


• আর সাড়ে চার মাস পরেই পরীক্ষা। কিন্তু এ রাজ্য থেকে যাঁরা মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবেন, তাঁরা এখনও জানতেই পারলেন না, ডাক্তারি পাশ করেও তাঁদের ভবিষ্যৎ কতটা সুনিশ্চিত হতে পারে!


• রাজারহাটের সিন্ডিকেট-কাণ্ডে হস্তক্ষেপ করে ‘কড়া ব্যবস্থা’ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
• ডার্বি ম্যাচে বিদ্যুৎ-বিভ্রাটের জের। যুবভারতী নয়, পরিস্থিতি যে দিকে গড়িয়েছে তাতে টোলগে-ওডাফাদের আই লিগের সব ম্যাচ খেলতে হতে পারে বারাসতে


নিরাপত্তা ভেঙে মহাকরণে যুবক, হইচই

নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ায় মহাকরণের কেন্দ্রীয় গেটে এক যুবককে ঘিরে হইচই পড়ে গেল। বৃহস্পতিবার সকাল সওয়া এগারোটা নাগাদ আচমকাই অরুণ মালিক নামের বছর তিরিশেকের ওই যুবক মহাকরণের কেন্দ্রীয় গেটের মধ্যে ঢুকে পড়ে ‘বন্দে মাতরম’, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ বলে চিৎকার শুরু করেন। পুলিশকে হুগলির পোলবার বাসিন্দা ওই যুবক জানান, তিনি প্রতিবন্ধী। তিনি শুনতে পান না। তাঁর চিকিৎসার পয়সা নেই। মুখ্যমন্ত্রী তাঁকে বাঁচাবেন সেই আশা নিয়েই তিনি মহাকরণে এসেছেন। সঙ্গে সঙ্গেই পুলিশ ওই যুবককে আটক করে কেন্দ্রীয় গেটের পুলিশ চৌকিতে নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান, তিনি মানসিক ভারসাম্যহীন। গত বছরের ১৫ মে বাম আমলে একই ভাবে মহাকরণে ঢুকে পড়েছিলেন অরুণ। তিনি আজ পুলিশকে বলেন, “আমি মুখ্যমন্ত্রীর ঘরের সামনে শুয়ে পড়েছিলাম। লাভ হয়নি। তাই ফের নতুন মুখ্যমন্ত্রীর কাছে এসেছি। উনি আমাকে বাঁচান।” পুলিশ জানিয়েছে, অরুণকে হেয়ার স্ট্রিট থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী অফিস সূত্রে খবর, হাসপাতালে ওই যুবকের চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। যুবকের দাবি অনুযায়ী তাঁর কাছে তথ্যপ্রমাণ থাকলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাঁকে সাহায্যের আশ্বাসও দিয়েছে মুখ্যমন্ত্রীর অফিস।

• জেলা স্তরে চিকিৎসক, সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ছুটি নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে বিতর্কের মুখে পড়ল স্বাস্থ্য দফতর


• নাশকতা রুখতে বিমানবন্দরগুলির ধাঁচে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজছে শহরের ‘লাইফলাইন’ মেট্রো রেল


• মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৯ সালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে যে ব্যবধানে জিতেছিলেন, উপ নির্বাচনে তা অক্ষুণ্ণ থাকবে কি?

• শীতের কলকাতায় আচমকাই উদয় হতে পারেন ব্রেট লি। তবে কেকেআর-এর জার্সি গায়ে ইডেনে না, দেখা যেতে পারে গিটার হাতে শু্যটিংয়ে


• এ বার বিশ্বকাপের একঝাঁক প্রাক্তন মহাতারকাকে খেলতে দেখা যাবে কলকাতায়। সব ঠিকঠাক এগোলে ১৫ জানুয়ারি যুবভারতীতে এই স্বপ্নের ম্যাচে রোনাল্ডো-ফিগো-মালদিনি-কাফুদের মুখোমুখি হবেন ভাইচুং ভুটিয়া-জন আব্রাহামরা।


• প্রত্যাশিত ভাবেই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী।


• ৬৫টি রুটের মধ্যে ৪৮টিই লোকসানে চলে। কলকাতায় সিএসটিসি-র বাস-পরিষেবার ছবিটা এমনই।


• আগুনের হাত থেকে মহাকরণ ও লালবাজারকে বাঁচাতে নিশ্ছিদ্র প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে চায় রাজ্য সরকার।


• একসঙ্গে চার অ্যানাস্থেটিস্ট কাজ ছাড়লেন ডাফরিনে


• নতুন বছরের গোড়াতেই বিদ্যাসাগর সেতুর আলোকসজ্জার কাজ শেষ করতে উদ্যোগী হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)


আজ শুরু ইনফোকম
শহরে আজ শুরু ‘ইনফোকম ২০১১’। এ বার দশম বর্ষে পা রাখল তথ্যপ্রযুক্তি জগতের এই রাজসূয় যজ্ঞ। সম্মেলন চলবে ৮ থেকে ১১ ডিসেম্বর। প্রতি বছরের মতো এ বারও বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ থিম। দশম ইনফোকমের বিষয় ‘ইনক্লুশন।’ অর্থাৎ তথ্যপ্রযুক্তির হাত ধরে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যাওয়া। শহর ও গ্রামাঞ্চলের ফারাক ঘোচাতে তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে তোলার পক্ষে সওয়াল করবে ইনফোকম। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, শিল্পমহলের সঙ্গে প্রথম বার মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জেলায় জেলায় তথ্য-প্রযুক্তি শিল্প আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এগোবে তাঁর সরকার। সম্মেলনে যোগ দিচ্ছেন ১২০০ প্রতিনিধি। বক্তা ১০০ জন। এবিপি প্রাইভেট লিমিটেড-এর এমডি দীপঙ্কর দাস পুরকায়স্থ বলেন, ‘‘শুধু হাতে গোনা কয়েক জন নয়। দেশের আমজনতার জীবনধারায় পরিবর্তন আনতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করতে হবে। আর এ বার সেটাই ইনফোকমের মূল আলোচ্য বিষয়। এ ছাড়া, রাজ্যে লগ্নি টানতে সংশ্লিষ্ট শিল্পের নজরও ঘোরাতে চায় ইনফোকম।” পাশাপাশি প্রদর্শনী চলবে মিলনমেলা প্রাঙ্গণে। স্টল সংখ্যা ১৫০। আয়োজকদের দাবি, দিনে ৬০ হাজার মানুষ প্রদর্শনীতে পা রাখবেন। প্রতিবারের মতোই দেওয়া হবে ‘ফিউচার লিডারশিপ অ্যাওয়ার্ড’। বিশ্বের নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীরা যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনকে বাছা হয়েছে।

• পোষ্যের মৃত্যু নিয়ে অভিযোগ, চিঠি গেল মুখ্যমন্ত্রীর দফতরে


• পূর্ব কলকাতার পাঁচ হাজার হেক্টরেরও বেশি জলাভূমিতে কলকাতা পুরসভার নোংরা জলের জোগান যে ভাবে কমছে তাতে এই প্রশ্ন জলাভূমি কি শুকিয়ে যাবে?


• মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থ মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে গিয়ে দেখে এলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র

• মিলন মেলা প্রাঙ্গণে তথ্যপ্রযুক্তি সম্মেলন ইনফোকমের প্রদর্শনী উদ্বোধন মুখ্যমন্ত্রীর


• আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্রমশ জটিল হচ্ছে মহানগরীর ডেঙ্গি-চিকুনগুনিয়া পরিস্থিতি

• অজয় ঘোষ ট্রফিতে বৃহস্পতিবার বারাসতের কাছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরাজয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিল বর্ধমান ও রবীন্দ্রভারতী


• কেমো-রেডিয়েশনে লক্ষ্যভেদের অস্ত্র দিলেন দুই বাঙালি


• নজিরবিহীন ট্র্যাজেডি বেনজির ঐক্য এনে দিল রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক শিবিরে। ‘সহমর্মিতা’র ঐক্য। আর্ত, ভাগ্য বিড়ম্বিতদের ‘পাশে দাঁড়ানো’র ঐক্য


• মরণফাঁদ হাসপাতাল: যিনি বেঁচে, তিনি কি আমার লোক, উৎকণ্ঠা আত্মীয়দের


• ঢাকুরিয়ার মতোই অবিবেচক সল্টলেক আমরি


• ত্রাতা হলেন ‘দূরের’ মানুষেরাই


• ঢাকুরিয়ার আমরি হাসপাতালের আগুনে দমবন্ধ হয়ে ৯১ জনের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


• পাশেই পেট্রোল পাম্প, জতুগৃহ সল্টলেক আমরিও


উদ্বোধন পিছোল ক্রিসমাস উৎসবের
আমরি-অগ্নিকাণ্ডে ৯১ জনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হল ক্রিসমাস উৎসব। আগামিকাল, সোমবার সন্ধ্যায় পার্কস্ট্রিটের অ্যালেন গ্রাউন্ডে ক্রিসমাস ট্রি-র আলো জ্বেলে এই উৎসবের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মৃত্যুমিছিলের দু’দিনের মাথায় এমন আনন্দোৎসবে সামিল হতে মুখ্যমন্ত্রী আপত্তি জানিয়েছেন। আর তাই আপাতত এই উৎসবের উদ্বোধন স্থগিত রাখা হচ্ছে বলে শনিবার জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ডেরেক বলেন, “আমরি-কাণ্ডে মৃত অসহায় মানুষগুলোর পরিজনদের সমবেদনা জানাতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। তবে ১৮ ডিসেম্বর দুপুরে পার্কস্ট্রিটে যে অনুষ্ঠান হওয়ার কথা, তার নড়চড় হচ্ছে না। তার আগে এক দিন উদ্বোধন হবে।”

• বহু জীবন বাঁচিয়ে শঙ্কর এখন জীবনযুদ্ধে


• স্টিফেন কোর্ট থেকে আমরি, সেই একই ছবি প্রশাসনের

• মৃত্যু বেড়ে ৯৩, সারাদিন আমরি ঘিরে শোক, বিক্ষোভও



• অগ্নিবিধি শিকেয় শহরের আরও ৫ সরকারি হাসপাতালে


• আট জনকে বাঁচিয়ে শহর ছাড়লেন কফিনবন্দি বিনীতা
• আগুন লাগার সময় নিয়ে ধোঁয়াশা: ৪৮ মিনিট পরে খবর এল কেন, তদন্তে পুলিশ


• আমরি-র অগ্নিকাণ্ড: দু’দিন টানাপোড়েনের পরে ৬৬ ‘বীর’-কে বাছল পুলিশ

অগ্নিযোদ্ধাদের কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী


• হস্তশিল্প মেলা থেকে এ বার হাসিমুখে ফিরলেন শিল্পীরা


• এবার সুব্রত ভট্টাচার্যের পরীক্ষা আই লিগের ‘লাস্ট বয়’ হ্যালের বিরুদ্ধে


• আমরি অগ্নিকাণ্ডে আরও দু’জন গ্রেফতার— হাসপাতালের চেয়ারম্যান (সেফটি) সত্যব্রত উপাধ্যায় এবং এজিএম (রক্ষণাবেক্ষণ) সঞ্জীব পাল


• অগ্নিকাণ্ডের পরে আমরি হাসপাতাল কর্তৃপক্ষ বিমা সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদৌ পাবে কী?


• কলকাতা বিমানবন্দরের নতুন ও আধুনিক টার্মিনাল তৈরি প্রকল্পে যুক্ত ইঞ্জিনিয়ারদের একাংশের বিক্ষোভ-আন্দোলনের জেরে সংশয় দেখা দিয়েছে, সময়ে কাজ শেষ হবে তো?


বাংলাদেশ উৎসব
কলকাতায় এক চিলতে বাংলাদেশের আভাস নিয়ে এ বছরও হতে চলেছে ‘বাংলাদেশ উৎসব’। বেকবাগানে বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে ওই অনুষ্ঠানে থাকবে বাংলাদেশি লোকগীতি। সঙ্গে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি। এ বারের নতুন সংযোজন বাংলাদেশের ব্যান্ড। এ ছাড়া, ঢাকাই জামদানি, রাজশাহির সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি-সহ নানাবিধ হস্তশিল্প প্রদর্শনীর ব্যবস্থা থাকছে বলে উপ-হাইকমিশন সূত্রে খবর। পাওয়া যাবে ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি আর ইলিশের রকমারি পদ। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত পাঁচ দিনের এই উৎসব শুরু হচ্ছে শুক্রবার।

• ইডেনে বাংলা ক্রিকেটের ‘ডার্টি পিকচার’


• আমরি-কাণ্ডে প্রশাসনিক ব্যবস্থা নিতে কেউ কোনও গাফিলতি করলে তাঁকে ছাড়া হবে না: বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


• ‘রসে-বশে’ দিব্যি চলছে মহানগরের চোলাই-ঠেক
• আলিয়া বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘মাদ্রাসা’ যুক্ত করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই সরকারি অনুষ্ঠানে কাজিয়ায় জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী


• মাটির উপরে মেট্রোর লাইন তৈরিতে নারাজ বিমানবন্দর



• ওঁদের নিকটজনের মৃত্যু হয়েছে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। অথচ এসএসকেএম হাসপাতালে ময়না-তদন্ত করে যখন ডিসপোজাল সার্টিফিকেট দেওয়া হল, তাতে লিখে দেওয়া হল, মৃত্যু হয়েছে এসএসকেএমে!

• বাংলাকে বাঁচাতে পারলেই হেলমেট খুলব— ম্যাচ শেষে আনন্দবাজারকে বললেন মনোজ তিওয়ারি
মনোজ-বীরের প্রতাপে বেঁচে থাকার তিন পয়েন্ট পেল বাংলা

• মহানগরী থেকে উড়ান বন্ধ করে দিচ্ছে লুফৎহানসা এয়ারলাইন্সও


• সল্টলেক আমরি হাসপাতালের ট্রেড লাইসেন্সে রয়ে গিয়েছে পূর্বতন ‘সুরক্ষা’ হাসপাতালেরই নাম, অথচ হেল্থ লাইসেন্স নেওয়া হয়েছে আমরি-র নামে



• মাতৃবিয়োগে শোকের কলরব এড়ালেন মমতা


• পরীক্ষায় যাদের ‘ভাগ্য’ নির্ধারণ করেন শিক্ষক, সেই পড়ুয়াদের মূল্যায়নে তাঁরা কত নম্বর পান এ বার তা দেখতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয়


• মমতাকে সমবেদনা জানাতে কালীঘাটে ঢল
• শহরের কোনও জনবহুল জায়গায় আগুন লাগলে যেখানে জলের জন্য হাহাকার পড়ে যায়, সেখানে কোলে মার্কেটের মতো ঘিঞ্জি বাজারে কর্তৃপক্ষ তৈরি করে ফেলেছেন দু’লক্ষ লিটারের এক বিশাল ভূগর্ভস্থ জলাধার


• এ বারই প্রথম ‘পার্ক স্ট্রিট ফেস্টিভ্যাল’-এর সাক্ষী হল কলকাতা
• সরকারি হাসপাতাল থেকে আমরি-র অন্যতম ডিরেক্টর রাধেশ্যাম অগ্রবালকে সোমবার সরকারি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিল আলিপুর আদালত


• ঘরের চালে মদের বাক্স, ভিতরে চোলাইয়ের ঠেক






Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


অতীতের তাঁরাতারাদের চোখেআমার শহরফিরে দেখা আনাচে-কানাচে

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.