কয়েক দিন আগেই কলকাতা থেকে ইউরোপের উড়ান বন্ধ করে দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ এবং এয়ার ইন্ডিয়া। এ বার এই মহানগরী থেকে উড়ান বন্ধ করে দিচ্ছে লুফৎহানসা এয়ারলাইন্সও। শুক্রবার লুফৎহানসা সূত্রে এ কথা জানানো হয়েছে। ওই সংস্থার এক কর্তা জানান, ২০১২-এর গ্রীষ্মের মরসুম থেকে এই পরিষেবা বন্ধ করা হবে।
বিমানবন্দর সূত্রের খবর, এখন সপ্তাহে তিন দিন কলকাতা থেকে ফ্রাঙ্কফুর্ট রুটে লুফৎহানসার বিমান চলাচল করে। ব্রিটিশ এয়ারওয়েজ এবং এয়ার ইন্ডিয়া উড়ান বন্ধ করার পরে লুফৎহানসাই ছিল একমাত্র সংস্থা, যারা কলকাতা থেকে ইউরোপের বিমান চালায়। তারাও পরিষেবা বন্ধ করে দেওয়ায় কলকাতা থেকে ইউরোপের সংযোগকারী কোনও বিমান থাকবে না।
লুফৎহানসা সূত্রের খবর, এখন সপ্তাহে তিন দিন বিমান চালানো হলেও ৮০ শতাংশ যাত্রী হচ্ছিল।
তা হলে পরিষেবা বন্ধ করা হচ্ছে কেন? লুফৎহানসার এক কর্তা জানান, যাত্রী হলেও সপ্তাহে মাত্র তিন দিন চলাচল করায় সংস্থার পক্ষে ব্যাপারটা লাভজনক হচ্ছে না। কিন্তু এখন যা অবস্থা, তাতে সপ্তাহে রোজ বিমান চালানোর মতো পরিকাঠামোও নেই। আর তা চালানো হলেও যথেষ্ট যাত্রী হবে না বলেই ওই কর্তার দাবি। লুফৎহানসার পাততাড়ি গোটানোর সিদ্ধান্তে বিভিন্ন পর্যটন সংস্থার কর্তারা হতাশ। ট্রাভেল ফেডারেশন অফ ইন্ডিয়া (পূর্বাঞ্চল)-র সভাপতি অনিল পঞ্জাবি বলেন, “এখন নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে। নতুন নতুন বিমান সংস্থাকেও আনার চেষ্টা হচ্ছে। ঠিক সেই সময়েই কলকাতা থেকে ইউরোপের একমাত্র সরাসরি উড়ানটিও বন্ধ হয়ে যাওয়া খুবই খারাপ খবর।” |