মহিলা ডোমকে ‘ফার্স্ট ডিভিশন’ দিচ্ছেন গাছতলায় ময়না-তদন্তে ব্যস্ত চিকিৎসক
শুভাশিস ঘটক, ডায়মন্ড হারবার: সরকারি অ্যাম্বাসাডর গাড়িটা এখন ‘আলমারি’। সংগ্রামপুরে চোলাইয়ে বিষক্রিয়ায় মৃতদের সুরতহাল ও ময়না-তদন্ত করার পরে সে সংক্রান্ত কাগজপত্র, ‘ভিসেরা’-সহ নানা খুঁটিনাটি গাড়িতেই ঠাসছিলেন দক্ষিণ ২৪ পরগনার এসিএমওএইচ (ময়না-তদন্ত) উমাপ্রসন্ন ঘোষাল। বুধবার বিকেল থেকে সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গের সামনে এক গাছতলায়। গত ৪৮ ঘণ্টা টেবিল-চেয়ার পেতে গাছতলাতেই কাজ করে চলেছে উমাপ্রসন্নবাবুর ‘টিম’। |
|
নথিভুক্ত হাসপাতালের
সংখ্যা নিয়েই বিভ্রান্তি |
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নিয়ম মানতে হাসপাতালগুলিকে বাধ্য করা দূর অস্ত্, কলকাতায় ঠিক ক’টি নথিভুক্ত হাসপাতাল আছে, তা নিয়েই বিভ্রান্ত স্বাস্থ্য দফতর ও পুরসভা!
আমরি-কাণ্ডের পরে বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো এবং অগ্নি-সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, তা দেখতে একাধিক কমিটি গড়া হয়েছে। হাসপাতালে হাসপাতালে তদন্ত চালাচ্ছেন দমকল, পুরকর্তা ও স্বাস্থ্যকর্তারা। আর তখনই কাগজপত্র ঘেঁটে দেখা যাচ্ছে গলদ রয়েছে গোড়াতেই। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: হাসপাতাল একটাই। অথচ তার হেল্থ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স ভিন্ন ভিন্ন নামে! পুরসভার দেওয়া ট্রেড লাইসেন্সের ভিত্তিতেই কোনও হাসপাতালকে হেল্থ লাইসেন্স দেয় স্বাস্থ্য দফতর। কিন্তু সল্টলেকের আমরি হাসপাতালের ক্ষেত্রে তা হয়নি। তার ট্রেড লাইসেন্সে রয়ে গিয়েছে পূর্বতন ‘সুরক্ষা’ হাসপাতালেরই নাম। অথচ হেল্থ লাইসেন্স নেওয়া হয়েছে আমরি-র নামে। ঢাকুরিয়া আমরি’তে অগ্নিকাণ্ডের পরে কলকাতা ও আশপাশের হাসপাতালগুলোর কাগজপত্র খতিয়ে দেখতে গিয়ে সল্টলেক আমরি-র লাইসেন্স নিয়ে এই ‘বিভ্রান্তি’ স্বাস্থ্য দফতরের নজরে এসেছে। |
দুই লাইসেন্সে দুই
নাম সল্টলেক আমরির |
|
আগুন লেগেছিল আগের
বছর, হুঁশ ফেরেনি তবু |
|
|
|
রোগীর মাথার
উপরেই ঝোলে তার |
|
রেডিওথেরাপি বিভাগ চালু
হয়নি, অভিযুক্ত পূর্ত দফতর |
অভিন্ন প্রবেশিকা নিয়ে
মত দেবে না আদালত |
|
টুকরো খবর |
|
|