মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত টেনে আনার জন্য শুক্রবার কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এ দিন জানিয়ে দিয়েছে, ২০১২ সালে অভিন্ন প্রবেশিকা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রকেই। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনও মত দেবে না।
বিচারপতি এইচএল দাত্তু এবং বিচারপতি সি কে প্রসাদকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের বেঞ্চ এ দিন কেন্দ্রকে বলেছে, তাঁরা আবেদন প্রত্যাহার না-করলে আদালতই তা খারিজ করে দেবে। বিচারপতিরা বলেন, আপনারা কেন বিষয়টি আদালতে এনেছেন? আদালত এর মধ্যে থাকবে কেন?” সুপ্রিম কোর্টের এ দিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্যসচিব সঞ্জয় মিত্র বলেন, “আমরা কোর্টের বক্তব্য শুনেছি। আদালত নিজেদের ব্যাপারটা মেটাতে বলেছে। আশা করছি, ২০১২-য় পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সেই বসতে পারবে। প্রয়োজনে ২০১৩-য় অভিন্ন প্রবেশিকার কথা ভাবা যাবে।” কেন্দ্র প্রথমে জানিয়েছিল, তারা ২০১২ সালে মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা নেওয়ার জন্য তৈরি। এই পরীক্ষা নেওয়ার ব্যাপারে চলতি বছর মার্চেই কেন্দ্র ও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই-কে ছাড়পত্র দিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু তার পরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাত-সহ কয়েকটি রাজ্য ২০১২ সালে অভিন্ন প্রবেশিকার বিরুদ্ধে বেঁকে বসে। কিছু দিন আগে পশ্চিমবঙ্গ সরকার জানায়, ছাত্রছাত্রীদের নতুন পাঠ্যক্রমে অভ্যস্ত হতে সময় লাগবে। তাই ২০১২-য় এ রাজ্যের পড়ুয়ারা অভিন্ন প্রবেশিকায় বসতে পারবে না। একাধিক রাজ্যের বিরোধিতার মুখে পড়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কিন্তু আদালত এই ব্যাপারে মত দিতে না-চাওয়ায় এখন রাজ্য সরকার মনে করছে, রাজ্যের সিদ্ধান্ত বদলানোর প্রয়োজন হবে না। |