সংবাদসংস্থা • নয়াদিল্লি ও মুম্বই |
টানা তেরো বারের পর চোদ্দো বারে শেষ পর্যন্ত সুদ বৃদ্ধির পথ থেকে সরে এল রিজার্ভ ব্যাঙ্ক। এখনই সুদ কমানোর রাস্তায় না-হাঁটলেও, অন্তত তা অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করল তারা। ফলে রেপো রেট (্স্বল্প মেয়াদে বাণিজ্যিক ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদে ধার দেয়) এবং রিভার্স রেপো রেট (বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে রিজার্ভ ব্যাঙ্ক যে হারে ঋণ নেয়) থিতু থাকল আগের ৮.৫ এবং ৭.৫ শতাংশেই।
মূল্যবৃদ্ধি যুঝতে ২০১০-এর মার্চ থেকে টানা ১৩ বার সুদ বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু শিল্পোৎপাদন সঙ্কুচিত হওয়ার পাশাপাশি আর্থিক বৃদ্ধি ঢিমে তালে বাড়ায় এ বার আর সুদ বাড়বে না বলেই মনে করছিলেন সকলে। প্রত্যাশা আরও চড়েছিল খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি সাড়ে ৪ শতাংশের নীচে নেমে যাওয়ায়। তার উপর, সার্বিক মূল্যবৃদ্ধি এখনও ৯ শতাংশের উপরে থাকলেও কিছুটা কমেছে। ফলে সব মিলিয়ে প্রত্যাশা ছিল, শুধু মূল্যবৃদ্ধির সমস্যায় নজর না-রেখে এ বার বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে মন দেবে রিজার্ভ ব্যাঙ্ক।
আপাতত এই প্রত্যাশা আংশিক ভাবে মিটেছে বলে মনে করছে শিল্পমহল। সুদ অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অধিকাংশ বণিকসভা। আগামী দিনে সুদ কমবে বলেও আশা করছে শিল্পমহলের এক বড় অংশ। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা খুশি করতে পারেনি শেয়ার বাজারকে। ৩৪৫.১২ পয়েন্ট পড়েছে সেনসেক্স। থিতু হয়েছে ১৫,৪৯১.৩৫ অঙ্কে।
লগ্নিকারীদের আশা ছিল, বাজারে নগদের জোগান বাড়াতে ক্যাশ রিজার্ভ রেশিও (শীর্ষ ব্যাঙ্কের কাছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির গচ্ছিত টাকার অনুপাত) অন্তত ২৫ বেসিস পয়েন্ট কমবে। তা না-হওয়ায় কিছুটা হতাশই হয়েছে শেয়ার বাজার। তবে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের মতে, বৃদ্ধির গতি বাড়াবে এই সিদ্ধান্ত। |