গ্রামীণ ব্যাঙ্কেও চালু এটিএম
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
এ বার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কেও এটিএম পরিষেবা চালু হচ্ছে। পাশাপাশি বর্ধমান, হুগলি, হাওড়া ও বীরভূমের ২১৬টি গ্রামীণ ব্যাঙ্কের আওতাধীন প্রত্যেক কৃষককে কিষান ক্রেডিট কার্ড দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সব্যসাচী দাস। তিনি বৃহস্পতিবার বীরভূমের জয়দেব কেঁদুলি শাখায় ঋণ পরিশোদ ও ঋণ দান শিবিরে উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, “আগামী জানুয়ারি মাস থেকে ওই দুই কর্মকাণ্ড শুরু হবে আমরা আশাবাদী।” জয়দেব কেঁদুলি শাখা সূত্রে জানা গিয়েছে, ঋণ আদায়ের সক্ষ্যমাত্রা ছিল ১ কোটি টাকা। প্রায় ১২০০ জন ঋণ শোধ করেছেন। নতুন করে ১১টি স্বনির্ভর দলকে বিভিন্ন প্রকল্পে ৩০ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। ওই ব্যাঙ্কের বর্ধমান জোনের রিজিওনাল ম্যানেজার বৈদ্যনাথ সরকার জানান, ওই শাখায় ৪০০টি স্বনির্ভর দল ঋণ নিয়ে বিভিন্ন কাজকর্ম করছে। উপস্থিত ছিলেন বীরভূমের রিজিওনাল ম্যানেজার অজয় চন্দ্র।
|
রাজ্যে ইস্পাত ও বিদ্যুতে ৯০০ কোটি লগ্নি রশ্মি গোষ্ঠীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে ইস্পাত ও বিদ্যুৎ শিল্পে আরও লগ্নি করছে রশ্মি গোষ্ঠী। ঝাড়গ্রাম ও খড়্গপুরের কারখানা সম্প্রসারণ ছাড়াও বর্ধমানের জামুরিয়ায় একটি নতুন ইস্পাত প্রকল্প গড়বে তারা। এ জন্য সব মিলিয়ে লগ্নি করা হবে ৯০০ কোটি টাকারও বেশি। সংস্থার প্রেসিডেন্ট আর সি বেহরা শুক্রবার জানান, জামুরিয়ায় একটি সুসংহত ইস্পাত প্রকল্প গড়তে লগ্নি হবে প্রায় ৫০০ কোটি টাকা। ১২ মেগাওয়াটের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রও হবে সেখানে। অন্য দিকে, ঝাড়গ্রামের বর্তমান কারখানার পাশেই একটি ফেরো অ্যালয় ও নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র (১৮ মেগাওয়াট) গড়তে ১৩০ কোটি টাকা লগ্নি করছে সংস্থা। খড়্গপুরে বিভিন্ন ইস্পাত প্রকল্পে লগ্নি হবে প্রায় ৪০০ কোটি। সেখানেও ১২ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হবে। সংস্থার অন্যতম কর্তা পি কে চক্রবর্তী জানান, জামুরিয়ার কারখানাটি চালু হবে ৩-৪ বছরে। তবে ঝাড়গ্রাম ও খড়্গপুরের সম্প্রসারণ প্রকল্প আগামী বছরই পর্যায়ক্রমে চালু হয়ে যাবে।
|
ডলারে টাকার দাম বাড়ল ৯৪ পয়সা
সংবাদসংস্থা • মুম্বই |
রিজার্ভ ব্যাঙ্কের দাওয়াইয়ে ফল মিলল এক দিনেই। বৃহস্পতিবারই ডলারে টাকার দামের পতনে রাশ টানতে ফাটকা -বাজিতে বিধিনিষেধ জারি করে শীর্ষ ব্যাঙ্ক। এর জেরে আজ শুক্রবার টাকার দাম বাড়ল ৯৪ পয়সা। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫২.৭০/৭১ টাকা। এ দিকে, অনাবাসী ভারতীয়দের টাকার আমানত ও সাধারণ আমানতে সুদ স্থির করার স্বাধীনতা বাণিজ্যিক ব্যাঙ্ককে দিল আরবিআই। ডলারের জোগান বাড়াতেই এই সিদ্ধান্ত। |