৫ পৌষ ১৪১৮ বুধবার ২১ ডিসেম্বর ২০১১


কলকাতা কি আছে কলকাতাতেই?

কলকাতা মানে কি এখনও গঙ্গার ঘাট? যে নদীতে ভেসে যায় মোহনার দিকে নাম না-জানা এক জলযান। যে নদীর পাশে কোথাও বহ্নিমান চিতার পাশে ভবঘুরে, কোথাও সাতসকালে তেল মেখে পালোয়ানদের কুস্তি। আবার কোথাও নেই-আঁকড়া ভিখিরির ভিড়। কলকাতা মানে কি চক্ররেল, হাওড়া ব্রিজ, ফুলবাজার, টানা রিক্শা, ভোরের ট্রাম, ভিক্টোরিয়া, নন্দন-অ্যাকাডেমি-রবীন্দ্রসদন? কলকাতা মানে কি গড়িয়াহাটার মোড় আর তিরিশোর্ধ্ব বুড়ি পাতাল রেল?
নাকি কলকাতা সে সব ছাড়িয়ে আরও আরও দিগন্তে প্রসারিত এই ভুবনীকরণের দুনিয়ায়?
এ কলকাতা কি ফেসবুক-টুইটারের? এ কলকাতা কি রিপ্ড-অ্যাপার্ট জিন্স আর ট্যাঙ্ক টপের? এ কলকাতা কি সিসিডি-বরিস্তা-পাঁচতারার কফিশপের? এ কলকাতা কি এক্সপ্রেসওয়ের চলতি হাওয়ার পন্থী?
আসলে এই শহরে দুই কলকাতার এক আশ্চর্য সহাবস্থান। কবি তো কবেই বলেছিলেন, ‘এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা’। সেই দো-ধার কলকাতা নিয়ে আনন্দবাজার পত্রিকার ইন্টারনেট সংস্করণের আনকোরা বিভাগ ‘কলeকাতা’।
 
একটা সময় ছিল, যখন বলা হত, বাঙলা আজ যা ভাবে সারা ভারত তাই ভাবে আগামীকাল! সে দিন গিয়েছে। সভ্যতার সেই ইতিহাসে যে সমস্ত কৃতীর অবদান অনস্বীকার্য, তাঁদের জীবনগাথায় গড়া হল অতীতের তাঁরা। এই সংখ্যায় থাকল কবি, গায়ক তথা গণসঙ্গীতের এক অন্য রূপকার হেমাঙ্গ বিশ্বাস সম্পর্কে কিছু কথা। গত ১৪ ডিসেম্বর ছিল তাঁর শততম জন্মবার্ষিকী। স্মৃতিচারণে স্ত্রী-পুত্র-কন্যা-সহ বেশ কিছু বিখ্যাত মানুষ।
 

সময় পাল্টায়। নজর পাল্টায়। নগর পাল্টায়। পাল্টে যাওয়া সব কিছুর মাঝেই মনে আঁকা হয়ে যায় বেশ কিছু স্থিরচিত্র। নানা রঙের আঁচড়ে ঘিরে থাকা সেই ছবিগুলো জড়িয়ে যায় জীবনের সঙ্গে। তারকাদের দৈনন্দিনতাতেও এমন ভাবে জুড়ে যায় একটা শহর, সে প্রতিবিম্বই তারাদের চোখে। নিজের শহর নিয়ে দু-চার কথা বলতে কলম ধরলেন এ প্রজন্মের গায়ক মনোময় ভট্টাচার্য
 
মনের শহর, প্রাণের শহর... আমার শহর— কলকাতা। সেই কলকাতা নিয়ে আপনাদের মনের কথা। আপনাদের কলমে...

দিন আসে, দিন যায়, তার ফাঁকেই ইতিহাসে ঢুকে পড়ে তার চলাচলের খবর। পুরনো দিনের শহুরে খবর দিয়ে চেনা যায় এখনকার অতি পরিচিত শহরের অতীতটাকে, তার নাগরিক জীবনযাপন থেকে খেলাধুলো, সংস্কৃতি বা কূটকচালি থেকে রাজনীতির হাল। পঞ্চাশ বছর আগের কলকাতা শহরের গতিবিধি চিনতে ফিরে দেখা
 
এই শহর জুড়ে নিরন্তর ঘটে চলা বিভিন্ন ঘটনার মাত্র কয়েকটি হয়ে ওঠে সংবাদের শিরোনাম। ভাল আর মন্দ সেখানে হাত ধরাধরি করে আসে। শেষ তিরিশ দিনে প্রকাশিত শহরের সেরা শীর্ষ শিরোনামগুলি দিয়েই বোঝা যায় কেমন আছে এ শহর। কলকাতার হাঁড়ির হাল বুঝতে শিরোনামে শেষ তিরিশ


প্যাচপ্যাচে গরম, সন্ধেবেলার কালবৈশাখী, বর্ষায় জলে ডোবা রাস্তা, পুজো শেষে শীতের আমেজ, কুয়াশায় ‘মর্নিং ওয়াক’, বসন্তের আহ্বানে দূর
থেকে আসা কোকিলের ডাক—
কলকাতার নানা ঋতুতে নানা রূপ। মরসুমি কিছু কথা ও চিত্র নিয়ে আমাদের নিবেদন শহরে এখন। এই সংখ্যায়
বড়িশার চণ্ডীমেলা হস্তশিল্প মেলা

আপনার মনে শহর কলকাতা ঠিক কেমন ভাবে জড়িয়ে আছে? শৈশব থেকে কৈশোর, তার পর থেকে আজ পর্যন্ত চেতনে-মননে
মিশে যাওয়া মন্দ-ভালর সাক্ষী এই তিলোত্তমা নগরীকে নিয়ে আপনার অনুভূতির কথা এক হাজার শব্দের মধ্যে লিখে পাঠান
নীচের ঠিকানায়। সঙ্গে আপনার সংক্ষিপ্ত পরিচয়, ছবি-সহ। মনোনীত লেখা প্রকাশিত হবে এই বিভাগে।
‘কলeকাতা’
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা ৭০০০০১
ই-মেল করু
kolekata@abp.in

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player