এই শহর জুড়ে নিরন্তর ঘটে চলা বিভিন্ন ঘটনার মাত্র কয়েকটি হয়ে ওঠে সংবাদের শিরোনাম।
ভাল আর মন্দ
সেখানে হাত ধরাধরি করে আসে। শেষ তিরিশ দিনে প্রকাশিত শহরের সেরা শিরোনামগুলি
দিয়েই বোঝা যায় কেমন
আছে এ শহর। কলকাতার হাঁড়ির হাল বুঝতে ২১ অগস্ট ২০১৩ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৩-র শীর্ষ শিরোনাম।
স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ
সম্পাদক স্বামী সুহিতানন্দ। কাঁকুড়গাছির রামকৃষ্ণ মঠ (যোগোদ্যান)-এ।
• রাজারহাটে হবে বিবেকতীর্থ: রবীন্দ্রতীর্থের পরে এ বার রাজারহাটে বিবেকতীর্থ করছে রাজ্য। বুধবার এ বিষয়ে রামকৃষ্ণ মিশনের সম্মতিপত্র পেয়েই সংশ্লিষ্ট দফতরকে কাজের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণ সূত্রে খবর, স্বামী বিবেকানন্দের নামে তৈরি এই বিবেকতীর্থ হবে ‘শিকাগো আর্ট ইনস্টিটিউট’-এর আদলে। ভিতরে থাকবে অডিটোরিয়াম, হিউম্যান এক্সেলেন্স, ভ্যালু এডুকেশন ইনস্টিটিউট। ২০১২-র সেপ্টেম্বরে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের টাস্ক ফোর্স কমিটির বৈঠকে এই বিবেকতীর্থ তৈরির পরিকল্পনা হয়। ২০১৩-র ২০ জানুয়ারি বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধ-শতবর্ষ উদ্যাপনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘মানবিক উৎকর্ষতা’ (হিউম্যান এক্সেলেন্স) এবং ‘নীতি শিক্ষা’র (ভ্যালু এডুকেশন) একটি প্রতিষ্ঠান তৈরির জন্য সন্ন্যাসীদের অনুরোধ জানিয়েছিলেন। এর জন্য রামকৃষ্ণ মিশনের তরফে যা বলা হবে তা-ই সরকার করতে রাজি আছে এবং প্রয়োজনে ৩৬৫ দিন একটা করে ছবি এঁকে দিতেও রাজি হন মমতা।১৭ অগস্ট প্রশাসনের সংসার নিয়ে বেলুড় মঠ সফরে গিয়ে মমতা ফের ওই বিষয়ে সন্ন্যাসীদের মত জানতে চান। এর পরে এ দিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ বিষয়টি সম্পর্কে আগ্রহ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠান।
• শহর থেকে লঞ্চে বেলুড়:মুখ্যমন্ত্রী বলার সাত দিনের মধ্যে শ্রীরামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের স্মৃতি-বিজড়িত জায়গাগুলিকে এক সুতোয় বেঁধে লঞ্চ চালুর দিন পাকা। আগামী সপ্তাহে এই পরিষেবা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। মূলত তীর্থযাত্রী এবং নিত্যযাত্রীদের কথা ভেবেই এই পরিষেবা চালু হচ্ছে। গত শনিবার বেলুড় মঠ থেকে লঞ্চে ফিরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি এই পরিষেবা চালুর নির্দেশ দেন। ফেয়ারলি প্লেস থেকে বাবুঘাট-বাগবাজার হয়ে বেলুড় মঠ পর্যন্ত লঞ্চ চালু করার জন্য মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে নির্দেশও দেন তিনি। সেই মতো নতুন এই রামকৃষ্ণ-সারদা-বিবেকানন্দ সার্কিট চালু করতে চলেছে রাজ্য। পরিবহণ দফতর সূত্রের খবর, নতুন এই লঞ্চ রুট ফেয়ারলি প্লেস থেকে শুরু হয়ে চলবে আদ্যাপীঠ পর্যন্ত। ফেয়ারলি প্লেস থেকে লঞ্চটি হাওড়া, বাগবাজার, বরাহনগর (কুঠি ঘাট), বেলুড় হয়ে আদ্যাপীঠ যাবে। সাধারণ লঞ্চের ভাড়া অনুযায়ীই এই রুটের ভাড়া নির্ধারিত হবে। মহাকরণ সূত্রে খবর, সকাল ৬টা ৪০ মিনিটে ফেয়ারলি থেকে লঞ্চটি আদ্যাপীঠ যাবে। সকাল ১০টা থেকে লঞ্চটি নিত্যযাত্রীদের জন্য বাগবাজার থেকে বেলুড় মঠ যাতায়াত করবে। সন্ধ্যা সাড়ে ছ’টায় লঞ্চটি আদ্যাপীঠ থেকে হাওড়ায় এসে নোঙর করবে।
• স্মৃতি-বিজড়িত পরিষেবা:শ্রীরামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের স্মৃতি-বিজড়িত জায়গাকে এক সুতোয় বাঁধতে ফেয়ারলি প্লেস থেকে বেলুড় হয়ে আদ্যাপীঠ পর্যন্ত চালু হল লঞ্চ। বুধবার মিলেনিয়াম পার্কের জেটি থেকে ওই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। লঞ্চটি রোজ ফেয়ারলি থেকে হাওড়া, বাগবাজার, বরাহনগর, বেলুড় হয়ে আদ্যাপীঠ যাবে। পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রামকৃষ্ণ-সারদা-বিবেকানন্দ এই সার্কিটে শীঘ্রই যুক্ত হবে দক্ষিণেশ্বরও। সেই লক্ষ্যে দক্ষিণেশ্বরে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি জেটিও তৈরি করবে সরকার।
• যৌনকর্মীদের হোম: সমাজ পরিত্যক্তাদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করছে সরকার। সোনাগাছি, কালীঘাট, চেতলা, মুন্সিগঞ্জের মতো যৌনপল্লির বয়স্ক যৌনকর্মীদের জন্য হোম তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যৌনকর্মীদের ৮-১৮ বছরের সন্তানদের জন্য বৃত্তিমূলক শিক্ষা ও হস্টেলের ব্যবস্থা হবে। আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাসকে এ জন্য জমি-বাড়ি খুঁজতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধায়ক শশী পাঁজাকে দক্ষিণ ও উত্তর কলকাতার যৌনপল্লিগুলিতে ওই সব যৌনকর্মীদের চিহ্নিত করার প্রাথমিক দায়িত্বও দিয়েছেন।
• পুলিশকে ইডেনে ‘আটকাল’ সিএবি:শহরে কলকাতা পুলিশের এক অনুষ্ঠান উপলক্ষ্যে দর্শকদের যাতায়াত এবং গাড়ি ‘পার্কিং’-এর জন্য ইডেনকে ব্যবহার করার প্রস্তাবে বেঁকে বসল সিএবি। বৃহস্পতিবার ময়দান থানা থেকে এক চিঠি দিয়ে সিএবিকে বলা হয়, শুক্রবার দুপুর দু’টো থেকে ইডেনের ১১, ১২ ও ১৪ নম্বর গেট খুলে দিতে। তাতে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে দর্শকদের ঢুকতে সুবিধে হবে। কারণ, তাতে গাড়ি ইডেনের ‘এল ব্লকে’ রেখে দর্শকরা অনুষ্ঠানে ঢুকে পড়বেন। যার পরপরই সিএবি কর্তারা বেঁকে বসেন। বলা হয়, ২০০৯ সালের পর থেকে ইডেন সংস্কারের পর এ সব সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তা ছাড়া আজ পুলিশকে ইডেনে গাড়ি পার্কিংয়ের অনুমতি দিলে, কাল অন্য কেউ একই দাবি তুলবে। সংস্থার কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “আমরা একটা চিঠি পেয়েছি। যেখানে এই কথা বলা আছে। কিন্তু ইডেনে এখন সে সব সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আর চিঠি যেহেতু আজই পেয়েছি, তাই এত কম সময়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া কঠিন।” তবে যদিও রাতে ঘটনায় জল ঢেলে লালবাজারের এক শীর্ষ কর্তা বললেন, “আপৎকালীন ব্যবস্থা হিসেবে সিএবি-কে কথাটা বলা হয়েছিল। গাড়ি পার্ক করার দরকার না-ও হতে পারে ইডেনে। আর এখানে বিরোধের কোনও ব্যাপার নেই।”
• সাজবে বেহালার হাসপাতাল:দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ রোগী ভাল পরিষেবা পাওয়ার জন্য আসেন এসএসকেএমে। অথচ, দক্ষিণ ২৪ পরগনার প্রবেশদার বেহালাতেই রয়েছে একটি সরকারি হাসপাতাল। রোগীরা যাতে সেখানেও ভাল পরিষেবা পান, সে জন্য বেহালার একমাত্র সরকারি হাসপাতাল বিদ্যাসাগর হাসপাতালকে ঢেলে সাজার পরিকল্পনা করেছে সরকার। সোমবার হাসপাতালে এ কথা জানান শিল্পমন্ত্রী ও স্থানীয় বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এ দিন হাসপাতালের নতুন নবজাতক বিভাগ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, আধুনিক ইসিজি মেশিন, সরকারি-বেসরকারি উদ্যোগে কম খরচে সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ঠান্ডা পানীয় জল-সহ ১০টি প্রকল্পের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। তিনি জানান, পূর্ত, পরিবেশ ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে হাসপাতালটি ঢেলে সাজা হবে। ছিলেন পূর্ত ও পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার। এ দিন হাসপাতাল চত্বরের জলাশয়ে ভাসমান উদ্যানেরও উদ্বোধন করেন পার্থবাবু।
• পুজোর দাবি যৌনকর্মীদের:দুর্গাপুজো করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে যৌনকর্মীদের সংগঠন ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ, বৃহস্পতিবার মামলাটি শুনবেন। দুর্গাপুজোয় প্রতিমার বরণডালায় রাখা হয় যৌনকর্মীদের বাড়ির দরজার মাটি। শাস্ত্রের বিধান, ওই মাটি ছাড়া পুজো হয় না। কিন্তু সমাজে তাঁরা আজও ব্রাত্য। তাই উত্তর কলকাতার অবিনাশচন্দ্র দাস লেনে ১৫০ বর্গফুটের মণ্ডপ করে পুজো করার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু অনুমতি না মেলায় তাঁরা হাইকোর্টে যান। দুর্বারের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী বলেন, “ওঁদেরও পুজো করার অধিকার আছে। তার ভিত্তিতেই লড়ছি।” দুর্বারের জনসংযোগ আধিকারিক মহাশ্বেতা মুখোপাধ্যায়ের কথায়, “শহরের যৌনকর্মীরা পুজোর অধিকার চেয়েছেন। অন্য পুজোয় অংশ নিতে পারেন না। তাই নিজেরা পুজো করে সামাজিক অধিকার অর্জন করতে চাইছেন তাঁরা।”
• কলকাতা লিগ শেষ হয়তো ডিসেম্বরেই: ডিসেম্বরের মধ্যেই কলকাতা লিগ শেষ করার প্রতিশ্রুতি দিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। এ দিন তিনি বললেন, “প্রাকৃতিক দুর্যোগ না হলে ডিসেম্বরের মধ্যেই লিগ শেষ করে দেব।” এ দিন অবশ্য লিগের যা সূচি দেওয়া হয়, তাতে ৬৬টি ম্যাচের মধ্যে মাত্র ২৮টির তারিখ ঠিক হয়েছে। বাকি ৩৮টি ম্যাচ কোথায়, কবে, কী ভাবে হবে, তা এখনও ধোঁয়াশায়। যদিও সচিবের দাবি, “পুরো নকশা তৈরি। তিন ধাপে সূচি প্রকাশ করব। কিছু রিপ্লে ম্যাচ ও ইস্টবেঙ্গলের এএফসি কাপের খেলা আছে। সব ম্যাচের তারিখ নিয়ে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির তারিখ এখনও ঠিক হয়নি। মহমেডান বনাম ইউনাইটেড স্পোর্টস খেলা ২৫ সেপ্টেম্বর। এ দিকে ম্যাচ সম্প্রচারের সময় এগোনো নিয়ে স্পনসর-আইএফএ আলোচনায় ঠিক হয়, যুবভারতী ও বারাসত স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থা থাকায় খেলা চারটে থেকে হলেও, ময়দান কিংবা কল্যাণীতে দুপুর দু’টোয় ম্যাচ শুরু করা হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.