শরতের আহ্বান কলকাতা এখনও কতটা কলকাতা? কলকাতা এখনও কতটা হাসায় তার নাগরিকদের? নাকি কাঁদায়? ভাবায়? দূরে ঠেলে দিয়েও কাছে টেনে নেয়?
তারকাদের চোখে কেমন তাঁদের ধাত্রীগৃহ? শহর ছেড়ে দূরের দেশে বসতি-গড়া একদা কলকাতা-নাগরিকরা ফিরে ফিরে কী দেখেন? এই শহর কি সত্যিই জানে সকলের ‘প্রথম সবকিছু’?
৩০০ বছরেরও বেশি এক বৃদ্ধা কলকাতার আনাচে-কানাচে এখনও ছড়িয়ে অজস্র ইমারত। কোনওটির গায়ে কালের ক্ষত। কোনওটি অতীতের মুহূর্তের মিনার।
কলকাতা মানে এখনও গঙ্গার ঘাট। কিন্তু সেই ঘাটে এখন সৌন্দর্যের গয়না। যে ঘাটের অদূরে প্রাচীন নদীতে ভেসে যায় নাম না-জানা নৌকো। তার দিকে তাকিয়ে থাকে ঝকঝকে যুগল থেকে দিন-আনা দিন-খাওয়া ভবঘুরে। আর সেই নদী তাকায় তার উপরের হাওড়া ব্রিজ বা বিদ্যাসাগর সেতুর দিকে।
ফেসবুক-টুইটার-ইন্টারনেটে সেই কলকাতাই আবার দ্রুতপায়ে এগোয় ভবিষ্যতের দিকে। তার পরনে শহুরে ডেনিম আর ট্যাঙ্ক-টপ। তার গন্তব্য কফি-হাউসের আড্ডা পেরিয়ে সিসিডি-বারিস্তা-পাঁচতারার কফিশপে। সে স্বপ্ন দেখে প্রথমে হ্যাচ-ব্যাক। তার পর কালক্রমে সেডানে সওয়ার হওয়ার। কলকাতা এখনও কতটা কলকাতা? জানুন, পড়ুন আনন্দবাজারের ইন্টারনেটে ‘কলeকাতা’।
আর বাকি কয়েকটা দিন... তার পরই দেশ-বিদেশের বাঙালি মেতে উঠবে ‘মা’-এর আগমনে। চাকরিক্ষেত্রে ছুটির দরখাস্ত, পড়ার জায়গায়
আগাম ‘অ্যাসাইনমেন্ট’ জমা করা— সব হ্যাপা মিটিয়ে তড়িঘড়ি কলকাতা ফেরার টিকিট বুকিং— এমনই সব আবেগ এ বার পাঠকের কলমে
আগামী সংখ্যা প্রকাশিত হওয়ার আগেই শেষ হয়ে যাবে এ বছরের শারদোত্সব। কেমন কাটালেন পুজোর দিনগুলো— শহর কলকাতায়? আর যাঁরা এই শহর থেকে অনেক দূরে আছেন, তাঁরাই বা কতটা শরতের আঁচ পেলেন ভিন্ দেশের মাটিতে! আপনার অনুভূতির
কথা
এক হাজার
শব্দের মধ্যে
লিখে পাঠান নীচের ঠিকানায়। সঙ্গে আপনার সংক্ষিপ্ত পরিচয়, ছবি-সহ। মনোনীত লেখা প্রকাশিত হবে এই বিভাগে।
‘কলeকাতা’
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১
ই-মেল করুন kolekata@abp.in
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.