ইডেনে চার দিনের ম্যাচ। দিনে ও রাতে। গোলাপি বলে। সব কিছু ঠিকঠাক চললে এমনই অভিনব ঘটনা ঘটতে চলেছে অক্টোবরের শুরুতে।
আইসিসি-র দিন-রাতের টেস্ট ক্রিকেটের পরিকল্পনার কথা মাথায় রেখে শেফিল্ড শিল্ডে দিন-রাতের প্রথম শ্রেণির ক্রিকেট শুরু হওয়ার আগেই ইডেনে দিন-রাতের চার দিনের ম্যাচ করে এই ব্যাপারে পথিকৃৎ হয়ে ওঠার উদ্যোগ নিয়েছে সিএবি। বাংলার দু’টি দল, ওড়িশা ও ঝাড়খন্ডকে নিয়ে যে চ্যালেঞ্জার্স ট্রফি টুর্নামেন্ট হওয়ার কথা, ইডেনে তার ফাইনালই হওয়ার কথা ফ্লাড লাইটে। অস্ট্রেলিয়ায় গোলাপি বলের বরাতও দেওয়া হয়ে গিয়েছে।
সিএবি-র প্রাক্তন সভাপতি স্নেহাংশুকান্ত আচার্য-র জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের নামকরণ হয়েছে তাঁরই নামে। |
সিএবি যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা এই টুর্নামেন্টে নতুন কিছু করতে চাই। তাই এই ভাবনা। তবে আবহাওয়ার ওপরই নির্ভর করছে সব কিছু।” কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলেন, “ভারতে এটাই প্রথম গোলাপি বলে ক্রিকেট ম্যাচ হবে।” টুর্নামেন্ট শুরুর আগের দিন ১৪ সেপ্টেম্বর কল্যাণীতে অ্যাকাডেমির উদ্বোধন হওয়ার কথা। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি চূড়ান্ত সম্মতি দেননি।
অন্য দিকে, ডিসেম্বরের মাঝামাঝি মেয়েদের আন্তঃজেলা ক্রিকেটের পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে এই সপ্তাহে ঝুলন গোস্বামী, মিঠু মুখোপাধ্যায়দের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে মেয়েদের ক্রিকেটের হাল-হকিকত দেখার জন্য। মঙ্গলবার বাংলার সিনিয়র ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের নিয়ে একটি সেশন করেন বোর্ডের ডোপিং বিরোধী বিভাগের প্রধান ডা. ভেস পেজ।
|