এক জনের প্রবেশ। আর এক জনের প্রস্থান। এবং দু’জনকে ঘিরেই বিতর্কে জড়িয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ।
গ্যারেথ বেল এবং মেসুট ওজিল। বেলকে কিনতে হয়েছে বলেই বাধ্য হয়ে ওজিলকে ছেড়ে দিয়েছে রিয়াল। যে ঘটনাটা মোটেই মেনে নিতে পারছেন না জার্মান তারকা। আর্সেনালে যোগ দিয়েই পুরনো ক্লাবকে একহাত নিয়ে ওজিল বলেছেন, “আমি থাকতে চেয়েছিলাম রিয়াল মাদ্রিদেই। কিন্তু ক্লাব বা কর্মকর্তা আমার উপর ভরসা রাখতে পারল না। তাই বাধ্য হয়ে আর্সেনালে সই করলাম।”
রিয়ালে বেলের আসা নিয়ে নাটক কম হয়নি। আর এখন সেই নাটক বদলে গিয়েছে বিতর্কে। বিতর্ক বেলের আট কোটি ৬০ লক্ষ পাউন্ডের আকাশচুম্বী ট্রান্সফার ফি নিয়ে। যা নিয়ে সরব হয়েছে ফুটবল-বিশ্ব। যা শুনে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলেছিলেন, “এখনকার ট্রান্সফার অঙ্কগুলো দেখলে মনে হয় যেন দিনে ডাকাতি হচ্ছে। একজন ফুটবলার এখন স্রেফ টাকা কামানোর পণ্য হয়ে গিয়েছে। যার থেকে অনেক লোকে লাভ করছে।” প্লাতিনিতেই শেষ নয়। বেলের ট্রান্সফার ফি-র অঙ্ক শুনে বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনোও বলেছিলেন, “যখন বিশ্ব জুড়ে আর্থিক মন্দা চলছে তখন কারও পিছনে এ রকম খরচ করা ঠিক নয়।” |
অভ্যর্থনা
আর্সেনালে নতুন মেসুট ওজিলের হাতে জার্সি
তুলে দিলেন জাতীয় দলে সতীর্থ লুকাস পোডলস্কি। |
ওজিল আবার স্পেন ছেড়ে ইংল্যান্ডে পৌঁছেই বলে দিয়েছেন, “আর্সেন ওয়েঙ্গার সব দিক থেকেই আমাকে আশ্বস্ত করেছেন যে প্রথম দলে নিজের জায়গা তৈরি করার সুযোগ পাব আমি।”
আবার মাদ্রিদে পৌঁছেই এল ক্লাসিকো মহাযুদ্ধের আগে বার্সেলোনার ‘পোস্টার বয়’ লিওনেল মেসির সঙ্গে ‘কোল্ড ওয়ার’ শুরু করে দিলেন বেল। বিশ্বের সেরা ফুটবলার বাছতে বলা হলে টটেনহ্যামের প্রাক্তন তারকা তাঁর সতীর্থকে ভোট দিয়ে বলেন, “রোনাল্ডো যখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলত, তখন থেকেই আমি ও-র ভক্ত। রোনাল্ডোর মতো সম্পূর্ণ ফুটবলার বিশ্বে আর নেই। আমার কাছে তাই রোনাল্ডোই সেরা।”
|
বেল। ট্রান্সফার ফি ৮ কোটি পাউন্ডেরও বেশি
|
“এখনকার ট্রান্সফার অঙ্কগুলো দেখলে মনে হয় যেন দিনে ডাকাতি হচ্ছে।
একজন ফুটবলার এখন স্রেফ টাকা কামানোর পণ্য হয়ে গিয়েছে।
যার থেকে অনেক লোকে লাভ করছে।” —মিশেল প্লাতিনি |
|