‘নতুন রোনাল্ডো’-কে হ্যাটট্রিকে অভ্যর্থনা মেসির
ক দিকে ফুটবল বিশ্বের সামনে ‘নতুন রোনাল্ডো’কে তুলে ধরছে রিয়াল মাদ্রিদ। আর তার কিছু ঘণ্টা আগে যেন সেই গ্যারেথ বেলকেই অভ্যর্থনা জানাতে লিওনেল মেসির পা থেকে পাওয়া গেল ম্যাজিক হ্যাটট্রিক।
এত দিন যা জল্পনায় ছিল, এ বার সেটাই সত্যি হল। মরসুমের শুরুতে মেসি প্লাস নেইমারকে মাঠে নামিয়ে যদি চমক দিয়ে থাকে বার্সেলোনা, তা হলে রিয়াল মাদ্রিদের জবাব এল এত দিনে। রোনাল্ডো প্লাস বেল। রেকর্ড আট কোটি ৬০ লক্ষ পাউন্ডে বেলকে সই করাল রিয়াল।
টটেনহ্যাম থেকে আসা বেলকে এ দিনই রিয়াল সমর্থকদের সামনে তুলে ধরে ক্লাব। যেন নেইমারকে জবাব জিতেই ওয়েলশ ফুটবলারটির হাতে তুলে দেওয়া হয় এগারো’ নম্বর জাসির্। যে ছবি দেখতে দেখতে কেভিন পিটারসেন টুইট করেন, “ বেলকে অভিনন্দন। আশা করব, ট্রান্সফারটা ওর আর ওর পরিবারের জন্য ম্মরণীয় হয়ে থাকবে।”

প্রতীক্ষার অবসান। অবশেষে রিয়াল
মাদ্রিদ জার্সি হাতে গ্যারেথ বেল।

ডাবল সেঞ্চুরির তৃপ্তি। আগের দিন নিজের ২০১ নম্বর
গোল করে টিমকে জেতানোর পর ‘শেফ’ রোনাল্ডো।
আর বেল নিজে কী বলছেন? রোনাল্ডোর সঙ্গে খেলার অনুভূতিটাই বা কেমন হতে যাচ্ছে? “আমার ছোটবেলার স্বপ্ন ছিল এক দিন রিয়াল মাদ্রিদে খেলব। সেই স্বপ্ন এ দিন সত্যি হল। আর রোনাল্ডোর কথা বলছেন? আমার সঙ্গে খেলে রোনাল্ডোকে বিশ্বের সেরা প্লেয়ার হতে হবে না। ও এমনিতেই বিশ্বের সেরা প্লেয়ার,” বলেছেন তরুণ তারকা।
স্প্যানিশ ফুটবলে বেলের আবির্ভাব যদি বার্সেলানার সমর্থকদের চিন্তায় রাখে, তা হলে তার ‘অ্যান্টিডোট’ হিসাবে অবশ্যই উঠে আসবে মেসির বিধ্বংসী ফর্ম।
মেসি-নেইমার যুগলবন্দিকে আবার মাঠে দেখা গেল ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। নেইমার গোল পাননি, কিন্তু বার্সা-ভক্তদের সে আক্ষেপ মুছে দিয়ে গেলেন মেসি। রবিবার রাতে লা লিগার লড়াইয়ে ‘মেসি ম্যাজিকের’ সৌজন্যে ভ্যালেন্সিয়া-কে ৩-২ হারাল বার্সেলোনা। যার সুবাদে লিগ টেবলের শীর্ষস্থানে নিজেদের জায়গা ধরে রাখল জেরার্ডো মার্টিনোর দল।
হ্যাটট্রিকের উল্লাস। ভ্যালেন্সিয়াকে বধ করে ফাব্রেগাসের কোলে মেসি।
প্রথমার্ধের শুরু থেকেই মেসি-নেইমার যুগলবন্দি নাজেহাল করে দেয় ভ্যালেন্সিয়া ডিফেন্স। ১১ মিনিটের মাথায় ফাব্রেগাসের পাসে মেসি গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। বিরতির আগেই নিজের ২৩ তম লিগ হ্যাটট্রিক করেন এলএম টেন। কিন্তু ৩-০ এগিয়ে গেলেও প্রথমার্ধ শেষ হওয়ার আগে হেল্ডার পোস্তিগার জোড়া গোলের সুবাদে ভ্যালেন্সিয়া ব্যবধান কমিয়ে ৩-২ করে।
গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে পেরে বার্সা গোলকিপার ভিক্টর ভালদেস বলেন, “খুব জরুরি ছিল এই তিন পয়েন্ট। লিগ পেতে গেলে কোনওমতেই বাজে পয়েন্ট হারানো চলবে না।” বার্সার ওয়ান্ডার-কিড নেইমার ম্যাচ শেষে বলেন, “দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়া খুব ভাল খেলেছে। যদিও ব্যবধান বাড়ানোর সুযোগ আমরাও পেয়েছিলাম। সব মিলিয়ে খুব শক্ত তিন পয়েন্ট পেলাম।”

ছবি: এএফপি, ফেসবুক

পুরো নাম - গ্যারেথ বেল ডাক নাম- নতুন রোনাল্ডো, ওয়েলশ উইজার্ড। দেশ- ওয়েলস, বয়স- ২৪
• সাউদ্যাম্পটনের যুব একাডেমি থেকে ফুটবলজীবনের শুরু।
• ২৫ মে ২০০৭ টটেনহ্যামে সই করেন। ক্লাবের হয়ে ২৮৯ ম্যাচে ৭২টা গোল করেন।
• ২০১১-১২ ও ২০১২-১৩ মরসুম প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার।
• ২০১১ উয়েফা সেরা একাদশে জায়গা পান।
• ব্রিটিশ সাংবাদিকদের বিচারে ২০১২ সালের সেরা ফুটবলার।
• টটেনহ্যামের হয়ে বেলের স্মরণীয় মুহূর্ত ২০১০-১১ চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে হ্যাটট্রিক।
• দেশের হয়ে ৪১ ম্যাচে ১১টা গোল করেছেন।
• রিয়াল মাদ্রিদে ৮কোটি ৬০ লক্ষ পাউন্ডে সই করে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হলেন।

দলবদল ৬
কাকা- রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান (ফ্রি ট্রান্সফার)
ভিক্টর মোজেস- চেলসি থেকে লিভারপুল (১ বছর লোন)
মার্টিন ডেমিশেলিস - আটলেটিকো মাদ্রিদ থেকে ম্যাঞ্চেস্টার সিটি (৪০ লক্ষ পাউন্ড)
মামাদু সাখো- প্যারিস সাঁ জাঁ থেকে লিভারপুল (১ কোটি ৩০লক্ষ মিলিয়ন পাউন্ড)
তিয়াগো ইলোরি- স্পোর্টিং লিসবন থেকে লিভারপুল (৭০ লক্ষ পাউন্ড)
মেসুট ওজিল- রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল (৪ কোটি ২৫ লক্ষ পাউন্ড)

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.