রিয়ালেই বেল, রোনাল্ডোর ২০১
নিজস্ব প্রতিবেদন |
কয়েক দিনের মধ্যেই রিয়ালের ঐতিহাসিক সাদা জার্সিতে অভিষেক ঘটতে চলেছে ফুটবল-বিশ্বের ‘নতুন রোনাল্ডো’ গ্যারেথ বেল-এর। কিন্তু রবিবার লা লিগার লড়াইয়ে রোনাল্ডো প্রমাণ করলেন যে রিয়ালের প্রধান অস্ত্র এখনও তিনি। রোনাল্ডোর গোলে লা লিগায় বের্নাবৌতে আটলেটিক বিলবাও-কে ৩-১ হারাল রিয়াল মাদ্রিদ। জার্মান তারকা স্যামি খেদিরা-কে মাঝমাঠে রেখে রোনাল্ডো ও বেঞ্জিমাকে নিয়ে আক্রমণ সাজান কার্লো আন্সেলোত্তি। প্রথমার্ধের শুরুতেই তরুণ তারকা ইস্কো ১-০ এগিয়ে দেন রিয়াল-কে। ৪৫ মিনিটে দুরন্ত হেড থেকে ক্লাবের হয়ে নিজের ২০১তম গোল করেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ইস্কো। ম্যাচ শেষে আন্সেলোত্তি বলেন, “রোনাল্ডোর গোলটা খুব ভাল ছিল। খুব ভাল খেলেছে ও।” সঙ্গে জোড়া গোলের নায়ক ইস্কো-র প্রশংসায় পঞ্চমুখ আন্সেলোত্তি যোগ করেন, “ইস্কোকে দেখে মনে হচ্ছিল অনেক বছর ধরে ও এই দলের সঙ্গেই খেলছে। ইস্কো খুবই বুদ্বিমান ফুটবলার। কোন সময় ঠিক কোথায় থাকতে হয়, সেটা ও খুব ভাল ভাবে জানে।” এ দিন আবার টটেনহ্যামের ‘ওয়েলস উইজার্ড’ গ্যারেথ বেল-কে সরকারিভাবে সই করাল রিয়াল মাদ্রিদ। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে ৮ কোটি ৫০লক্ষ পাউন্ড দিয়ে রিয়াল সই করাল বেলকে। যার সুবাদে টটেনহ্যাম ছেড়ে আসা ওয়েলস তারকা এখন ফুটবলবিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। ছ’বছরের চুক্তিতে বেলে-র মাসিক বেতন হবে ৮৫ লক্ষ পাউন্ড। টটেনহ্যাম ওয়েবসাইটে বেল জানিয়েছেন, “টটেনহ্যামের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ছ’বছরে অনেক সাফল্য পেয়েছি। এই ক্লাবের স্মৃতি কোনও দিন ভুলব না।”
পুরনো খবর: রোনাল্ডোর রেকর্ড ভেঙে বেল রিয়ালেই
|
জিতল আর্সেনাল
সংবাদসংস্থা • লন্ডন |
তাদের প্রতিদ্বন্দ্বী যখন হারছে, তখন গুরুত্বপূর্ণ ম্যাচ জিতল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে ১-০ গোলে হারাল আর্সেনাল। টিমের তরুণ তারকা থিও ওয়ালকট ও কাজোরলা-কে নিয়েই এ দিন প্রথম দল সাজান ওয়েঙ্গার। প্রথমার্ধের শুরুতেই গোল করে আর্সেনালকে ১-০ এগিয়ে দেন অলিভিয়ার জিরু। দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করলেও গোল করতে পারে না আন্দ্রে ভিয়াস বোয়াসের দল।
|
লিয়েন্ডার, সানিয়ারা শেষ আটে |
এস মেরে ম্যাচ হাতের মুঠোয় পুরেই ডাবলস পার্টনার রাডেক স্টেপানেককে কোলে তুলে নিলেন লিয়েন্ডার পেজ। ৪০ বছর বয়সি দু’বারের ইউএস চ্যাম্পিয়নের কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্ছ্বাস বেরিয়ে এল দু’ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ের পর। চতুর্থ বাছাই লিয়েন্ডার-স্টেপানেক জুটি শেষ পর্যন্ত ৭-৫, ৪-৬, ৬-৩ হারান চতুর্দশ বাছাই মাইকেল লোদ্রা আর নিকোলাস মাহুত-এর জুটিকে। শেষ আটে লিয়েন্ডারদের সামনে দ্বিবীজ শরন-ইয়েন সুন লু আর আইসাম কুরেশি-জিন জুলিয়েন রজার জুটির জয়ীরা। মেয়েদের ডাবলসে শেষ আটে সানিয়া মির্জারাও। দশম বাছাই চিনের জি ঝোং ও সানিয়ার জুটি এ দিন ৬-২, ৬-৩ হারায় ষষ্ঠ বাছাই জার্মান-চেক জুটি গ্রোয়েনফেল্ড-পেশকেকে। পুরুষদের ডাবলসে দ্বিবীজ আর চিনা তাইপের সুন লু দ্বিতীয় রাউন্ডে ৬-৪, ৫-৭, ৭-৬(২) হারান ইজরায়েলের জোনাথন এরলিচ আর অ্যান্ডি রামকে। ষষ্ঠ বাছাই রোহন বোপান্না আর ফ্রান্সের এডুয়ার্ড রজার ভ্যাসেলিন ৪-৬, ৪-৬ হারেন দ্বাদশ বাছাই ব্রিটেনের কলিন ফ্লেমিং আর জোনাথন মারের বিরুদ্ধে। গোটা ম্যাচে ছ’টি ব্রেক পয়েন্ট পেলেও একটির বেশি কাজে লাগাতে না পারাটাই কাল হল বোপান্নাদের।
|
স্থানীয় ক্রিকেট মরসুম শুরুর আগে আজ, সোমবার থেকে হচ্ছে সরকারি দলবদল। মোহনবাগান থেকে ভবানীপুরে সই করতে চলেছেন সৌরাশিস লাহিড়ী। আসন্ন মরসুমে তাঁকেই অধিনায়ক করছে ভবানীপুর। সৌরাশিস ছাড়া টিমে থাকছেন দীপ চট্টোপাধ্যায়, শিবশঙ্কর পাল, অভিষেক দাস-রা। ইস্টবেঙ্গলে সই করছেন অনুষ্টুপ মজুমদার, অরিন্দম দাস, ঋতম পোড়েলের মতো ক্রিকেটাররা। মোহনবাগানে থেকে যাচ্ছেন বাংলার দুই সিনিয়র ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং লক্ষ্মীরতন শুক্ল। বাগানে নতুন মুখ বলতে জয়জিৎ বসু। টাউনে সই করছেন সঞ্জীব সান্যাল। নতুন মরসুমে কালীঘাটেই থাকছেন মনোজ তিওয়ারি, অশোক দিন্দা এবং শ্রীবৎস গোস্বামী।
|
সপ্তম রাউন্ডে ড্র করায় মেরি অ্যান গোমস ছুঁতে পারলেন না শীর্ষে থাকা স্বাতী ঘাটেকে। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি আয়োজিত মেয়েদের জাতীয় দাবায় রবিবার গত বারের চ্যাম্পিয়ন মেরি ড্র করেন অন্ধ্রপ্রদেশের বি প্রত্যুষার কাছে। স্বাতী ড্র করেন শীর্ষ বাছাই তানিয়া সচদেবের (৪) সঙ্গে। মেরি দ্বিতীয় স্থানে (৪.৫)। তামিলনাড়ুর মণীষাকে কিস্তিমাত করে মেরির সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পিএসপিবি-র সৌম্য স্বামীনাথন (৪.৫)। ওড়িশার পদ্মিনী রাউতও পিএসপিবির নিশা মোহতাকে হারিয়ে দ্বিতীয় স্থানে (৪.৫)।
|
কাশিমবাজার টিটিতে পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন সৌগত সরকার এবং কৃত্তিকা সিংহ রায়। সৌগত হারায় সুরজিৎ দাসকে। মহিলাদের বিভাগে কৃত্তিকা হারায় প্রিয়াঙ্কা সাহাকে। |