প্রতি মরসুমের মতো তিনি পরতে চলেছেন সাদা জার্সি। তবে রিয়াল মাদ্রিদের সাদা। সাউদাম্পটনের উঠতি তারকা থেকে ফুটবলবিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন তিনি— ‘ওয়েলস উইজার্ড’ গ্যারেথ বেল।
মরসুমের দলবদলের সবচেয়ে বড় নাটকের ক্লাইম্যাক্সে জয় পেল রিয়াল মাদ্রিদ। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, রিয়াল সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে টটেনহ্যাম ‘পোস্টার বয়’-কে সই করানোর জন্য। জল্পনা অনুযায়ী বিশ্বরেকর্ড ৮ কোটি ৬০ লক্ষ পাউন্ডে দলের আইকনকে রিয়ালে বিক্রি করতে রাজি হয়েছেন টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। যে চুক্তিতে সিলমোহর পড়লে, ২০০৯ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য দেওয়া রেকর্ড ৮ কোটি পাউন্ডকে ছাপিয়ে বেল হবেন ফুটবলবিশ্বের সবচেয়ে দামি তারকা। |
সরকারি ঘোষণা না হলেও প্রচারমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবার মাদ্রিদে পৌঁছে রিয়ালের সঙ্গে মেডিক্যাল সারবেন বেল। তার পরেই বিশ্বের দামি ফুটবলারের আত্মপ্রকাশ ঘটবে বের্নাবৌতে। বেল-এর জন্য রেকর্ড দাম মোট তিন কিস্তিতে দেবে রিয়াল। বেল-কে নিয়ে মাদ্রিদেই চূড়ান্ত কথা হয় পেরেজ ও লেভির। যেখানে উপস্থিত ছিলেন বেল-এর এজেন্ট বার্নেটও। প্রথমে টটেনহ্যামের তারকার বদলে রিয়ালের কোয়েন্ত্রাও-কে সই করানোর দাবি জানান লেভি। কিন্তু স্বয়ং কোয়েন্ত্রাও টটেনহ্যামে আসতে আপত্তি প্রকাশ করেন। তাই বেল-এর দর বাড়িয়ে দিতে বাধ্য হন লেভি।
বেল-কে বাদ দিয়ে টিমের নকশা আঁকতে শুরু করে দিয়েছেন টটেনহ্যাম কোচ ভিয়াস বোয়াস। বেল-এর জন্য পাওয়া অর্ধেক টাকা বোয়াস খরচ করতে চলেছেন রোমার তরুণ তারকা এরিক ল্যামেলার ওপর। পাশাপাশি বেল-কে রেকর্ড টাকায় কেনার জন্য ফুটবলার বিক্রি করতে চায় রিয়াল। যে তালিকায় আছেন ওজিল ও দি’মারিয়া। রিয়াল কোচ আন্সেলোত্তি আগে বলেছিলেন যে বেল-কে কোথায় খেলাবেন তিনি জানেন না। এবং ‘ওয়েলস উইজার্ড’ সই করলে প্রথম দলে অনিশ্চিত ওজিল।
এ দিকে, চোট পাওয়া মেসিকে ছাড়াই লা লিগায় নিজেদের জয়ের ধারা বজায় রাখল বার্সেলোনা। রবিবার রাতে মালাগা-কে ১-০ হারিয়ে লিগ টেবলের শীর্ষস্থানে থাকল বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন বার্সার ব্রাজিলীয় ডিফেন্ডার আদ্রিয়ানো।
|
দলবদলের বাজারে |
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: ম্যান ইউ থেকে রিয়াল মাদ্রিদ (৮ কোটি পাউন্ড), ২০০৯
কাকা: এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদ (৫ কোটি ৬১ লক্ষ পাউন্ড), ২০০৯
এডিনসন কাভানি: নাপোলি থেকে প্যারিস সাঁ জাঁ (৫ কোটি ৫০ লক্ষ পাউন্ড), ২০১৩
রাদামেল ফালকাও: আটলেটিকো থেকে মোনাকো (৫ কোটি ১০ লক্ষ পাউন্ড), ২০১৩
ফের্নান্দো তোরেস: লিভারপুল থেকে চেলসি (৫ কোটি পাউন্ড), ২০১১ |
|