এশিয়া কাপ হকিতে দাপট অব্যাহত রেখে হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে রইল ভারত। ওমানকে প্রথম ম্যাচে ৮-০ উড়িয়ে দেওয়ার পর সোমবার গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ২-০ হারিয়ে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করল রোলান্ট অটমানসের টিম। ভি আর রঘুনাথ (৬ মিনিট) আর মনদীপ সিংহ (৬৫ মিনিট) ভারতের হয়ে গোল করলেও ম্যাচের সেরা গোলকিপার পি আর শ্রীজেশ। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের থেকে তিন ধাপ এগিয়ে থাকা টিমের বিরুদ্ধে কমপক্ষে সাতটি নিশ্চিত গোলের সুযোগ আটকে দেন তিনি।
ইপো-তে সোমবারের ম্যাচে নামার আগে মোট ৬৮ বার মুখোমুখি লড়াইয়ে কোরিয়া জিতেছে ৩০ বার। ভারত ২৬ বার। ড্র ১২। এটা মাথায় রেখেই হয়তো ম্যাচের শুরু থেকে বল পজেশন রেখে উইং ধরে আক্রমণের পরিকল্পনা ছিল ভারতের। |
সেই মতো ম্যাচের শুরু থেকে দাপটও দেখায় অটমানসের ছাত্ররাই। প্রথমার্ধের ঠিক ছ’মিনিটে প্রথম সুযোগ পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে। প্রথম ম্যাচে প্রচুর পেনাল্টি কর্নার পেলেও তাতে গোল না আসায় কিছুটা চিন্তায় ছিলেন ভারতের কোচ। দ্বিতীয় ম্যাচে শুরুতেই রঘুনাথ কিন্তু আর ভুল করেননি। প্রথম পেনাল্টি কর্নারেই দুরন্ত ড্র্যাগ ফ্লিকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পিছিয়ে পড়েই পাল্টা চাপ দিতে শুরু করে গত বারের চ্যাম্পিয়নরা। ঘন ঘন আক্রমণে পাঁচটি পেনাল্টি কর্নারও আদায় করে নেয় কোরিয়া। কিন্তু শ্রীজেশের অসাধারণ ফর্মের সামনে কোরীয়দের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। প্রতিআক্রমণের চেষ্টায় ম্যাচের শেষ দিকে হঠাৎই সুযোগ পেয়ে যান প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা মনদীপ। টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল করতে ভুল করেননি তিনি। ম্যাচের শেষে ভারতের অস্থায়ী কোচ অটমানস বলেন, “একটাই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ছিল। শ্রীজেশ সেটা পাওয়ায় দারুণ লাগছে। ও যে ভারতের সেরা গোলকিপার সেটা বার বার প্রমাণ করেছে।” সঙ্গে ডাচ কোচের সংযোজন, “তবে আমার কাছে একটাই হিরো, আমার টিম। আমরা একটা টিম হিসেবেই কাজ করি। ম্যাচটা টিমের কাছে একটা বড় পরীক্ষা ছিল। এখন বুঝতে পারছি কোথায় আমাদের শক্তি আর কোথায় উন্নতি করতে হবে।”
গ্রুপ ‘এ’ থেকে আগেই মালয়েশিয়াকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে চলে গিয়েছে। শেষ চারে সম্ভাব্য প্রতিপক্ষ মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে গ্রুপের শেষ ম্যাচে বুধবার মনদীপরা বাংলাদেশের মুখোমুখি হবেন।
|