পনেরো দুঁদে টেস্ট অধিনায়কের মহাসম্মেলন
সৌরভকে ১০ ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
দীর্ঘ ক্রিকেট-জীবনে সম্মান তিনি কম পাননি। কিন্তু নভেম্বরের শীতে যে সম্মান পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেটা নিঃসন্দেহে তাঁর বিরলগুলোর একটা হতে চলেছে।
আগামী নভেম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাসভবনে বিশ্বের সর্বকালের দুঁদে ক্রিকেট-অধিনায়কদের মহাসম্মেলন। ১০ ডাউনিং স্ট্রিটে ক্লাইভ লয়েড থেকে ইয়ান চ্যাপেল, স্যর গ্যারি সোবার্স থেকে রিকি পন্টিং মোট পনেরো জন অধিনায়ক থাকতে চলেছেন। যাঁদের একজন সৌরভ। ভারত থেকে সৌরভ ছাড়া থাকছেন সুনীল গাওস্কর ও কপিল দেব।
‘দাদাগিরি’র নতুন ইনিংস শুরুর কয়েক ঘণ্টা আগে টেনশন
কাটাতে দাবার বোর্ডে। সোমবার। ছবি: শঙ্কর নাগ দাস
জানা গেল, প্রথমে পনেরো জন অধিনায়ককে নিয়ে একটা অনুষ্ঠান হবে। পরে স্কাই স্পোর্টসেরও একটা। অ্যাসেজের সময় এমসিসি-র বিশেষ আমন্ত্রণ পেয়ে লর্ডস টেস্ট দেখতে গিয়েছিলেন সৌরভ। আর এ বারের সম্মানের ঠিকানা সোজা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন! অনুভূতিটা কী রকম? “বিশাল সম্মান বলতে পারেন। ভারত থেকে আমি ছাড়া গাওস্কর আমন্ত্রণ পেয়েছেন বলে জানি। এ ধরনের আমন্ত্রণ পাওয়াটাও বিরাট প্রাপ্তি। ভাল লাগে এটা ভেবে যে, ক্রিকেট ছেড়ে দেওয়ার পরেও লোকে আমাকে এ ভাবে মনে রেখেছে। এতটা সম্মান করে,” বলছিলেন ভারতের সর্বকালের আন্যতম সেরা অধিনায়ক। এবং শুধু দশ ডাউনিং স্ট্রিট-ই নয়, বাকিংহাম প্যালেসেও যাবেন সৌরভ-সহ পনেরো জন অধিনায়ক। আগামী ১৮ নভেম্বর ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা হবেন সৌরভ।
তবে তারও আগে আরও একটা সম্মান পেয়ে যাচ্ছেন সৌরভ। সেপ্টেম্বরে ইয়ান বোথামের চ্যারিটি সংস্থার জন্য প্রাক্তন ইংরেজ অলরাউন্ডারের সঙ্গে হাঁটবেন তিনি। কলম্বোয়। যে দেশে ৯-টা টেস্ট খেলে ৫৮৮ রান করেছেন সৌরভ। যে দেশে ২২ ওয়ান ডে ম্যাচ খেলে চল্লিশের কাছে গড় রেখে পকেটে ১৩৬৯ রান। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময়ই বোথাম সৌরভকে অনুরোধ করেছিলেন তাঁর চ্যারিটি সংস্থার জন্য একটু সময় দিতে। কারণ, সৌরভের উপস্থিতিটাই নাকি অনেক বড় ব্যাপার হবে। সৌরভ বলছিলেন, “স্যর ইয়ানের আমন্ত্রণ নিয়েও আমি সমপরিমাণ গর্বিত। বিরাট সম্মান।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.