অধিনায়ক সর্দার সিংহকে ছাড়াই এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে জিতে গেল ভারত। এ দিন তারা ৮-০ গোলে হারাল ওমানকে। মনদীপ সিংহ হ্যাটট্রিক করলেন। এ ছাড়াও রমনদীপ, ভিআর রঘুনাথ, রূপিন্দর পাল সিংহ, মালাক সিংহ এবং এস কে উত্থাপ্পা গোল করে ভারতের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলেন।
রটারডামে বিশ্ব হকি লিগ রাউন্ড থ্রি-তে ফসকানোর পর এশিয়া কাপেই ভারতের সামনে আগামী বছর হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার শেষ সুযোগ। তা ছাড়া গত বছর লন্ডন অলিম্পিকের জঘন্য পারফরম্যান্সের স্মৃতি মুছে ফেলাও লক্ষ্য ভারতীয় হকি টিমের। এটা মাথায় রেখে শুরু থেকেই আক্রমণে ওমানকে বিধ্বস্ত করে দেয় ভারত। লাগাতার আক্রমণে দুই অর্ধে চারটি করে গোলের পাশাপাশি ক্রমাগত ফর্মেশন তৈরি করার চেষ্টা করে গিয়েছেন রূপিন্দর পালরা। সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন কোরিয়ার বিরুদ্ধে নামার আগে যা ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে রাখবে। |
মনদীপ: হ্যাটট্রিকের নায়ক |
তবে পেনাল্টি কর্নার থেকে গোল করার সুযোগ ফসকানোয় চিন্তাও থাকছে ভারতের জন্য। গোটা ম্যাচে ছ’টি পেনাল্টি কর্নার পেয়ে তার মধ্যে মাত্র দুটোকে কাজে লাগাতে পেরেছে ভারত। কোরিয়ার বিরুদ্ধে এই পারফরম্যান্স বিপজ্জনক হতে পারে।
ভারতের অস্থায়ী কোচ রোলান্ট অটম্যানস যদিও দলের খেলায় বেশ খুশি। “দ্বিতীয়ার্ধের তুলনায় আমরা প্রথমার্ধে ভাল খেলেছি। এটা অবশ্য স্বাভাবিক। কারণ গোটা ম্যাচে ১০০ শতাংশ মনঃসংযোগ রাখাটা কঠিন। বিশেষ করে কোনও দল যদি সাত বা আট গোলে এগিয়ে থাকে। তবে সব মিলিয়ে যা পারফরম্যান্স তাতে আমি খুশি,” বলেন অটম্যানস।
সর্দার সিংহ অসুস্থতার জন্য প্রথম ম্যাচে নামতে পারেননি। অধিনায়ককে টুর্নামেন্টের শেষ পর্যায়ে কাজে লাগাতে চান অটম্যানস। কিংবদন্তি ডাচ কোচ বলে দেন, “সর্দারের সঙ্গে কথা হয়েছে। গলায় সংক্রমণের সমস্যা দ্রুত কাটিয়ে উঠছে। সর্দার টুর্নামেন্টের শেষ দিকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।” সঙ্গে তাঁর সংযোজন, “তবে ওকে পুরো ৭০ মিনিট খেলানো হবে না। গত চার বছর ধরে সর্দার টানা খেলছে। চোট লাগার এটাও অন্যতম কারণ। আধুনিক হকিতে পুরো ৭০ মিনিট খেলা যায় না। এতে শরীরটা শেষ হয়ে যায়। আমরা সর্দারকে প্রতি অর্ধে ১০ মিনিট করে খেলাব বলে ঠিক করেছি।”
সর্দার চোট কাটিয়ে উঠলেও এ দিকে আবার ম্যাচ শেষের ১০ মিনিট আগে মনপ্রীত সিংহ পেশির টানের সমস্যায় মাঠ ছাড়েন। অটম্যানস যদিও বলে দেন, “মনপ্রীতের চোট গুরুতর নয়। পরের ম্যাচের আগে ওর সুস্থ হয়ে ওঠার জন্য গোটা দিন পড়ে রয়েছে।” পাশাপাশি কোরিয়া ম্যাচ নিয়ে তিনি বলেন, “কোরিয়া শক্তিশালী দল সন্দেহ নেই। প্রথম এশীয় দল হিসেবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ওরা সেটা বুঝিয়ে দিয়েছে। আমাদের কোরিয়ার বিরুদ্ধে আরও ভাল খেলতে হবে।’’ |