গত কয়েক বছরে ‘এল ক্লাসিকো’র সবচেয়ে বড় বক্স অফিস ছিল দুই মেগাস্টারের লড়াই। কিন্তু রোনাল্ডো বনাম মেসি লড়াইয়ে আর আটকে থাকছে না এই ম্যাচ। মেসি আগেই পাশে পেয়ে গিয়েছিলেন নেইমারকে। আর এ বার রোনাল্ডো খুব সম্ভবত দলে পেতে চলেছেন গ্যারেথ বেলকে। যাঁকে ইতিমধ্যেই ফুটবল দুনিয়া চেনে ‘নতুন রোনাল্ডো’ নামে। |
অবশেষে কি বেল মাদ্রিদের পথে? |
এই মরসুমের সবচেয়ে নাটকীয় টানাপোড়েনের পর বেলের রিয়ালে সই করাটা নাকি এখন সময়ের অপেক্ষো। অন্তত ব্রিটিশ প্রচারমাধ্যম সে রকমই জানাচ্ছে। বেলের জন্য ইতিমধ্যেই রেকর্ড ৯ কোটি ৩০ লক্ষ পাউন্ড ট্রান্সফার ফি দিতে রাজি হয়ে গিয়েছে রিয়াল। মরসুমের প্রথম ক্লাসিকো হতে আরও মাস দেড়েক বাকি। কিন্তু বেলের ক্লাব বদলের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রিয়াল-বার্সার অন্য ‘ম্যাচ’ শুরু হয়ে গেল। রিয়াল মাদ্রিদের দলবদলের নীতির বিরুদ্ধে তোপ দাগলেন বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনো। এ দিন তিনি পরিষ্কার বলেন, “বেল বিশ্বমানের। কিন্তু বিশ্ব যখন অর্থনৈতিক সঙ্কটে ভুগছে তখন কোনও ফুটবলারের জন্য এত দাম দেওয়াটা ঠিক নয়।” ২০০৯ সালেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রেকর্ড ৮ কোটি পাউন্ডে সই করিয়েছিল রিয়াল। তবে ইউরোপিয়ান ফুটবলে যে নতুন নিয়ম আসতে চলেছে, তাতে কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারে রিয়াল, ম্যান ইউয়ের মতো বড় বাজেটের দলগুলো। ‘ফিনানশিয়াল ফেয়ার প্লে-র’ নিয়ম অনুযায়ী, যে ক্লাব যত আয় করবে, ঠিক ততটাই খরচ করতে পারবে।
বেলে-র দলবদল নিয়ে টটেনহ্যাম কোনও সরকারি ঘোষণা না করলেও শনিবার সকাল থেকে যাবতীয় ইঙ্গিত একটা দিকেই নির্দেশ করছিলওয়েলস তারকা এ বার বের্নাবৌমুখী হচ্ছেন। প্রথমত নিজেদের ওয়েবসাইটে বেলের জার্সির বিজ্ঞাপন দেয় রোনাল্ডোর ক্লাব। এগারো নম্বর জার্সির পাশে বেলে-র নামই লিখে দেওয়া হয়। দ্বিতীয়ত, জল্পনা আরও বেড়েছে বের্নাবৌতে বিশেষ মঞ্চ তৈরি করা নিয়ে। সাধারণত বিশেষ কোনও প্লেয়ারকে দলে নেওয়া হলে রিয়াল-ভক্তদের সামনে ঝকমকে অনুষ্ঠানের মধ্য দিয়েই আত্মপ্রকাশ ঘটে তাঁর। স্প্যানিশ প্রচারমাধ্যমের মতে, বেল-কেও একই ভাবে সমর্থকদের সামনে তুলে ধরতে তৈরি হচ্ছে রিয়াল। এরই মধ্যে রবিবারের টটেনহ্যাম-সোয়ানসি সিটি ম্যাচে মাঠেই থাকছেন না বেল। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, যেটা ক্লাব ছাড়ারই আর একটা ইঙ্গিত।
|
টাকার ক্লাসিকো |
|
• দলবদলের বাজারে মেসি ও নেইমারের জুটির দাম ১৪ কোটি ৯০ লক্ষ পাউন্ড।
• রিয়ালে যদি বেল সই করেন তবে রোনাল্ডোর সঙ্গে তাঁর দাম গিয়ে দাঁড়াবে ১৮ কোটি ১০ লক্ষ পাউন্ড।
• বার্সেলোনার প্রথম দলের গড় দাম ১৯ কোটি ৫০ লক্ষ ইউরো।
• রিয়ালের প্রথম দলের গড় দাম ৪৪ কোটি ৫০ লক্ষ ইউরো। |
|