আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে গোল করে বার্সেলোনাকে অপ্রত্যাশিত হারের মুখ থেকে বাঁচিয়েছিলেন তিনি। তবুও বার্সার পরিত্রাতা নেইমারের প্রথম দলে সুযোগ পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
লেভান্তেকে ৭-০ হারানোর পর রবিবার লা লিগায় বার্সেলোনার মুখোমুখি মালাগা। মেসি এই ম্যাচে চোটের জন্য অনিশ্চিত। কিন্তু তা সত্ত্বেও প্রথম এগারোয় নেইমারকে রাখবেন কি না, তা নিয়ে ধন্ধে মার্টিনো। বার্সেলোনার কোচ এ দিন বলেন, “আমি এখনই বলতে পারছি না কবে থেকে প্রথম দলে নেইমারকে রাখব। মালাগার বিরুদ্ধেও রাখতে পারি, বা পরের কোনও ম্যাচে। এখনই বলা মুশকিল।” তিকিতাকা ঘরানার সঙ্গে মানিয়ে নিতে নেইমারকে সময় দিতে হবে, সে কথা মনে করিয়ে দিয়ে মার্টিনো বলেন, “ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে নেইমারকে। এখন পর্যন্ত যা দেখেছি, তাতে বলব বাকি ফুটবলারদের সঙ্গে ভালই বোঝাপড়া হয়েছে নেইমারের। তবু বলব, তাড়াহুড়ো করলে হবে না।” |
এর মধ্যে শনিবারই ছিল নেইমারের ছেলের জন্মদিন। প্রথম দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ এ দিন মজে ছিলেন ছেলের জন্মদিন নিয়েই। নিজের টুইটার অ্যাকাউন্টে নেইমার লেখেন, “শুভ জন্মদিন ডেভিড লুকা। আমার কাছে তুমি ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার।”
নেইমারের ভাগ্য নির্ভর করে আছে কোচের উপর। আর মেসির ভাগ্য ঝুলে ফিটনেসে। পরিস্থিতি যা, তাতে মালাগার বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই মেসির। বাঁ উরুতে চোটের জন্য আটলেটিকো মাদ্রিদের সঙ্গে সুপারকাপে প্রথমার্ধ খেলেই মাঠ ছাড়তে হয় এলএম টেনকে। কিন্তু মেসির অভাবটা যাতে তাঁর দল অজুহাত হিসাবে ব্যবহার না করে, সে বিষয়েও সতর্ক করে দিয়েছেন বার্সা কোচ। মার্টিনো বলেছেন, “মেসি না থাকলেও আমাদের ভাল খেলতে হবে। কোনও অজুহাত আমি শুনব না। আমাদের দলে অনেক ভাল ফুটবলার আছে যারা মালাগার বিরুদ্ধে আমাদের ভালভাবে জেতাতে পারে।” |