জয়ের স্বাদ ফিরে পেল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৩-১ হারিয়ে লিগ মরসুমের প্রথম জয় পেল আর্সেন ওয়েঙ্গারের দল। মাঝমাঠে তরুণ তারকা র্যামসি-উইলশেয়ারকে রেখে থিও ওয়ালকট-অলিভিয়ার জিঁরুকে নিয়েই প্রথম দল সাজান ওয়েঙ্গার। পাশাপাশি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার দিমিতার বার্বাতভকে প্রথম দলে রাখেন মার্টিন ইয়ল।
বৃষ্টিবিঘ্নিত ক্র্যাভেন কটেজে প্রথমার্ধের শুরুতেই ফরাসি স্ট্রাইকার জিঁরুর গোলে ১-০ এগোয় আর্সেনাল। ফুলহ্যাম গোলের সুযোগ বেশি তৈরি করলেও, প্রতিআক্রমণে ফুলহ্যামের রক্ষণ নাজেহাল করেন ওয়ালকট-র্যামসি-রা। যে কারণে বিরতির আগে জার্মান তারকা পোডলস্কির গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতে পোডলস্কি নিজের দ্বিতীয় গোল করে ৩-০ করেন। দ্বিতীয়ার্ধের শেষের দিকে ফুলহ্যাম গোল করলেও, ম্যাচ ৩-১ জেতে আর্সেনাল। |
পোডলস্কি। আসের্নালের জয়ে প্রধান চরিত্র |
অ্যাস্টন ভিলার সঙ্গে অপ্রত্যাশিত হারের জন্য সমর্থকদের প্রতিবাদ শুনতে হয়েছিল ওয়েঙ্গারকে। কিন্তু একই সপ্তাহে ফেনারবাক ও ফুলহ্যামকে হারিয়ে আবার জয়ের ধারা ফিরে পেলেন আর্সেনালের ফরাসি কোচ। “খুব ভাল সপ্তাহ গেল। ফেনারবাকের মতো কঠিন দলকে হারিয়ে আজ ফুলহ্যামের সঙ্গেও জিতলাম,” বলেন ওয়েঙ্গার। সঙ্গে জোড়া গোলদাতা পোডলস্কির প্রশংসা করে ওয়েঙ্গার যোগ করেন, “আমি খুব খুশি পোডলস্কির জন্য। ট্যাকটিক্সের জন্য খুব বেশি দলে ব্যবহার করতে পারিনি ও-কে। পোডলস্কিকে ক্লাব ছাড়তে চলেছে জল্পনা থাকলেও, আমি চাই ও ক্লাবে থাকুক।’’ দলবদলের বাজারে কোনও বড় তারকা এখনও সই করতে পারেননি ওয়েঙ্গার। কিন্তু তা নিয়ে মোটেই চিন্তিত নন আর্সেনাল কোচ। বলেন, “প্রচারমাধ্যম আজকের পরে একটু শান্ত থাকবে। তবে আমার কিছু মাথাব্যথা নেই। জানি কী করতে হবে।” তবুও আর্সেনাল কোচ ইঙ্গিত দেন যে পরের সপ্তাহের আগে কোনও নতুন ফুটবলার আসলেও আসতে পারে। “অনেক ফুটবলারের সঙ্গেই কথা চলছে। আশা করছি পরের সপ্তাহের আগে কাউকে সই করাতে পারব,” বলেন ওয়েঙ্গার। |