টোলগে ওজবেদের জন্য যুবভারতীর দরজা বন্ধ!
সোমবার বিকেলে কিট নিয়ে দল বেঁধে সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাদা-কালো কোচ আজিজ। মাঠে ঢুকেই একই সঙ্গে বিস্ময় এবং ক্ষোভে ফেটে পড়েন তিনি। দেখেন, সেখানে কলকাতা লিগের প্রিমিয়ার লিগের ম্যাচ চলছে! ফলে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকেন পেন, টোলগে, জোসিমাররা। আজিজ এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে বলে দেন, “আমরা আগে থেকেই স্টেডিয়াম নিয়ে রেখেছি। চিঠিও দেওয়া আছে। অথচ এখন এসে দেখছি খেলা চলছে। এটা চূড়ান্ত অপেশাদার ঘটনা।”
কেন এমন হল? শোনা যাচ্ছে, এটা স্টেডিয়াম কর্তৃপক্ষেরই ভুল। আই এফ এ-কে লিগের জন্য মাঠ দেওয়ার আগে তারা খেয়ালই করেননি সেটা মহমেডানের জন্য বরাদ্দ করা আছে। স্টেডিয়ামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দেব বললেন, “অনেকেই মাঠ নেওয়ার সময় তারিখ এবং সময় দেন না। যা প্রশ্ন করার ক্রীড়া সচিবকে করুন।” কিন্তু মহমেডান কর্তারা দাবি করছেন, মাঠ নেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল।
এ দিন অনুশীলন না হওয়ায় পরপর তিন দিন টোলগেরা মাঠে নামতে পারলেন না। আজ মঙ্গলবার তাদের অনুশীলন রেসকোর্সের পাশে। |