নেহরু কাপের চ্যাম্পিয়ন সব ফুটবলারকে সাফ কাপে পাচ্ছেন না উইম কোভারম্যান্স।
ক্লিফোর্ড মিরান্ডা, ডেঞ্জিল ফ্রাঙ্কোকে চোটের জন্য পাচ্ছেন না ডাচ কোচ। শেষ মুহূর্তে হাঁটুর চোটের জন্য বাদ পড়লেন দলের অন্যতম সেরা ফুটবলার ক্লিফোর্ড। বাদ পড়েছেন শুভাশিস রায় চৌধুরী। সাফের জন্য যে দল বেছে নিয়ে আজ কাঠমান্ডু উড়ে যাচ্ছেন কোভারম্যান্স, তাতে অধিনায়ক রাখা হয়েছে সুনীল ছেত্রীকে। তাজিকিস্তান ডাক না পাওয়া সুব্রত পাল এবং রহিম নবি দলে ঢুকেছেন। বাদের তালিকায় চমকপ্রদ নাম আই লিগের অন্যতম সফল ফুটবলার লালকমল ভৌমিক, তুলুঙ্গা এবং লালরিন্দিকা। তবে ডেঞ্জিলের বদলে লেফটব্যাকে খেলার জন্য নেওয়া হয়েছে মোহনরাজকে। নেপালের কাঠমান্ডুতে হচ্ছে এ বারের সাফ গেমস। গতবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই ১ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে উদ্যোক্তা নেপাল ও বাংলাদেশ।
সাফ কাপের দল:
গোল: সুব্রত, সন্দীপ করণজিৎ।
ডিফেন্স: নির্মল, অর্ণব, গৌরমাঙ্গী ,রাজু, সন্দেশ, মোহনরাজ।
মিড-ফিল্ডার: নবি, মেহতাব, আরাতা, লেনি, অলউইন, জুয়েল, ফ্রান্সিস।
ফরোয়ার্ড: সুনীল, রবিন, ডসন ফার্নান্ডেজ ও জেজে। |