টুকরো খবর
নির্বাচকদের উপর কড়া বিধিনিষেধ
বাংলার নির্বাচকদের সঙ্গে ‘ঠান্ডা লড়াই’ শেষ হওয়ার ইঙ্গিত নেই। বরং প্রচারমাধ্যমের কাছে নির্বাচকদের মুখ খোলা নিয়ে আরও কঠোর হচ্ছে সিএবি। ইদানীং সিএবি প্রশাসনের উপর নির্বাচকদের অসন্তুষ্ট মনোভাব মাঝে মাঝেই বেরিয়ে পড়েছে প্রচারমাধ্যমে। প্রকাশ্য ভাবে না হলেও ঠারেঠোরে। তার উপর সাম্প্রতিকতম বিতর্ক চ্যালেঞ্জার ট্রফির আসন্ন দল নির্বাচনকে ঘিরে। যেখানে সরকারি ভাবে ডাক না পেলে ইস্তফার কথাও ভেবে ফেলেছেন কোনও কোনও নির্বাচক। সিএবি কর্তাদের মনে হচ্ছে, ব্যাপারটাকে এখনই না থামালে পরিস্থিতি আরও খারাপের দিকে গড়াতে পারে। তাই ঠিক হয়েছে, নির্বাচকদের বলা হবে মিডিয়ার কাছে মুখ বন্ধ রাখতে। আরও নাকি কঠোর হবে সে নির্দেশ। কিছু বক্তব্য থাকলে সেটা বলতে হবে সিএবিকে। তবে এখনও সরকারি ভাবে একমাত্র নির্বাচন কমিটির চেয়ারম্যান ছাড়া আর কেউ কথা বলতে পারেন না।

পুরনো খবর:

চমকের প্রত্যাবর্তন ভেনাসের
যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন উইম্বলডন সেমিফাইনালিস্ট কার্স্টেন ফ্লিপকেন্স। বেলজিয়ামের মেয়েকে ৬-১, ৬-২ উড়িয়ে দিয়ে চোটের কারণে উইম্বলডনে অনুপস্থিতির পর ভেনাস উইলিয়ামসের গ্র্যান্ড স্ল্যামে প্রত্যাবর্তন ঘটল সোমবার। যিনি আবার তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন। ফ্লাশিং মেডোয় প্রথম দিন শেষ খবর পাওয়া পর্যন্ত অঘটন বলতে পুরুষ সিঙ্গলসে এশিয়ার সেরা বাজি একাদশ বাছাই জাপানি কেই নিশিকোরির হার। তাঁকে স্ট্রেট সেটে হারান ব্রিটেনের ড্যানিয়েল ইভান্স। ৬-৪, ৬-৪, ৬-২। তারকা মেয়েদের মধ্যে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তৃতীয় বাছাই রাডওয়ানস্কা, পাঁচ নম্বর না লি এবং উইম্বলডন ফাইনালে হেরে কোর্টেই কেঁদে ভাসানো জার্মানির সাবিন লিজিকি। রাশিয়ার ভেরা দুসেভিনাকে তিনি বেশ লড়েই হারান ৬-২, ৭-৬ (৭-৩)। এ দিকে, ঘরের মাটিতে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলেই অবসর নিতে চলেছেন মার্কিন টেনিস তারকা জেমস ব্লেক। যুক্তরাষ্ট্র ওপেন শেষ হলেই অবসর নেবেন বিশ্বের একশো নম্বর টেনিস প্লেয়ার। “চোদ্দো বছরের কেরিয়ার দারুণ উপভোগ করেছি। এর চেয়ে বেশি ঈশ্বরের কাছে আমার কিছু চাওয়ার ছিল না,” বলেন ব্লেক।

আজ আসছেন র‌্যান্টি
ইউনাইটেডের পাঠানো টিকিট নিয়ে আজ মঙ্গলবার শহরে আসছেন র‌্যান্টি মার্টিন্স। কিন্তু নাইজিরিয়ান গোল মেশিনকে কি বাকি টাকা দিয়ে ধরে রাখতে পারবে গতবারের আই লিগের চার নম্বর টিম। তীব্র সমস্যায় পড়ে যাওয়া স্পনসরহীন ইউনাইটেড কর্তারা এ দিন কথা বলেছেন কোচ এলকো সতৌরির সঙ্গে। সতৌরি না কি কর্তাদের বলেছেন, র‌্যান্টির সঙ্গে তিনি কথা বলবেন। আলোচনা করবেন অন্য ফুটবলারদের সঙ্গেও। শোনা যাচ্ছে, পরিস্থিতি যা তাতে আর্থিক পরিস্থিতির কথা ভেবে দল তুলে দেওয়ার কথাও ঘুরছে কর্তাদের মাথায়। সেটা হলে ভারতীয় ফুটবলে তা হবে বড় অঘটন।

লাল-হলুদ সংবর্ধনা পাচ্ছেন প্রসূন
মোহনবাগানের ঘরের ছেলে। ফুটবল জীবনে কোনওদিন খেলেননি ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সি গায়ে। দেশের প্রথম ফুটবলার-সাংসদ সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এ বার সংবর্ধনা দিতে চলেছে ইস্টবেঙ্গল। সোমবার ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকের পর ঠিক হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর লাল-হলুদ তাঁবুতেই সংবর্ধনা দেওয়া হবে হাওড়ার অর্জুন পুরস্কার প্রাপ্ত সাংসদকে। ওই দিনে বিকেলেই বসবে ইস্টবেঙ্গলের বার্ষিক সাধারণ সভাও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.