পাশাপাশি শব্দছক ৫২৩৩ উপর নীচে
পরাক্রম, প্রতাপ, শৌর্য।
নাতনির স্বামী।
পূজাবিধির আরম্ভ।
১০ ফুলের ভিতরের কেশতুল্য সূক্ষ্ম বস্তু।
১১ প্রাচীনপন্থী।
১২ অতি দুরন্ত বা অশান্ত।
১৩ ঐন্দ্রজালিক।
১৪ বর্তমান সময়ের আগে যে সব
ঘটনা ঘটেছে তার বৃত্তান্ত।
১৬ গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী।
১৮ মুসলমানি বছরের নবম মাস।
২০ মন্দ ভাগ্য।
২১ যে কালো পাথরের মাধ্যমে
সোনা পরীক্ষা করা হয়।
২৩ প্রশ্রয়।
২৫ শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া।
২৭ উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র।
২৯ ঠাট্টা, ব্যঙ্গবিদ্রুপ।
৩১ নবাবের মতো আচার-আচরণ।
৩২ প্রতিশ্রুত কর বা খাজনা।
৩৪ ধৃতরাষ্ট্রের কনিষ্ঠ ভ্রাতা।
৩৫ বোবা বা মুখচোরা ও বোকা।
৩৬ রচনাদির প্রণালী বা নকশা।
৩৭ ‘—আজি খুলিয়াছে দ্বার...’।
মৃত্যু পর্যন্ত।
নির্মল, নির্ভেজাল।
পা দিয়ে চালানোর
দু’চাকার যান।
ভৃত্যবর্গ, দাসদাসী।
বেদের অন্যতম উপসংহার ভাগ।
যিনি বিচার করেন।
দৈনিক হিসাবের খাতা।
১৫ অন্বেষণ, পাত্তা।
১৬ দীনের কুটির।
১৭ কবি মুকুন্দরামের উপাধি।
১৯ প্রকাশিত, প্রদর্শিত।
২০ সংগীতের বাঁধুনি বা রচনা।
২২ পাদুকা, খড়ম।
২৪ কন্যাকে অপহরণ করে
বলপূর্বক বিবাহ।
২৬ কৃতকর্মের ফলভোগ।
২৮ অতিশয় মহিমাপূর্ণ।
৩০ পরিজন।
৩১ পশুবত্‌ হৃদয়হীন
আচরণকারী মানুষ।
৩২ কাজ পণ্ড করে এমন।
৩৩ যে লিপিতে বিবাহের লগ্ন
জ্যোতিষ বিচারে স্থির করা হয়েছে।
সমাধান ৫২৩২
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.