দল তুলে নেওয়ার হুমকি
আইবিএল বিতর্কে জ্বালাকে শো-কজ বাইয়ের
ইপিএল নিয়ে বিতর্কের বিতর্ক থাকলেও সদ্যসমাপ্ত আইবিএল বিতর্কহীন বলে সবাই ধরে নিয়েছিল। কিন্তু ভারতীয় ব্যাডমিন্টনের বিতর্কিত চরিত্র জ্বালা গাট্টা আইবিএল-কে সম্পূর্ণ বিতর্কহীন থাকতে দিলেন না। গত সপ্তাহে বেঙ্গালুরুতে বঙ্গা বিটস-এর বিরুদ্ধে তিনি দল তুলে নেওয়ার হুমকি দেওয়ার জন্য দিল্লি স্ম্যাশার্স-এর আইকন প্লেয়ার জ্বালা গাট্টা-কে শো-কজ করেছে জাতীয় ব্যাডমিন্টন সংস্থা। ২০১১ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ডাবলসে পদকজয়ী (সঙ্গী ছিলেন অশ্বিনী পোনাপ্পা, যাঁর সঙ্গে তিনি আবার ডেনমার্কে জুটি বাঁধছেন এ মাসেই)) জ্বালার বিরুদ্ধে দেশের ব্যাডমিন্টন সংস্থার অভিযোগ, তিনিই নাকি দিল্লি স্ম্যাশার্সকে দল তুলে নেওয়ার জন্য উস্কে ছিলেন।
এমনিতেও হায়দরাবাদ হটশটস দলের সতীর্থ প্লেয়ার, ইন্দোনেশীয় ব্যাডমিন্টন কিংবদন্তি তৌফিক হিদায়াতের আইবিএল নিলাম নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে তাঁর সমালোচনা করায় সাইনাকে পাল্টা একহাত নিয়েছিলেন জ্বালা টুর্নামেন্টের মধ্যেই। নিজে অন্য ফ্র্যাঞ্চাইজির প্লেয়ার হওয়া সত্ত্বেও। তার পর একটি ম্যাচে দর্শক গ্যালারি থেকে তাঁর দিকে টিটকিরি উড়ে আসায় জ্বালা তীব্র সমালোচনা করেছিলেন এ দেশের নারীদের প্রতি পুরুষদের আচরণের। কিন্তু পাশাপাশি নিজেও একটি বিতর্কিত কাণ্ড করে বসেছিলেন জ্বালা।
সেটা কী? জ্বালার দিল্লি স্ম্যাশার্সের বিরুদ্ধে বঙ্গা বিটস ম্যাচের শেষ মুহূর্তে তাদের হু ইউন-কে বদলে জর্গেনসেনকে নামিয়ে দিয়েছিল। বিশ্বের পাঁচ নম্বর তারকার বদলে ড্যানিশ প্লেয়ার নামানোর কারণ হংকং তারকা হু ইউনের চোট। আইবিএলের গভর্নিং কাউন্সিল এই প্লেয়ার বদলের অনুমতিও দিয়েছিল। কিন্তু জ্বালার দিল্লি শুধু ম্যাচটি খেলতে অস্বীকারই করেনি। ‘টাই’ থেকে ওয়াকআউট করার পর্যন্ত হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত বঙ্গা বিটস বিদেশি জর্গেনসেনকে বদলে দেশজ প্লেয়ার অরবিন্দ ভাটকে নামালে তবেই ম্যাচটি খেলতে রাজি হয় জ্বালার টিম।
গোটা ঘটনায় প্রচণ্ড বিরক্ত ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার (বাই) শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান মুরলীধরন বলেন, “আমরা গোটা ঘটনাটা তদন্ত করে দেখেছি যে, সে দিন ও-ই (জ্বালা) বঙ্গা বিটসের বিরুদ্ধে একটি বিশেষ ম্যাচের আগে নিজের দলের (দিল্লি স্ম্যার্শাস) জনাকয়েক প্লেয়ারকে খেলার থেকে আটকেছিল। সবচেয়ে বড় কথা, সে কারণে অহেতুক আধ ঘণ্টা খেলা বন্ধ ছিল। যার ফলে টাইয়ের সরাসরি টিভি সম্প্রচারও আধ ঘণ্টা কম হয়েছিল। অথচ আইবিএলের একটা বিরাট আর্থিক লাভের পিছনে গোটা টুর্নামেন্টের বিশ্ব জুড়ে লাইভ টেলিকাস্ট। ফলে ওই ঘটনা চূড়ান্ত বাড়াবাড়ি। অবশ্যই ওর (জ্বালা) বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।” বাই-এর অন্যতম শীর্ষকর্তা আরও বলেন, “আইবিএলে প্লেয়ার বদলের নিয়ম আছে। তার ওপর বঙ্গা বিটস সে দিন একজন প্লেয়ারের নির্দিষ্ট চোটের কারণেই তাঁকে বদলেছিল। জ্বালার ওই কাজের জন্য আইবিএলের টিভিস্বত্ব যে স্পোর্টস চ্যানেলের, তারা বাকি টুর্নামেন্ট না দেখানোর পর্যন্ত হুমকি দিয়েছিল আমাদের। সৌভাগ্য যে, শেষমেশ সেটা হয়নি।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.