|
|
|
|
খেলেই অপমানের জবাব দিতে চান জ্বালা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
|
তাঁদের না জানিয়ে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের নিলামে বেস প্রাইস অর্ধেক করে দেওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ দেশের দুই ডাবলস তারকা জ্বালা গাট্টা ও অশ্বিনী পোনাপ্পা। অন্য দিকে, আইবিএল সংগঠকদের তরফে গোটা ঘটনায় দায় ফ্রাঞ্চাইজি ও মিডিয়ার ঘাড়ে চাপানোর চেষ্টা শুরু হয়েছে। আইবিএল ভাইস প্রেসিডেন্ট মনীষ কুমার জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিরা দুই ডাবলস তারকার জন্য বেশি দর দিতে রাজি না হওয়াতেই শেষ মুহূর্তে তাঁদের বেস প্রাইস কমাতে হয়। কিন্তু সময় কম থাকায় নিলামের আগে সেটা জ্বালা ও অশ্বিনীকে জানানো যায়নি। মিডিয়া বিষয়টা নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ ব্যাপারে জ্বালাকে মোবাইলে ধরা হলে তিনি ক্ষোভে ফেটে পড়লেন। বললেন, “চুক্তির সময় আমাকে আর অশ্বিনীকে বলা হয়েছিল আইকন প্লেয়ার হিসাবে আমাদের বেস প্রাইস থাকবে ৫০ হাজার ডলার। কিন্তু নিলামের সময় জানতে পারলাম দাম অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এটা তো পুরোপুরি চুক্তিভঙ্গ। আমাদের সরাসরি অসম্মান করা হল।” একটু থেমে যোগ করলেন, “আইবিএলের প্রমোশনের জন্য আমি কী না করলাম। তার এই প্রতিদান কিছুতেই হজম করতে পারছি না!”
|
|
অন্য দিকে, ফোনে ধরা হলে অশ্বিনীও বললেন, “যা হয়েছে সেটা ঠিক নয়। তবে এ সব নিয়ে বেশি কথা বলে বিদ্রোহী হিসাবে চিহ্নিত হতে চাই না। তবে এ ব্যাপারে আমাদের আগে জানালে এত বিতর্ক হত না।” তবে বিতর্ক সত্ত্বেও আইবিএল থেকে দুজনে সরে দাঁড়াতে চান না। জ্বালা যেমন বলে দিলেন “সরে দাঁড়াচ্ছি না। আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হল, খেলে তার জবাব দিতে চাই।” আর অশ্বিনীর প্রশ্ন, “আমি আর জ্বালা ডাবলস খেলে ভারতকে অনেক পদক এনে দিয়েছি। তার পর এই অসম্মানটা কি সত্যিই আমাদের প্রাপ্য ছিল?”
মনীষ আবার বলছেন, নিলামের আগে ফ্রাঞ্চাইজিদের নিয়ে যে কর্মশালা হয়েছিল, সেখানেই ডাবলস প্লেয়ারদের জন্য এত চড়া বেস প্রাইসে রাজি হননি ফ্রাঞ্চাইজি মালিকেরা। তাই দাম কমিয়ে অর্ধেক করে দিতে হয়। |
|
|
|
|
|