টুকরো খবর
বড় দল নামবে অগস্টের শেষে
কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেলেও আই লিগের চার দল নামবে অগস্টের শেষে সপ্তাহে। ক্রীড়াসূচি সরকারি ভাবে প্রকাশিত না হলেও বুধবার আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলে দিলেন, “অগস্টের শেষ সপ্তাহে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান নামবে।” এ দিন মানস ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু রায়ের টিম ডালাহৌসি ৩-২ গোলে হারাল ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। রেলওয়ে এফসি হারাল জানবাজারকে। বিএনআর-এরিয়ান এবং ইস্টার্ন রেলওয়ে-জর্জ টেলিগ্রাফ ম্যাচ ড্র হল। এ দিকে পুলিশ এসি’র বিরুদ্ধে ম্যাচে উয়াড়ির সঙ্গে চুক্তি থাকা বাপি মুর্মুকে নামিয়ে সমস্যায় পড়ে গেছে ভবানীপুর। ব্যারেটোদের দলে সই করলেও উয়াড়ি থেকে রিলিজ পাননি বাপি। ফলে পুলিশের সঙ্গে ৫-০ গোলে জিতেও সেই ম্যাচের পয়েন্ট কাটা যেতে পারে ভবানীপুরের।

১১টি পদক পেল বর্ধমান
সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত আন্তঃ জেলা অ্যাথলেটিকস্ মিটে ১১টি পদক পেয়েছে বর্ধমান। রয়েছে তিনটি সোনা, পাঁচটি রূপো ও তিনটি ব্রোঞ্জ। সোনা পেয়েছে অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে টাইথেলনে সুরজিত মুর্মু, অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগে শটপাটে স্মৃতি মণ্ডল ও অনূর্ধ্ব ২০ বিভাগে ১০ কিলোমিটার হাঁটায় ফুলচাঁদ রজক। গতবারেও ১১টি পদক পেয়েছিল বর্ধমান। জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক সচিব সুভাষ সাহা বলেন, “সৌমদীপ সাহা ভারতীয় দলের ক্যাম্পে চলে গিয়েছে। তিন জন অ্যাথলিটও অসুস্থ। না হলে এবার আমাদের পদকের সংখ্যা বাড়তো।”

ফের সানিয়ার নতুন সঙ্গী
ফরাসি ওপেনে বেথানি মাটেক এবং উইম্বলডনে লিজেল হুবারকে নিয়ে খেলার পর আরও একটি গ্র্যান্ড স্ল্যামে আরও এক নতুন সঙ্গীকে নিয়ে ডাবলসে নামছেন সানিয়া মির্জা। রোলাঁ গারো এবং উইম্বলডনে তৃতীয় রাউন্ডে ছিটকে যাওয়া সানিয়ার পরের মাসে যুক্তরাষ্ট্র ওপেনে সঙ্গী জি জেং। তিরিশ বছর বয়সি চিনা মেয়ে প্রাক্তন অস্ট্রেলীয় ওপেন এবং উইম্বলডন ডাবলস চ্যাম্পিয়ন। ডাবলসে বর্তমানে বিশ্বর‌্যাঙ্কিংয়ে ২০ নম্বর জেং সম্পর্কে সানিয়া বলেছেন, “পেশাদার ট্যুরে সিঙ্গলসে ওর বিরুদ্ধে কিছু উত্তেজক ম্যাচ খেলেছি। মনে হয়, আমাদের বোঝাপড়া খুব ভাল হবে।”

সাইনার কঠিন পরীক্ষা
ফের একটি বড় টুর্নামেন্টে কঠিন পরীক্ষার সামনে সাইনা নেহওয়াল। এ বছর একটিও আন্তর্জাতিক খেতাব না জেতা সাইনা পরের মাসের গোড়ায় গুয়াংঝৌয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর চিনের লি জুয়েরুইয়ের সঙ্গে এক অর্ধে পড়লেন। ফাইনাল খেলতে হলে সাইনাকে বিশ্বসেরাকে সেমিফাইনালে হারাতে হবে। পিভি সিন্ধু বিশ্ব মিটে দশম বাছাই এবং সাইনার অন্য অর্ধে রয়েছেন।

শেষ লড়াই
মাধ্যাকর্ষণের সঙ্গে নিজের শেষ যুদ্ধটা জিততে মরিয়া ইয়েলেনা ইসিনবায়েভা! কিংবদন্তি রুশ পোলভল্টার জানিয়ে দিয়েছেন, আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরেই তিনি অ্যাথলেটিক্সকে চিরবিদায় জানাবেন। ইসিনবায়েভা বলেছেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমার লড়াইটা শুধু উচ্চতার সঙ্গেই হবে না, নিজের সঙ্গেও চলবে। সেরা পারফরম্যান্স দিয়েই শেষ করতে চাই।” দু’বারের অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়ন এবং মেয়েদের পোল ভল্টে বিশ্বরেকর্ডের (৫.০৬ মিটার) মালকিন গতকাল মস্কোর লুঝনিকিতে জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতার পরেই অবসরের কথা ঘোষণা করেন।

পরের বছরের সূচিও তৈরি
টেনিস তারকা রজার ফেডেরারের সম্ভাব্য অবসর নিয়ে জল্পনার মধ্যেই ফেডেরার স্বয়ং বুঝিয়ে দিলেন, এখনই র্যাকেট তুলে রাখার ইচ্ছে নেই তাঁর। বরং এমন একটি এটিপি টুর্নামেন্ট খেলে তিনি পরের বছর পেশাদার ট্যুর শুরু করবেন, যেখানে আগে কখনও খেলেননি। এ দিনই ফেডেরার জানিয়ে দিলেন, ২০১৪ মরসুম শুরু করবেন নতুন বছরের প্রথম সপ্তাহে ব্রিসবেন ওপেন খেলে। “অন্য প্লেয়ারদের মুখে এই টুর্নামেন্টের প্রশংসা শুনেছি। নতুন মরসুম শুরু করার পক্ষে এর চেয়ে ভাল জায়গা আর কী হতে পারে?”

ওয়ার্নারের ১৯৩
অ্যাসেজে ব্যর্থতার অন্ধকারে অস্ট্রেলিয়াকে আলোর সন্ধান দিলেন বিতর্কিত ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রিটোরিয়ায় চার দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে ১৯৩ রান হাঁকালেন অস্ট্রেলিয়ার ‘এ’-র হয়ে নামা ওয়ার্নার। ইংল্যান্ডের ওপেনার জো রুটকে ঘুসি মারার দায়ে যাঁকে প্রথম অ্যাসেজ টেস্ট পর্যন্ত সাসপেন্ড করা হয়। মাঠের বাইরের সেই অপমানের বদলা নিতে মরিয়া ওয়ার্নারকে অজিরা অ্যাসেজের তৃতীয় টেস্টেই টিমে ফেরায় কিনা সেটাই দেখার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.