|
|
|
|
বেকহ্যামকেই ফ্যাশন গুরু মানছেন নেইমার
নিজস্ব প্রতিবেদন
|
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে লড়াইয়ে ফেলে দিলেও ডেভিড বেকহ্যামের কাছে হার মানলেন ‘ওয়ান্ডার কিড’। তবে মাঠ নয়, স্বতন্ত্র স্টাইল এবং ফ্যাশনে বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত মুখ নেইমার এ ব্যাপারে গুরুদেব মানলেন বেকস-কেই।
বিলাসবহুল জীবনযাপন আর কেরিয়ারের গোড়া থেকেই বিপুল জনপ্রিয়তার জন্য ব্রাজিলের সুপারস্টারের সঙ্গে এখন অনেকেই বেকহ্যামের তুলনা করছেন। কিন্তু নেইমারের ভাবনাটা অন্য রকম। |
|
প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, পিএসজি এবং এলএ গ্যালাক্সির ফুটবলারের সঙ্গে নিজের তুলনা করতে চান না সাওপাওলোর তারকা। নেইমার বলে দেন, “জানি স্টাইলের ব্যাপারে আমি কম যাই না। নতুন পোশাক, পারফিউম আর হেয়ার প্রোডাক্টস কিনতে আমিও খুব ভালবাসি। পা-ও শেভ করি। তবুও নিজেকে মেট্রোসেক্সুয়াল বলে মনে করি না। বেকহ্যাম যে রকম। বেকস আরও স্টাইলিশ। আমি হয়তো প্রতিভা দিয়ে ইমপ্রেস করার চেষ্টাই বেশি করি। সেটা আমার কাছে কোনও সমস্যা নয়।” বার্সেলোনায় নতুন কোচের প্র্যাক্টিসে যোগ দেওয়ার আগে নেইমারের বিনয়ে কিন্তু তাঁর ভক্তরা গলছে না। সাওপাওলোর ওয়ান্ডার কিড ন্যু কাম্পে নতুন মরসুমের প্র্যাক্টিসে এ বার কোন ‘কিলার লুক’-এ মাতিয়ে দেবেন এ নিয়ে জল্পনা তুঙ্গে। |
|
|
|
|
|