৭ মন কষাকষি, মনের অমিল
হেতু সম্পর্কের অবনতি।
৮ দ্রোণাচার্যের পুত্র, ‘—হত ইতি গজঃ’।
৯ সুন্দর মুখবিশিষ্টা।
১০ প্রথা, রীতি।
১১ যার মধ্যে কোনও
কাজের
জন্য আক্ষেপ বা আফসোস নেই।
১২ ভিন্ন ঘর, অন্য কক্ষ।
১৩ কোনও দলের সর্দার।
১৫ বেআইনি ভাবে দখল।
১৮ পালানো, চম্পট।
২১ হঠাৎ ঘটেছে এমন।
২২ রঙ্গালয়, নাট্যশালা।
২৪ হরেক রকম, নানা প্রকার।
২৫ যিনি হিতৈষী, তিনি কি
এ রকম কিছু চিন্তা করতে পারেন?
২৭ যা বায়ুর প্রবেশ আটকে দেয়।
৩১ চেহারা, আকৃতি।
৩২ যার মধ্যে বিবেচনাবুদ্ধি আছে।
৩৪ আয়ুষ্কাল, জীবনকাল।
৩৭ কড়া ধমক, তিরস্কার।
৩৮ ইতস্তত হাঁটা বা পদচারণা।
৩৯ প্রাচীন ভারতের
প্রধানমন্ত্রী বা অমাত্য।
৪০ বাস করে না এমন। |
|
১ সানন্দে যাপন।
২ যা লেখা হয়নি বা লিপিবদ্ধ হয়নি।
৩ সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান।
৪ অতিশয় খাতির ও যত্নের যোগ্য।
৫ জুলুম, কঠিন
অত্যাচার বা বলপ্রয়োগ।
৬ দিন কাটানো।
১১ জলে জন্ম হয়েছে।
১৪ (সংগীতে) তালজ্ঞানহীন।
১৬ এখনও কিন্তু অনেক
মেয়েকে বিয়ে দিতে হয়
পাত্রপক্ষকে এটা মিটিয়ে দিয়ে।
১৭ আধপাকা, আধকাঁচা।
১৮ পরিবেষ্টন, ঘের।
১৯ পোষা পাখিকে নিয়ম
করে যা জোগাতেই হবে।
২০ নিজের মধ্যে মতদ্বৈধতা।
২৩ রণদামামা।
২৬ মতের আদান-প্রদান।
২৮ সাগরে রয়েছে এই মুনির আশ্রম।
২৯ রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি।
৩০ নিশ্চিত, অনিবার্য।
৩৩ চলন্ত, —জীবন।
৩৫ বঙ্গরমণী, বঙ্গললনা।
৩৬ অভীষ্টলাভ, সাফল্য। |