ছাউনি দাবি। প্রতি মঙ্গল ও শুক্রবার মুড়ি বিক্রির হাট বসে জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে
ইজারা দেওয়া ময়নাগুড়ির সুপার মার্কেট এলাকায়। হাট থেকে ৬ টনেরও বেশি মুড়ি যায়
ফালাকাটা, ধূপগুড়ি, চ্যাংরাবান্ধা, হলদিবাড়ি, কোচবিহার, শিলিগুড়ি এমনকী পাহাড়েও।
কিন্তু এই হাটে মাথার উপরে নেই কোনও শেড। তাই বর্ষাকালে প্লাস্টিক ভাড়া করতে বাধ্য হন
বাসিন্দারা। এই মুড়ির হাটের উপরে শেড ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। ছবি: দীপঙ্কর ঘটক। |