“১৯৪৭-পরবর্তী উত্তরবঙ্গ/১” চোদ্দোটি প্রবন্ধের সংকলন। প্রবন্ধগুলি ১৯৪৭-উত্তর পর্বের। প্রবন্ধগুলিতে সাম্প্রতিক সময়ের অস্থিরতার উৎস সন্ধান করেছেন লেখক আনন্দগোপাল ঘোষ এবং কার্তিক সাহা। গ্রন্থের ভূমিকায় তাঁরা জানাচ্ছেন, “১৯৪৭-পরবর্তী উত্তরবঙ্গে রূপান্তর-বিবর্তনের ইতিহাস অনেকটাই আঁকাবাঁকা। ষাটের দশক থেকে নানা স্থানিক তরঙ্গের অভিঘাতে অঞ্চলটি উত্তপ্ত হতে শুরু করেছিল। এখন সেই উত্তাপ খানিকটা ‘অগ্নি’তে পরিবর্তিত হয়ে উত্তরবঙ্গকে ‘জতুগৃহে’ রূপান্তরিত করেছে।” উত্তরবঙ্গীয় বাঙালি সংস্কৃতি, জমিদারি- জোতদারি ব্যবস্থা অবলুপ্তির পরের উত্তরবঙ্গের কৃষক সমাজ, উত্তর-স্বাধীনতা পর্বের উত্তরবঙ্গে অস্থিরতার উৎস ও সাহিত্য-শিল্প-সংস্কৃতিতে তার প্রভাব, অসমের বঙ্গাল খেদা আন্দোলন ও উত্তরবঙ্গ ১৯৬০-৬১, স্বাধীনোত্তর উত্তরবঙ্গের প্রশাসনিক বিন্যাসের বিবর্তন প্রভৃতি প্রবন্ধ গ্রন্থটিকে অন্য মাত্রা দিয়েছে। হারিয়ে যাওয়া সময়ের ইতিহাসকে অক্ষরবন্দি করার কাজে লেখকদ্বয়ের অনুসন্ধান এ গ্রন্থের অন্যতম সম্পদ। গ্রন্থের প্রথম খণ্ডের মতো প্রকাশিতব্য দ্বিতীয় খণ্ডটি আগ্রহী পাঠকের চাহিদা মেটাবে বলে অনুমান করা যায়।
|
কর্মসূত্রে দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, গ্যাংটকে কাটিয়েছেন দীর্ঘদিন। প্রচলিত বাংলা আধুনিক গানগুলি শুনে তুলে ফেলতেন নিখুঁত ভাবে। শিলিগুড়ি বাসকালে তালিম নেন মিহির সান্যালের কাছে। ২০০৭ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পরিবেশন করেছেন মান্না দে, ভূপেন হাজরিকা, কিশোরকুমারের গানগুলি। পেশায় ইঞ্জিনিয়ার শ্যামল দাশগুপ্ত পরিচিত হলেন সঙ্গীতশিল্পী হিসাবে। পুজো উপলক্ষে শিলিগুড়ির স্নিগ্ধা রেকর্ডস থেকে বের হল শ্যামলের একক অ্যালবাম মনের মালঞ্চে। সিডি-তে জনপ্রিয় গীতিকার সুবিমল ভট্টাচার্য গান লিখেছেন শ্যামলের জন্য। এ ছাড়াও হরিকমল গিরি, বিপ্লব চক্রবর্তী, জয়ন্ত ভৌমিকদের লেখা গান যেমন রয়েছে, তেমনি সিডিতে স্থান পেয়েছে শিলিগুড়ির পরিচিত মুখ দেবপ্রতিম সরকার, শ্যামলী সেনগুপ্তর লেখা সুরারোপিত গান। ১০টি গানের যন্ত্রানুষঙ্গে শিলিগুড়ির শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়।
|
১৭ অগস্ট তপসিখাতায় গ্রামীণ পরিবেশে সরকারি বি এড ট্রেনিং কলেজ উদ্বোধন হল। উদ্বোধক রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানান, ২০৬টি বি এড কলেজ আছে। আরও বি এড কলেজ স্থাপন করা জরুরি। অনুষ্ঠানে হাজির আনন্দগোপাল ঘোষ জানান, এই কলেজ আর্থিক, সাংস্কৃতিক শৈল্পিক পরিবেশ গড়তে সাহায্য করবে।
|