টুকরো খবর
বিদ্যুতের দাবি, অবরোধ
মঙ্গলবার ছবিটি তুলেছেন রাজা বন্দ্যোপাধ্যায়।
মাসখানেক ধরে পথবাতি জ্বলছে না, বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ থাকলেও, মাঝেমধ্যেই তা বিপর্যস্ত হয়ে পড়ছে অভিযোগ করে মঙ্গলবার প্রায় ৩ ঘণ্টা পথ অবরোধ করে রাখে রায়কত পাড়ার বাসিন্দারা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ চলে। বাসিন্দাদের অবরোধে সামিল হয়েছিলেন শহরের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী পালও। বাসিন্দাদের অভিযোগ, এক মাসে এলাকার ট্রান্সফরমার বিকল হয়ে গেলেও, বিদ্যুৎ পর্ষদ থেকে মেরামতির ব্যবস্থা করা হয়নি। অবরোধের জেরে রায়কতপাড়া, সেনপাড়া, হাকিম পাড়ায় যানজট তৈরি হয়। জয়ন্তীদেবী বলেন, “আমি নিজেও বিদ্যুৎ পর্ষদের সঙ্গে যোগাযোগ করেছি। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমিও অবরোধে সামিল হয়েছি।” বুধবার অবরোধ শুরুর কিছু পরে, পুলিশ অফিসাররা এসে বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে। বাসিন্দারা দাবি করতে পর্ষদের কর্তারা উপস্থিত না হলে অবরোধ তোলা হবে না। দেড়টা নাগাদ পর্ষদের সহকারী বাস্তুকার বীরেন রায় বাসিন্দাদের লিখিত প্রতিশ্রুতি দেন। তিনি এ দিন বলেন, “৪৮ ঘণ্টায় ট্রান্সফরমার মেরামত করা হবে।”

বহিষ্কৃত ছ’জন
দলবিরোধী কাজের অভিযোগে চার জন কর্মীকে ছয় বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল। মঙ্গলবার পুরসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান জহর মজুমদার বলেন, “২০ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো নির্দল প্রার্থীর হয়ে প্রচার চালানোয় এলাকার কিছু কর্মীকে বহিষ্কার করা হয়েছে।” বহিষ্কৃত এক এক কর্মী বাদল রায় বলেন, “দলের কর্মীদের মতামত না নিয়ে প্রার্থী দেওয়া হয়েছে। তৃণমূলকে শক্তিশালী করতে নিদর্ল প্রার্থী দাঁড় করিয়ে প্রচার শুরু করেছি। দল কী সিদ্ধান্ত নিয়েছে জানানো হয়নি।”

স্মারকলিপি পেশ
হাসপাতালে শল্য চিকিৎসকের ব্যবস্থা দাবিতে স্মারকলিপি দিল কংগ্রেস। মঙ্গলবার হাসপাতালে সুপারের ঘরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেন কংগ্রেসিরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানিয়েছেন, “আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের দুজন শল্য চিকিৎসকের মধ্যে একজন অন্যত্র বদলি হয়েছেন, অন্যজন কিছুদিন হল অসুস্থ রয়েছেন। ফলে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। সে সব সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ দাস এই দিন বলেন, “শল্য চিকিৎসক না থাকায় সমস্যা হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আমরা আন্দোলনে নামব।”

দুই সমিতি বাম দখলে
আলিপুরদুয়ার ২ নম্বর পঞ্চায়েত সমিতি এবং কুমারগ্রাম পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল বামফ্রন্ট। আলিপুরদুয়ার সমিতির সভাপতি সিপিএমের রিঙ্কু তরফদার ও সহ সভাপতি আরএসপির নিত্যেন কুমার রায়। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি পদে সিপিএমের শান্তমায়া নার্জিনারি এবং সহসভাপতি পদে আরএসপির বিপ্লব নার্জিনারি। মোট ৩২টি আসনের মধ্যে বামফ্রন্ট ১৭টি তৃণমূল ৮টি ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা ৭টি আসন পায়। বোডর্র্ গঠনে তৃণমূল কংগ্রেস ওয়াক আউট করে। মালবাজার মহকুমার নাগরাকাটা ও মেটেলিতে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়েছে। নাগরাকাটায় তৃণমূল ও ঝাড়খন্ড মুক্তি মোচর্র্ জোট করে বোর্ড গঠন করেছে। মেটেলিতে সিপিএম, ঝাড়খন্ড মুক্তি মোর্চা জোট বোর্ড গঠন করে। মুক্তি মোর্চার তরফে জানানো হয়েছে, স্থানীয় পরিস্থিতির উপরে ভিত্তি করে জোট হয়েছে। এই দিন ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা জন বারলা বলেন, “জোট করার সময়ে এলাকার উন্নয়নকেই মাথায় রাখা হয়েছে। যেখানে মানুষ উন্নয়ন করার জন্য যাদের বেছে নিয়েছে তাদের সঙ্গে থেকেই উন্নয়নের কাজে সামিল হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই ব্যক্তির
স্টেশনে ট্রেন থেকে নেমে লাইন পার হতে গিয়ে অপর একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির। মঙ্গলবার শিলিগুড়ির অদূরে রাঙাপানি স্টেশনে ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম অনুরাগ প্রসাদ (৩২) এবং প্রসেনজিৎ দাস (৩৩)। অনুরাগ একটি সংস্থার হয়ে কম্পিউটারের কাজ করতেন। অপর জন আয়কর দফতরের কর্মী। বাড়ি কিসানগঞ্জে। এদিন পদাতিক এক্সপ্রেসে তাঁরা শিলিগুড়িতে আসছিলেন। মাটিগাড়া অফিসে যেতে রাঙাপানিতে নেমেছিলেন। তবে প্লাটফর্মের দিকে না নেমে উল্টোদিকে নেমে লাইন পার হয়ে যেতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সে সময় পাশের লাইনে গরিব-নওয়াজ এক্সপ্রেস ট্রেন আসার বিষয়টি তাঁরা আগে থেকে বুঝতে পারেননি। ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন মারা গিয়েছেন বলে রেল পুলিশ জানিয়েছে।

বেহাল পথে ট্রাক বিকল
বেহাল ফালাকাটা ধূপগুড়ি সড়কে বিকল ট্রাক।—নিজস্ব চিত্র।
ভাঙা রাস্তার মাঝে গর্তে ট্রাক আটকে যাওয়ায় প্রায় ছয় ঘণ্টা ধরে যান চলাচল ব্যহত হল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ফালাকাটা-ধূপগুড়ি সড়কে। এদিন সকাল সাতটা নাগাদ পুরনো শালবাড়ি গ্রামের কাছে গর্তে ফেঁসে বিকল হয় ট্রাকটি। দিনভর কোচবিহার ও শিলিগুড়ি যাতায়াতের বাস ২০ কিলোমিটার ঘুরপথ দিয়ে চলাচল করে। দুপুর একটা নাগাদ ট্রাকটিকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। ওই রাস্তার বড় অংশ দীর্ঘদিন মেরামতি না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে থাকে বলে অভিযোগ। সাত বছর আগে চার লেনের সড়ক নির্মাণের জন্য পূর্ত দফতর রাস্তাটি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরের হাতে তুলে দেয়। তবে তার কাজ এখনও শুরু হয়নি।

দুর্ঘটনায় মৃত ছাত্রী
স্কুল বাসের নীচে চাপা পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু হল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাটের ৩১ নম্বর জাতীয় সড়কে। ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। দেবপাড়া চা বাগানের শ্রমিক বস্তির বাসিন্দা প্রীতি রাই (১২) বানারহাট গার্লস হাই স্কুলের ছাত্রী ছিল।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.