ভারতে এসে ক্ষমা চাইতেও রাজি লর্গ্যাট
নিজস্ব প্রতিবেদন |
প্রয়োজনে ভারতে এসে ক্ষমা চাইতেও রাজি হারুন লর্গ্যাট, কিন্তু ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর বন্ধ হতে দিতে রাজি নন সে দেশের ক্রিকেট বোর্ডের সিইও। সংবাদমাধ্যমে নভেম্বরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর জানার পর লর্গ্যাট বলেন, “আমি যদি ভারতীয় বোর্ডে কারও অসন্তোষের কারণ হয়ে থাকি, যদি আমার জন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবে সে দেশের বোর্ড, তা হলে ভারতে গিয়ে ওদের কাছে আমি ক্ষমা চাইতে পারি। আমার কাছে এখন ক্রিকেট সাউথ আফ্রিকার স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” ধোনিদের দক্ষিণ আফ্রিকা সফরকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে ভারতের ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানানো ও নিউজিল্যান্ড সফর এগিয়ে আনা সম্পর্কে ওয়াকিবহাল নন বলে জানান লর্গ্যাট। বলেন, “এই ব্যাপারে বিসিসিআই আমাদের সঙ্গে কোনও যোগাযোগই করেনি।”
|
সাঁতারে জেলার সাফল্য
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত রাজ্য প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে নলহাটি থানা এলাকার চার জন মহিলা-সহ পাঁচ জন সাফাল্য পেলেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা সম্পাদক বদরুদ্দোজা শেখ বলেন, “জেলা থেকে এ বার ৯ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৫ জন মিলিত ভাবে নানা ইভেন্টে ১১টি সোনা, ৩টি রূপো ও ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। |
সোনা জয়ী সাঁতারুরা। — নিজস্ব চিত্র |
পদক জয়ীদের তলিকায় দু’জন আদিবাসী মহিলাও আছেন।” শারীরিক প্রতিবন্ধী বদরুদ্দোজা শেখের প্রশিক্ষণে প্রতিযোগীরা আগামী মাসে বেঙ্গালুরুতে জাতীয় চ্যাম্পিয়ানশিপেও যোগ দেবেন।
|
জুনিয়র ফুটবল
নিজস্ব প্রতিবেদন |
ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন আয়োজিত আন্তঃজেলা জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুরের বিরুদ্ধে খেলতে নামছে বীরভূম জেলা দল। ৯ সেপ্টেম্বর কোচবিহারে ওই ম্যাচ হবে। বীরভূম জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, প্রাথমিক ভাবে ২২ জনকে নেওয়া হবে। প্রশিক্ষণের পরে ১৮ জনকে নিয়ে দল গঠন করা হবে।
|
এলআইসির মনীষা মহান্তিকে হারিয়ে মেয়েদের জাতীয় দাবায় ন’রাউন্ডের শেষে শীর্ষে সৌম্যা স্বামীনাথন। পিএসপিবির দাবাড়ুর পয়েন্ট ৬.৫। নিশা মোহতাকে হারিয়ে গত দু’বারের চ্যাম্পিয়ন বাংলার মেরি অ্যান গোমস ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। মেরির সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় ওরিশার পদ্মিনী রাউত। এলআইসির স্বাতী ঘাটে(৫.৫) তামিলনাড়ুর জি কে মনীষার কাছে হেরে যুগ্ম ভাবে শীর্ষবাছাই তানিয়া সচদেবের সঙ্গে তৃতীয় স্থানে।
পুরনো খবর: মেরি থাকলেন দ্বিতীয় স্থানেই
|
হিমাচল প্রদেশে ক্রিকেট অ্যাকাডেমি করতে চান যুবরাজ সিংহ। ভারতীয় ব্যাটসম্যান ধর্মশালায় এ দিন বলেন, “ক্রিকেটের উপর এখানকার বাচ্চাদের আগ্রহ দেখে আমি মুগ্ধ। এত প্রতিভা আর আবেগ তুলে ধরার একটা প্ল্যাটফর্ম গড়ার কথা ভাবছি। সেটা করতে পারলে স্বপ্ন সার্থক হবে।” যুবরাজের প্রস্তাবে খুশি হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার কর্তারাও। এইচপিসিএ-র শীষকর্তা অনুরাগ ঠাকুর বলেন, “রাজ্য ইউনিটের কাছে এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। যুবরাজ এই উদ্যোগ দেখানোয় আমরা খুশি।”
|
ইংল্যান্ডের স্পিনার গ্রেম সোয়ানে মজেছেন জম্মু-কাশ্মিরের ক্রিকেটার পরভেজ রসুল। সচিন তেন্ডুলকরকে নিজের প্রিয় ক্রিকেটার জানানোর পাশাপাশি রসুল বলেন, “গ্রেম সোয়ানকে এখন অনুসরণ করার চেষ্টা করছি। আমাদের বোলিং স্টাইল প্রায় একই রকম। তাই সোয়ানের বোলিংয়ে আমি অনুপ্রাণিত।” পাশাপাশি সদ্য দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ জেতার অভিজ্ঞতা নিয়ে রসুল বলেন, “নিজেকে পরীক্ষা করতে নিয়মিত ভাল ব্যাটসম্যানদের বল করতে হবে।”
|
ভারতের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যদি কাটছাঁট করা হয় সিএসএ-র প্রতিদিন ২.৫ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। মোট ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩০০ মিলিয়ন ডলার। দক্ষিণ আফ্রিকান মিডিয়া এমনই জানাচ্ছে।
|