টুকরো খবর |
এরিকের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন মোহনবাগান কোচ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
করিম বেঞ্চারিফার সঙ্গে কোচিং করাতে নেমে পড়ল তাঁর ছেলে
অ্যাডামও। সোমবার মোহনবাগান মাঠে। ছবি: শঙ্কর নাগ দাস |
করিম বেঞ্চারিফা মোহনবাগানের চতুর্থ বিদেশি এরিক মোরান্ডার সামনে আই লিগের ‘সেকেন্ড উইন্ডো’ খোলার আগে পর্যন্ত অলিখিত ‘ডেড লাইন’ ঝুলিয়ে দিলেন! সোমবার নিজেদের মাঠে অনুশীলনের পর করিম পরিষ্কার বলে দিলেন, “এরিক যদি নিজেকে প্রমাণ করতে পারেন ভাল। না পারলে সেকেন্ড উইন্ডো খুললে আমাকে অন্যরকম কিছু ভাবতে হবে।” ভিসার জন্য দেশে ফিরে গেছেন মোহনবাগানের নতুন বিদেশি। ফিরবেন সম্ভবত ৭ সেপ্টেম্বর। তবে পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করতে না পারলে প্রথম একাদশে যে তাঁর জায়গা পাকা নয়, সেটাও বুঝিয়ে দিলেন মোহন কোচ। বললেন, “আশা করব, এরিক দ্রুত ফিট হয়ে উঠবে। দলের সঙ্গে মানিয়ে নেবে। তবে, দলকে এমনভাবে তৈরি করছি যাতে চতুর্থ বিদেশি ছাড়াও খেলার মান না পড়ে।” এরিকের ফিটনেস নিয়ে একেবারেই সন্তুষ্ট নন করিম। তবে প্রয়োজনে আলাদা ভাবে ট্রেনিং করিয়ে আই লিগ শুরুর আগে এরিককে ফিট করে তুলতে বদ্ধপরিকর বাগান কোচ। আই লিগের প্রথম পর্বে মোহনবাগানকে তেরোটির মধ্যে সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। মরোক্কান কোচ অবশ্য এটাকে ভাল দিক বলে মনে করছেন। বললেন, “প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচ বেশি খেলে নেওয়া ভাল। কারণ দ্বিতীয় পর্বে একটা বাড়তি চাপ তৈরি হয়। সে সময় নিজেদের মাঠের সুবিধা পেলে মানসিক ভাবে দল অনেকটাই এগিয়ে থাকে।”
পুরনো খবর: ওডাফার সঙ্গী এরিক
|
ইউনাইটেডের ট্রায়ালে জেলেনি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দু’মরসুম আগে মোহনবাগানে খেলে যাওয়া ডিফেন্ডার ড্যানিয়েল জেলেনি ট্রায়াল দিতে আসছেন ইউনাইটেড স্পোর্টসে। ক্লাব সূত্রে খবর, বুধবারই শহরে চলে আসছেন এই অস্ট্রেলীয় ফুটবলার। বিমানবন্দর থেকেই তাঁকে পািঠেয় দেওয়া হবে কল্যাণীতে ইউনাইটেডের আবাসিক শিবিরে। ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য এ দিন বলেন, “কোচ এলকো সাতৌরির সঙ্গে যোগাযোগ করেছিল জেলেনি। কলকাতায় অতীতে খেলে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে শুনে কোচ জেলেনিকে ট্রায়ালে আসতে বলেছেন।” দু’বছর আগে মোহনবাগানে সাইমন স্টোরির পরিবর্ত হিসাবে এসেছিলেন জেলেনি। বাগানের তৎকালীন কোচ সুব্রত ভট্টাচার্য সে বার আই লিগের প্রথম বড় ম্যাচে জেলেনিকে রক্ষণে নামিয়ে বোতলবন্দী করে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের পেন-টোলগেকে। ২০ নভেম্বরের সেই বড় ম্যাচ ওডাফাকর গোলে জিতেছিল মোহনবাগান। পরের ডার্বিতেও জেলেনি ফ্যাক্টর কাজে দিয়েছিল মোহনবাগানের। কিন্তু মরসুম শেষে অতি সাধারণ পারফরম্যান্সের জন্য জেলেনিকে দলে রাখেনি বাগান। তার পর ফের দু’বছর পর কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য ট্রায়াল দিতে আসছেন এই ফুটবলার। তবে তাঁকে নেওয়া হবে কি না তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ট্রায়ালে সাতৌরি তাঁকে দেখে গ্রিন সিগন্যাল দিলে তবেই জেলেনির সঙ্গে চুক্তির কথা ভাবেন ইউনাইটেড স্পোর্টস কর্তারা।
|
মেরি থাকলেন দ্বিতীয় স্থানেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অষ্টম রাউন্ডে ওড়িশার পদ্মিনী রাউতের বিরুদ্ধেও না জেতায় মেয়েদের জাতীয় দাবায় দ্বিতীয় স্থানেই বাংলার চ্যাম্পিয়ন দাবাড়ু মেরি অ্যান গোমস। গত বারের চ্যাম্পিয়ন মেরির পয়েন্ট ৫। ভক্তি কুলকার্নিকে হারিয়ে এলআইসি-র স্বাতী ঘাটের সঙ্গে শীর্ষে পিএসপিবি-র সৌম্যা স্বামীনাথন। মেরির সঙ্গে দ্বিতীয় স্থানে এখন পদ্মিনী আর শীর্ষ বাছাই তানিয়া সচদেব। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি আয়োজিত এই প্রতিযোগিতায় খেতাব ধরে রাখতে বাকি তিন রাউন্ডে মেরি ঘুরে দাঁড়াতে পারেন কিনা এখন সেটাই দেখার।
|
সঙ্গা-বোর্ড সমস্যা মিটল
সংবাদসংস্থা • কলম্বো |
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে দেশের ক্লাব না আইপিএল ক্লাব কোন টিমের হয়ে নামবেন এই নিয়ে কুমার সঙ্গকারা আর শ্রীলঙ্কা বোর্ডের বিরোধ ছিল। সানরাইজার্স হায়দরাবাদের বদলে চ্যাম্পিয়ন্স লিগে কান্দুরাতা মারুনসের হয়ে সঙ্গকারাকে নামার নির্দেশ দিয়েছিল বোর্ড। কিন্তু বোর্ডের নির্দেশ দেওয়ার পরই বিষয়টা জটিল হয়ে ওঠে। সঙ্গকারা প্রকাশ্যে তাঁর অনুগত্য নিয়ে প্রশ্ন তোলায় এক হাত নেন শ্রীলঙ্কা বোর্ডকে। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর বিবৃতিতে জানানো হয়, অবশেষে সেই সমস্যা মিটেছে।
|
অবসর প্রসঙ্গে সতর্ক সচিন |
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে কেরিয়ারের দুশোতম টেস্ট খেলার সুযোগ তাঁর সামনে। খবরটা ছড়িয়ে পড়ার পরই জল্পনা উঠেছিল নভেম্বরে ডাবল সেঞ্চুরির টেস্টের পরই অবসর নিচ্ছেন সচিন তেন্ডুলকর। সচিন নিজে অবশ্য এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলছেন না। এক টিভি চ্যানেলকে তাঁর টেক্সট, “এখনই প্রতিক্রিয়া দেব না। প্রতিটা ম্যাচ ধরে এগোতে চাই।’’ এখানেও জল্পনা শেষ হচ্ছে না। ‘প্রতি ম্যাচ ধরে’ এগোনোর অর্থ কী? ঘরের মাঠে ৫২তম টেস্ট সেঞ্চুরি করার পরই কি কেরিয়ারকে বিদায় জানাবেন তিনি? নাকি তার পরও ভারতের বিদেশ সফরে খেলবেন? ক্রিকেটমহলে তীব্র জল্পনা চলছেই।
পুরনো খবর: চোট সারিয়ে নেটে সচিন
|
কাউন্টি খেলার মাঝেই দেশে ফিরছেন গম্ভীর |
|
পারিবারিক কারণে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার মাঝপথেই দেশে ফিরতে হল গৌতম গম্ভীরকে। দিল্লির ব্যাটসম্যান এসেক্সে যোগ দেওয়ার পর প্রথম দিকে ব্যর্থ হলেও শুক্রবারই ফর্মে ফেরার ইঙ্গিত দেন। প্রথম চার ইনিংসে ৩১, ২১, ২, ০ রান করার পর গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ড্র ম্যাচে ১০৬ রান করেন গম্ভীর। তাঁর ক্লাবের তরফে জানানো হয়েছে, “পারিবারিক কারণে গৌতম গম্ভীর ভারতে ফিরে গিয়েছেন। এই পরিস্থিতিতে এসেক্স বা গৌতমের দিক থেকে আর কিছু বলা সম্ভব হচ্ছে না। গৌতমের দিকে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে ক্লাব। আশা করছি ইংল্যান্ডের চলতি ঘরোয়া মরসুম শেষ হওয়ার আগেই গৌতম টিমে ফিরে আসবেন।”
|
৬৪ বছরে সমুদ্র তোলপাড় |
|
ডায়না নায়াড: কিউবা থেকে ফ্লোরিডা- ১১০ মাইল সাঁতরে অভিনব নজির। ছবি: এএফপি |
অভিনব নজির গড়লেন মার্কিন দূরপাল্লার সাঁতারু ডায়না নায়াড। এই মার্কিন মহিলা কিউবা থেকে ফ্লোরিডা এই ১১০ মাইল সাঁতরে পার করলেন ৬৪ বছর বয়সে। শনিবার শুরু করে ফ্লোরিডা পৌঁছলেন সোমবার সকালে। সাধারণত হাঙরে ভর্তি এই সমুদ্রে সাঁতার কাটতে নামলে ‘শার্ক কেজ’-এর সাহায্য নিয়ে থাকেন সাঁতারুরা। কিন্তু ডায়না কোনও রকম সাহায্য ছাড়াই এই অসাধ্য সাধন করেন। যা এর আগে কেউ কোনও দিন করতে পারেননি। সব মিলিয়ে ৫৩ ঘণ্টা সমুদ্রে ছিলেন তিনি। ফ্লোরিডায় তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন শয়ে শয়ে মানুষ। তাঁদের উদ্দেশ্যে একটা কথাই বলে যান ডায়না, “কখনও হাল ছেড়ো না।” লেখক, সাংবাদিক এবং দূরপাল্লার সাঁতারু ডায়না এর আগে বাহামা থেকে ফ্লোরিডায় সাঁতরে গিয়েছিলেন।
|
ম্যাচ সরল |
তেলেঙ্গানা সমস্যায় নিরাপত্তার অভাবের আশঙ্কায় আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ম্যাচ অন্ধ্রপ্রদেশ থেকে সরিয়ে নেওয়া হল। ১৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর হায়দরাবাদে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ার আর গ্রুপ পর্যায়ের ম্যাচ হওয়ার কথা ছিল। গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি এখন সরিয়ে নেওয়া হল মোহালি, রাঁচি আর আহমেদাবাদে। ২৪ সেপ্টেম্বরের দু’টি ম্যাচ হবে মোহালিতেই। রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স ২৮ সেপ্টেম্বরের দুটি ম্যাচ আর মোতেরায় হবে ৩০ সেপ্টেম্বরের জোড়া ম্যাচ। তিন বছর আগেও একই সমস্যায় সব আইপিএল ম্যাচ অন্ধ্রপ্রদেশের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
|
সর্দাররা ফিরলেন |
এশিয়া কাপে রানার্স ভারতীয় হকি টিম সোমবার দেশে ফিরলেন কিন্তু বিমানবন্দরে সর্দার সিংহদের নিয়ে তেমন হইচই দেখা গেল না। এ দিন সকাল ন’টায় মালয়েশিয়া থেকে ভারতীয় দল ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর হকি ইন্ডিয়ার কোনও কর্তাকে সেখানে দেখা যায়নি। মালয়েশিয়াতেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হকি ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ এলেনা নর্ম্যানই যা টিমের সঙ্গে ছিলেন।
|
জেমসের সুযোগ |
‘ইয়ং ড্রাইভার’ টেস্টেই নজর কেড়ে নিয়েছিলেন। তারই ফল পেলেন ২৪ বছর বয়সি ইংরেজ জিপি টু ড্রাইভার জেমস কালাডো। ফোর্স ইন্ডিয়া তাঁকে রিজার্ভ ড্রাইভারের দায়িত্বে নিয়োগ করল। চলতি সপ্তাহে ইতালীয় গ্রাঁ প্রি-তে প্রথম প্র্যাক্টিস সেশনে ভারতের এফ ওয়ান টিমের ড্রাইভারের ভূমিকায় থাকবেন তিনি। বাকি মরসুমেও। ফোর্স ইন্ডিয়ার টিম বস বিজয় মাল্য বলেন, “এফ ওয়ান রেস ইভেন্ট থেকে মূল্যবান অভিজ্ঞতা পাওয়ার একটা বড় সুযোগ এখন জেমসের সামনে।”
|
অভিষেক কালীঘাটে |
ময়দানের দলবদলের প্রথম দিনে সইসাবুদ হল ৪৩৪ জনের। তার মধ্যে ‘উইথড্র’ করে নিজেদের ক্লাবে থেকে গেলেন ১৩৭ জন। উল্লেখযোগ্যদের মধ্যে বাংলার ক্রিকেটার অভইষেক ঝুনঝুনওয়ালা ইস্টবেঙ্গল থেকে সই করলেন কালীঘাটে। সৌরাশিস লাহিড়ী মোহনবাগান থেকে সই করলেন ভবানীপুরে। শিবশঙ্কর পাল থেকে গেলেন তাঁর পুরনো ক্লাব ভবানীপুরে। |
|