চোট সারিয়ে নেটে সচিন
সংবাদসংস্থা • মুম্বই |
আইপিএল সিক্সের শেষের দিকে হাতে চোট লেগেছিল। টুর্নামেন্টে তাই আর নামতে পারেননি। প্রায় সাড়ে তিন মাস কোনও ম্যাচও খেলেননি। গত মাসে ইংল্যান্ডে হাতে অস্ত্রোপচারের পর আবার প্র্যাক্টিসে নেমে পড়েছেন সচিন তেন্ডুলকর। আসন্ন টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের জন্য। নিজেও স্বীকার করলেন সে কথা। “হ্যাঁ মে মাসে হাতে যেখানে চোট লেগেছিল সেখানে অস্ত্রোপচার করতে হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের কথা ভেবে দশ দিন আগে থেকেই নেটে ব্যাটিং শুরু করে দিয়েছি,” মুম্বইয়ে শনিবার বলেন সচিন। এ দিকে, বেঙ্গালুরুতে এ দিন প্রাক্তন নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস বলেন, সচিনের আরও এক বছরের আগে অবসর নেওয়া উচিত হবে না। অন্তত বিরাট কোহলিদের কথা ভেবে। “তেন্ডুলকরের আরও এক বছর খেলা চালিয়ে যাওয়া উচিত। কোহলির আরও অভিজ্ঞতা প্রয়োজন। সেটা সচিনের সঙ্গে খেলেই হবে। ওই তো ভবিষ্যতের গ্রেট প্লেয়ার আর ক্যাপ্টেন। ভারতীয় দলে খুব বেশি অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় তেন্ডুলকরের উপস্থিতিটা প্রয়োজন। বিশেষ করে দ্রাবিড়, সৌরভ আর লক্ষ্মণের অবসর নেওয়ার পর,” বলেন কেয়ার্নস।
|
মেরিকে টপকে শীর্ষে স্বাতী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেয়েদের জাতীয় দাবায় ষষ্ঠ রাউন্ডের শেষে গত বারের চ্যাম্পিয়ন বাংলার মেরি অ্যান গোমস দ্বিতীয় স্থানে। তাঁকে টপকে শীর্ষে উঠে এলেন এলআইসি-র স্বাতী ঘাটে। কিরণ মণীষা মহান্তির কাছে ড্র করেই পিছিয়ে যান মেরি। তাঁর সংগ্রহ ৪ পয়েন্ট। পদ্মিনী রাউতকে সহজেই হারিয়ে সেই সুযোগে শীর্ষে উঠে এসেছেন স্বাতী (৪.৫ পয়েন্ট)। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি আয়োজিত এই প্রতিযোগিতায় এ দিনের সেরা অঘটন যদিও গোয়ার ১৪ বছর বয়সি দাবাড়ু ইভানা ফুর্তাদোর সতীর্থ ভক্তি কুলকার্নিকে হারানো। শীর্ষবাছাই তানিয়া সচদেব (৩.৫ পয়েন্ট) যুগ্ম ভাবে তৃতীয় স্থানে।
|
চিডিদের প্রতিপক্ষ কালীঘাট এমএস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কালীঘাট এমএস। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লিগের দ্বিতীয় রাউন্ড। আর প্রথম দিনই মাঠে নামছেন চিডিরা। তবে ৭ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার কারণে মোহনবাগান আর মহমেডানের প্রতিপক্ষ এখনও ঠিক করা সম্ভব হয়নি। ৯ ও ১০ সেপ্টেম্বর মহমেডান আর মোহনবাগানের মাঠে নামার কথা। শনিবার আইএফএ-তে ক্রীড়াসূচী কমিটির মিটিং ছিল। এ দিকে খড়গপুরে একটি প্রদর্শনী ম্যাচে এ দিন ৪-০-এ জিতেছে ইস্টবেঙ্গল।
পুরনো খবর: রেলশহরে আজ মাঠে ইস্টবেঙ্গল
|
ভারতের সোমদেব দেববর্মনের এখনও গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডের মুখ দেখা হল না। ৪৮ শটের দীর্ঘ র্যালিও লড়লেন একটা পয়েন্টের জন্য! তবু দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ২০ নম্বর ইতালীয় আন্দ্রেয়া সেপ্পি-র কাছে হারলেন ৬-৭ (৮-১০), ৪-৬, ৫-৭। মিক্সড ডাবলসে মার্টিনা হিঙ্গিস-কে নিয়ে প্রথম রাউন্ডে হারায় মহেশ ভূপতির গ্র্যান্ড স্ল্যাম জীবনের ওপর কার্যত যবনিকা পড়ল। সানিয়া মির্জা-তেকাউ মিক্সড ডাবলস জুটিও প্রথম ম্যাচেই হারেন। তবে পুরুষ ডাবলসের প্রি-কোয়ার্টারে তিন ভারতীয় উঠলেন। লিয়েন্ডার-স্টেপানেক। বোপান্না-ভ্যাসেলিন। দ্বিবীজ শরণ-ইয়েন জুটি। |