টুকরো খবর
এশিয়া কাপ ফাইনালে সর্দার সিংহরা

পাকিস্তানের ব্যর্থতায় এল ভারতের সাফল্য। শুক্রবার এশিয়া কাপ সেমিফাইনালে মালয়েশিয়াকে ২-০ হারিয়ে রবিবার কোরিয়ার বিরুদ্ধে ফাইনালের আগেই ভারত কার্যত ২০১৪ হকি বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল। যদিও তা সরকারি ভাবে ঘোষণা হবে নভেম্বরে ওশেনিয়া কাপের পর। তবে ওয়াকিবহাল মহল নিশ্চিত যে, নেদারল্যান্ডসে বিশ্বকাপে ভারত খেলছেই। এ দিনের অন্য সেমিফাইনালে কোরিয়ার কাছে পাকিস্তান ১-২ হারে। পাকিস্তান এ দিন জিতলে ভারতকে ফাইনালে জিতে বিশ্বকাপের যোগ্যতা পেতে হত। কিন্তু কোরিয়া যেহেতু বিশ্ব হকি লিগের চার নম্বর দল হিসেবে আগেই বিশ্বকাপে জায়গা পেয়ে গিয়েছে, তাই বাকি তিনটির মধ্যে একটি জায়গা ভরাট করে ফেলল ভারত। আর একটি জায়গা রাখা আছে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নদের জন্য। ১৯৭১-এ বিশ্বকাপ হকি শুরুর পর এই প্রথম চার বারের চ্যাম্পিয়ন পাকিস্তান বিশ্বকাপে থাকবে না। আর এশিয়া কাপের ফাইনালিস্ট হিসেবে ভারত ১২ দলের বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে প্রতিটি বিশ্বকাপে হাজির থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল। শুক্রবার সুলতান আজলান শাহ স্টেডিয়ামে গোল করেন রঘুনাথ এবং মনদীপ সিংহ। ম্যাচের পর ভারতের অন্তর্বর্তী কোচ রোলান্ট অল্টম্যানস বলেন, “টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স।” অন্য সেমিফাইনালে পাকিস্তান হেরে যাওয়ায় ভারতীয়রা এ দিন বিশ্বকাপে যোগ্যতা পাওয়ার খবর জেনেই নেমেছিলেন।

পুরনো খবর:
রেলশহরে আজ মাঠে ইস্টবেঙ্গল
প্রদর্শনী ম্যাচ খেলতে আজ, শনিবার খড়্গপুরের মাঠে নামবে ইস্টবেঙ্গল। খেলা হবে সেরসা স্টেডিয়ামে। ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে স্পোটর্স ডেভেলপমেন্ট অ্যাকাডেমির খড়্গপুর একাদশ। সুষ্ঠু ভাবে ম্যাচ করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সারা হয়েছে। স্পোটর্স ডেভেলপমেন্ট অ্যাকাডেমির খড়্গপুর শাখার উদ্যোগে এই প্রদর্শনী ম্যাচ শুরু হবে দুপুরে। অ্যাকাডেমির খড়্গপুর শাখার সভাপতি অনিতবরণ মণ্ডল বলছেন, “প্রদর্শনী ম্যাচ ঘিরে ইতিমধ্যে রেলশহরে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আমাদের আশা, খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক আসবেন।” উদ্যোক্তারা জানিয়েছেন, ইস্টবেঙ্গলের পুরো টিমই আসবে। চিডি-ওপারার মতো ফুটবলাররাও থাকবেন। সঙ্গে থাকবেন লাল-হলুদের ব্রাজিলীয় কোচ মার্কোস ফালোপা। স্পোটর্স ডেভেলপমেন্ট অ্যাকাদেমির খড়্গপুর শাখার উদ্যোগে এক সময় রেলশহরে ফুটবল-ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। কখন স্কুলগুলোকে নিয়ে টুর্নামেন্ট হয়েছে। কখনও ক্লাবগুলোকে নিয়ে টুর্নামেন্ট হয়েছে। তবে, গত দু’বছর খড়্গপুরে বড় কোনও টুর্নামেন্টের আয়োজন করতে পারেননি অ্যাকাডেমি কর্তৃপক্ষ। অ্যাকাডেমির সভাপতি অনিতবরণবাবু বলছেন, “ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ আবেদনে সাড়া দিয়েছেন। আমরা কৃতজ্ঞ।”

পুরনো খবর:

গম্ভীরের সেঞ্চুরি
কাউন্টির ব্যর্থতা কাটিয়ে রানে ফিরলেন গৌতম গম্ভীর। এ দিন গ্লস্টারশায়ারের বিরুদ্ধে এসেক্সের হয়ে নেমে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১৪৯ বলে ১০৬) করলেন তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন গম্ভীর। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর পুরনো ফর্মের ঝলক দেখা গিয়েছে। অনবদ্য ফুটওয়ার্ক ছিল। পেসারদের বিরুদ্ধেও দাপট দেখিয়েছেন তিনি। কাউন্টি ক্রিকেটে প্রথম এবং কেরিয়ারে ৩৪তম প্রথম শ্রেণির সেঞ্চুরি করতে ১২টা চার আর একটা ছয় মারেন গম্ভীর। গ্লস্টারশায়ারের সামনে জেতার জন্য ৪৩২ রানের লক্ষ্য রেখেছে এসেক্স।

মনোজ ছাড়াই প্রাথমিক দল
হাঁটুতে অস্ত্রোপচার সেরে ফেরা মনোজ তিওয়ারিকে বাইরে রেখেই বাংলার প্রাথমিক দল ঘোষণা করে দিল সিএবি। বত্রিশ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। তাতে লক্ষ্মীরতন শুক্ল, সৌরাশিস লাহিড়ি, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দারা আছেন। ধরে নেওয়া হচ্ছে, রিহ্যাব থেকে সেরে ফিরতে ফিরতে মনোজের পাঁচ মাস সময় লেগে যাবে। আসন্ন রঞ্জিতে খেলার সম্ভাবনাও নেই।

মহেশের বিদায়
এ বছরের শেষেই টেনিস র‌্যাকেট তুলে রাখবেন মহেশ ভূপতি। টেনিসমহলে এমনই খবর। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ওপেনের ডাবলসে হারের পর বলা যায়, মহেশের ডাবলস গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ! জার্মানির ফিলিপ পেশ্চনারের সঙ্গে প্রথম বার জুড়ি বেঁধে মহেশ প্রথম রাউন্ডেই হারলেন প্রাক্তন কানাডিয়ান পার্টনার ড্যানিয়েল নেস্টর ও তাঁর সঙ্গী ভাসেক পস্পিসিলের কাছে। ৩-৬, ৬-৭ (৪-৭)। মেয়েদের প্রাক্তন বিশ্বসেরা মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী নিয়ে মহেশ অবশ্য মিক্সড ডাবলসের দৌড়ে রয়েছেন। লিয়েন্ডার পেজ ও সানিয়া মির্জা অবশ্য জয় দিয়ে এ বারের যুক্তরাষ্ট্র অভিযান শুরু করেছেন। এবং দ্বিবীজ শরণ-ও। ডাবলসে পেজ-স্টেপানেক জুটি প্রথম রাউন্ডে নিয়েমিনেন-তুরসুনভকে হারায় ৬-৪, ৭-৬ (৭-৪)। দ্বিবীজ ও তাইপে-র ইয়েন ডাচ জুড়ি রবিন হাস-ইগর সিজলিংকে হারায় ৬-১, ৭-৫। মেয়েদের ডাবলসে সানিয়া-জি জেং দ্বিতীয় রাউন্ডে ওঠেন বেক-পুইগকে ৬-২, ৬-২ হারিয়ে।

মিটল না মাঠ-বিতর্ক
‘ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম’ যুবভারতীর মাঠে যে ভাবে কাজ করত, মামলা না মেটা পর্যন্ত সেই ভাবেই কাজ করে যাবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি রাজ্য সরকার তাদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করায় ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আবেদনকারীদের অতিরিক্ত হলফনামা দিতে বলেছেন। এক মাস পরে ফের মামলার শুনানি।

কাশিমবাজার টিটি
কাশিমবাজার টিটির তৃতীয় দিনে সাব জুনিয়র বিভাগের ফাইনালে উঠল মৌমিতা দত্ত ও রণিত ভঞ্জ। জুনিয়র বিভাগের সেমিফাইনালেও জিতল মৌমিতা ও রণিতের জুটি। ফাইনাল ১ সেপ্টেম্বর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.